আমি স্বার্থপর লোক সবসময় techtunes এর পোস্ট পড়ি কিন্তু কন পোস্ট করে সাহায্য করতে পারি না !!!! কিন্তু হেল্প লাগ্লে ই techtunes এ হেল্প চাই...। নির্লজ্জ বলা যায় J !!! আই নির্লজ্জ মানুষটা এইবার
Pc hardware experts ও engineer দের অথবা যারা জানেন তাদের সাহায্য চাইছি । আমাকে কম্পিউটার এর সমস্যা , কারন এর সমাধান এর একটা লিস্ট দিলে আমি কৃতজ্ঞ থাকব হয়ত বুজাতে পারি নাই...।
সমস্যা | কারন | সমাধান |
1).কম্পিউটার চালু হচ্ছে না | Power supply/ram/windows | …………… |
2)……. | …….. | ……. |
এই ভাবে ...আপনারা আসলে আগেই বুজছেন আমি ত একটু মাথামোটা তাই সবাই কে আমার মত ভাবি...।। এইবার বলি আমার এটা কেন লাগবে... আমি একটা জায়গা থেকে হার্ডওয়্যার এর course করচি...কি বলব দুঃখ course শেষ হলেও আই শব কিছু বলে নাই ক্লাস এর ফাকে ফাকে অল্প কিছু বললেও ক্লিয়ার করে কিছু বলে নাই ।আর আমি এত মাথামোটা ও না ক্লাস এ অমনোযোগী থাকব !!! তাই বাধ্য হয়ে আপনাদের সাহায্য চাইছি ... নিরাশ হব নাআশা করছি র কষ্ট দেবার জন্য আগাম sorry এবং কৃতজ্ঞতা......
আমি Tanim Mahmud Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাধারন একজন মানুষ । বন্ধুরা মানবতা বাদী বলে ।রাজনীতি নিয়া কোন আগ্রহ নাই ।কিন্তু রাজনৈতিক দল গুলোর উল্টা পাল্টা কথা সহ্য করত্য পারি না । তাই নিরপেক্ষ ভাবে দেশ নিয়া কিছু কথা বলি । স্বপ্ন দেখি সুন্দর একটা সমাজ একটা দেশ, যেখানে মানুষ দল নিয়া না দেশ নিয়া কথা...
আপনার পিসি অন হসসে না; আপনি ডিটেইল লেখেন নাই কি কি করসেন
ওকে আমি অল্প বিদ্যা জানি যদি আপনার হেল্প হই তাইলিক লাম
১। পিসি যদি অন হই এবং ডিসপ্লে না আসে তাহলে রাম টা পরিক্কা করুন
২।যদি পিসি যদি অন না হই তাহলে অরথাত স্টার্ট নানেই ফ্যান না ঘুরে তাহলে পাওয়ার সুপ্ল্য ছাক করেন
৩। যদি অন হই ডিসপ্লে আসে এবং মাদার বরদ এর লেখা শো করে কিন্তু ওপেন হই না তাহলে উইন্ডোজ প্রবলেম
যদি কাজে লাগে………। অথবা https://www.facebook.com/Ronyred.Rony?ref=tn_tnmn