ছবির সাইজ বিষয়ে অভিজ্ঞ ভাইদের সহায়তা কামনা করছি, দয়া করে একটু সহায়তা করুন।

অনেক সময় দেখা যায় ভর্তি পরীক্ষা, চাকরীর আবেদন পত্র , ছাত্র/ছাত্রীদের রেজি: ইত্যাদির অনলাইনের কাজের জন্য ছবির প্রয়োজন হয়। আর তারা ছবির জন্য কোন না কোন পরিমাপ (দৈর্ঘ*প্রস্থ) দিয়ে দেয়। কিন্তু ছবির DPI দেয় না। আমার প্রশ্ন হল ফটোশপে ছবির কাজ করতে হলে তাদের দেওয়া দৈর্ঘ*প্রস্থ দিব ঠিক আছে, কিন্তু DPI (Resolution)কত দিব?
যেমন, বর্তমানে JSC রেজি: চলছে । এখানে লেখা আছে ছবির সাইজ (৪৫×৩৫) মি.মি। অথবা, (১২৮×৯৯) পি.এক্স । আমি দেখলাম ছবিটাকে যখন (১২৮×৯৯) পি.এক্স এবং রেজুলেশন ৭২ দিযে সেভ করলাম তখন ছবির সাইজ বড় দেখাচ্ছে, যা নিচে চিত্রে ১নং দেখুন।
কিন্তু যখন (১২৮×৯৯) পি.এক্স এবং রেজুলেশন ৩০০ দিযে সেভ করলাম তখন ছবির সাইজ খুব ছোট দেখাচ্ছে, নিচে চিত্রে ২নং দেখুন। (বি.দ্র. আমি ইহা এমএস ওয়াডে দেখিয়েছি)

আরো একটি প্রশ্ন ফটোশপে Image size এর মধ্যে Pixel Dimensions এবং Document size এই দুইটির কোনটি অনলাইনে ছবি পেরনের জন্য সঠিক মাপ প্রদান করে

হা কোন হৃদয়বান ভাই আছেন আমার এই প্রশ্নের উত্তর দিতে?
প্রশ্ন গুলো আবার বলছি
১ প্রশ্ন: অনলাইনে ছবি প্রেরনের জন্য ফটোশপে ছবি তৈরী করতে তাদের দেওয়া নির্ধারিত দৈর্ঘ*প্রস্থ দিব ঠিক আছে, কিন্তু DPI (Resolution)কত দিতে দিব?
২ প্রশ্ন: অনলাইনে ছবির মাপ কোনটি সঠিক হয় Pixel Dimensions নাকি Document size?

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার যে সমস্যার কথা আপনি উপরে বলেছেন সে রকম হওয়ার কথা না। আপনার ১নং ছবিচি অবশ্যই ১২৮*৯৯ এর চেয়ে বেশী পিক্সেল এর হওয়ার কথা।
আপনি ১নং ছবির properties দেখে নিতে পারেন। আর অনলাইনে ছবি সাধারনত pixel এ চাওয়া হয়। তাই আপনাকে pixel dimension সঠিক ভাবে দিতে হবে যদিও pixel dimension এবং document size দুটোই interrelated । তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছবির রেজুলেশন (DPI) বাড়ালে বা কমালে সাখে সাখে Document size এবং pixel dimension পরিবর্তন হয়। এজন্য আগে DPI ঠিক করে দিয়ে তারপর pixel dimension দিন।
অনলাইনে ছবি প্রেরনের জন্য যে কোন রেজুলেশন আপনি দিতে পারেন, তবে এক্ষেত্রে আরেকটি মুখ্য বিষয় থাকে তাহল ছবির weight. ছবির DPI বাড়ানোর সাথে সাথে আপনার ছবির weight বেড়ে যেতে পারে। তাই 72 DPI ই উপযুক্ত।
উপকৃত হলে জানাবেন…

    @হেল বয়: ধন্যবাদ আপনাকে অনেক ‍গুরুত্বপূর্ণ তর্থ্য দেওয়ার জন্য

মিয়া ভাইরে সব সময় টেকটিউনসের হোম পেজে দেখা যায়; অনেক সুন্দর লাগে দেখতে!

    @খোকন: খোকন ভাই ধন্যবাদ আপনাকে , আপনি একজন নিয়মিত টিউনস সদস্য, যার কারনে আমাকে হোম পেজে দেখেন, তবে আপনার শেষ অংশের কথায় আমার হাসি পাইল- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা- হা-হা…………………..