আমি বর্তমানে নাইজেরিয়াতে, Daewoo E & C CO., Ltd.(দক্ষিন কোরিয়ার একটি কন্সট্রাকশন কোম্পানী) তে কর্মরত আছি। আমাদের এখানে নেটওয়ার্ক এডমিনেস্ট্রটর এক জন কোরিয়ান।উনি সবাইকেই নেট ব্রাউজ করতে দেয় শর্ত সাপেক্ষে। শর্ত হলো কোন কিছু ডাউনলোড করা যাবেনা।উনি সব সময় তা মনিটর ও করে। তার পরও আমি মাঝে মাঝে ডাউনলোড করি। কিন্তু সমস্যা হল ফাইলের আকার যখন বড় হয় তখন উনি মেক এড্রেস ব্লক করে দেয় আর তখন নেট ইউজ করতে পারিনা। আরও একটা সমস্যা এবং তা হল আমি কোন ভিডিও সাইট দেখতে পারিনা। যেমন ইউটিউব সাইট বা বাংলা নাটক বা মুবির কোন সাইটএ ডুকতে পারি কিন্তু কোন ভিডিও দেখতে পারিনা। তাই আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই। এখন দয়া করে আমাকে আপনারা সাহায্য করুন। আমি চাই সব কিছু ডাউনলোড করবো এবং উনি যাতে তা টের না পায়। এর সমাধান যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন। সকলের কাছে আমার বিনীত অনুরোধ। সাহয্যের অপেক্ষায় রাইলাম। সবাই ভাল থাকবেন।
আপনাদের জন্য কিছু অতিরিক্ত তথ্যঃ
আমার ইউজার লিমিটেড না।
আমি IE 8 ব্যবহার করি।
আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
humm…. khub mushkil… .