ছবি প্রিন্ট করার ব্যপারে সহায়তা চাই।

আমরা সাধারণত ফডোবি ফটোশপ দিয়ে ছবি তৈরী করে থাকি। আমার প্রশ্ন হলঃ
১. ছবি তৈরীর পর তা প্রিন্ট করার জন্য ফডোবি ফটোশপের কোন ফরম্যাট ব্যবহার করব (.PSD/.EPS) ? অথ্যাৎ কোন ফরম্যাটের ছবি সবচেয়ে ভাল প্রিন্ট হয়?
২.আর মোড কি হবে (RGB/CMYK) ?
৩.এবং প্রিন্টের জন্য পেজ সেটআপ ও মার্জিন কত রাখতে হবে?
৪.ছবি প্রিন্টের জন্য কোন প্রিন্টার ভাল?
মোট কথা ছবি প্রিন্ট করার পদ্ধতি জানতে চাই।

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. সেটা আপনার ব্যপার, মূল জিনিস হল DPI, ছবির ডেনসিটি যত ভাল হবে তত ভাল কোয়ালিটি পাবেন, প্রিন্টার বুঝবেনা PSD না PNG দিলেন।

২. প্রিন্টার যে মোড সাপোর্ট করে সেটা, আমারটা CMYK.

৩. এটাও আপনার ইচ্ছা। A4 পেজ দিয়ে পিপি সাইজ প্রিন্ট করলেও যা, 4″x3″ দিয়ে প্রিন্ট করলেও তা। তবে কাগজ বাচানো ও নিজের ইচ্ছামত ভেবে মাপ দিতে হবে। যদি কাগজ ছোট ও টুকরা হয় (ধরা যাক ৫”x৪”), তখন পেজের সাইজ ঠিক করে ছবিটা সেভাবে বসাতে হবে। সবচেয়ে ভালো উপায় পিকাসা দিয়ে প্রিন্ট করা, অটো সব ঠিক করে নেয়।

    Level 0

    Vaia Amar Akta Choto Problem Chelo. Adobe Photoshop Deye Kono Pic Edit Korar Por Save Kore Jokhone Wallpaper A Set Kore Tokhone Pic Ta Edit Kora Pic Theke Keno Jeno Kharap Dekhai. Ame Monitorer Screen Resulation Thik Kora E Photo Edit Kore. Akhon Ke Kora Jai ?…

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছবি প্রিন্ট করার জন্য কোন প্রিন্টার ভাল এবং এর দাম কত হবে?

Level 0

adob photoshop ase? Register vertion…. Help me

Level 2

apnar printer jodi cmyk mood er hoy then apni cmyk moode colour change hobe na ar rgb printer hole cmyk mood e print dile colour change hoye jabe.

Level 2

@ mr. rudro……… amar kase cs, cs3 & cs5 register version ase.

Ame ek mash holo Epson Stylus T13 neaci Printer ar shate ja Cartige golo cilo shagolo dea valo print hoisa kinto jokon CISS lagaici tokon take Black colar ta ek to Red Ashsa ki korstha pari? r ekta prosno photo crop korla photoshop dea photo shob onksho nea jai na kano

Level 0

.