<img src="https://dnc.techtunes.io/tDrive/tuner/firoz-
উবুন্টুতে কি ভাবে AVRO use করা যায়? কেউ যদি হেল্প করতেন। তবে অামি ব্লগ করতে পারতাম। কমেন্টে জানান,অামি ব্লগ লিখতে চাই। অামি অনেক দিন ধরে টেকটিউনস্ এ টিউন পড়ছি। কিন্তু এতদিন খুব কষ্টে অাছি,কারন অামি টিউন করতে পারছিনা। অামি ওডেস্ক এ ক্লায়েন্ট হয়ে অামার নিজস্ব এজেন্সীর হায়ারকৃত কন্টাক্টর দিয়ে কাজ করাচ্ছি। এই সমন্ধে অামি টিউন করতে পারছি না।
অামার মনে হয় অমিকন Lab কে উবুন্টু নিয়ে কাজ করা দরকার।
পাদটিকা: এটা অামার জীবনের পয়লা টিউন! তাই অামি ভুলের হেতু ক্ষমা চাচ্ছি। ভাল থাকবেন সবাই।
আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে দেখুন। সবকিছু বিস্তারিত বলা আছে।