শুরুতেই যারা পড়ছেন তাদের আন্তরিক অভিনন্দন।
বেশ কিছুদিন আগে এডঅন্স দিয়ে আমার মজিলাটারে খুব সাজান সাজাইলাম কিন্তু গত কয়দিন ধরে শুধু আপডেট করতে বলে।কিন্তু আমি জানি আপডেট করলেই আমার অভ্র দিয়ে লেখা পোষ্ট বা যেকোনো কিছু পড়তে সমস্যা হবেই তাই করতাম না কিন্তু বারবার আপডেট করতে বলায় শেষমেশ করলাম কিন্তু যেই কদু সেই লাউ,অভ্র দিয়ে লেখা কিছুই বুঝতে পারছি না। পরে আইকমপ্লেক্স স্ক্রিপ্ট ইন্সটল করতে গেলাম সেখানে লেখাই আছে ওটা উইন্ডোজ ৭ এর জন্য না।তারপর ফন্ট ফিক্সার নিলাম ওতে সোলাইমান লিপিরে ডিফল্ট করলাম এর পর মজিলা ৯.০.১ এটা ইন্সটল করলাম তাও একি রোগ,মোটামুটি ভার্শন ৩.০.৬ এটা ছাড়া যেটাতেই করতে যাই সেটাতেই সমস্যা এখন কি করি বলুন তো?
আমি জানি আপনাদের মাঝে নিশ্চয়ই কেউ আছেন যিনি এর সমাধান জানেন তো আর দেরি কেনো এখনি আমাকে সাহায্য করুন।
এখানে আমি বুঝার সুবিধার্থে স্ন্যাপশট দিলাম লেখা গুলো এমনি আসছে।
আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম
আপনার C ড্রাইভে গিয়ে Vrinda ফন্ট দুটিকে Windows > Fonts ফোল্ডারে পেষ্ট করুন। তারপর ফায়ারফক্স রিষ্টাট করুন। আশা করি ঠিক হয়ে যাবে। 🙂