সাহায্যঃ ডাউনলোড সমস্যার জন্য সমাধান চাই

আমি বর্তমানে নাইজেরিয়াতে, Daewoo E & C CO., Ltd.(দক্ষিন কোরিয়ার একটি কন্সট্রাকশন কোম্পানী) তে কর্মরত আছি। আমাদের এখানে নেটওয়ার্ক এডমিনেস্ট্রটর এক জন কোরিয়ান।উনি সবাইকেই নেট ব্রাউজ করতে দেয় শর্ত সাপেক্ষে। শর্ত হলো কোন কিছু ডাউনলোড করা যাবেনা।উনি সব সময় তা মনিটর ও করে। তার পরও আমি মাঝে মাঝে ডাউনলোড করি। কিন্তু সমস্যা হল ফাইলের আকার যখন বড় হয় তখন উনি মেক এড্রেস ব্লক করে দেয় আর তখন নেট ইউজ করতে পারিনা। আরও একটা সমস্যা এবং তা হল আমি কোন ভিডিও সাইট দেখতে পারিনা। যেমন ইউটিউব সাইট বা বাংলা নাটক বা মুবির কোন সাইটএ ডুকতে পারি কিন্তু কোন ভিডিও দেখতে পারিনা। তাই আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই। এখন দয়া করে আমাকে আপনারা সাহায্য করুন। আমি চাই সব কিছু ডাউনলোড করবো এবং উনি যাতে তা টের না পায়। এর সমাধান যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন। সকলের কাছে আমার বিনীত অনুরোধ। সাহয্যের অপেক্ষায় রাইলাম। সবাই ভাল থাকবেন।

আপনাদের জন্য কিছু অতিরিক্ত তথ্যঃ

আমার ইউজার লিমিটেড না।
আমি IE 8 ব্যবহার করি।

  • আমার আইপি হচ্ছেঃ ১০.৭২.২২.৫৯
  • সাবনেট মাস্কঃ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
  • ডিফল্ট গেট ওয়েঃ ১০.৭২.২২.১
  • প্রেঃ ডিএনএস সার্ভারঃ ১৬৫.১৪১.১৭৭.১০
  • অল্টঃ ডিএনএস সার্ভারঃ ১৬৫.১৪১.১৭৭.২০
  • ম্যাক এড্রেসঃ 00-0F-B0-D8-9E-DB

Level 0

আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

humm…. khub mushkil… .

Level 0

Nothing is impossible in the world. Please help me.

    Level 0

    উনি কি সরাসরি মনিটর করে? যদি নিজেই চোখে দেখে তারপর ব্রাউজ করতে না দেয় তবে কিছু করার নেই।তবে উনি যদি কোন প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে কিছু হয়ত করা সম্ভব।আপনি ip চেঞ্জ করে দেখতে পারেন।কিছুদিন আগে হাসিব ভাই একটা টিউন করেছিলেন যেটাতে ip invisible করা সম্ভব।আপনি চেস্টা করে দেখতে পারেন।অথবা Proxy ব্যবহার করতে পারেন।
    আমার খুব স্বল্প জ্ঞান থেকে বললাম।ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

উনি কোন একটা প্রোগ্রাম ব্যবহার করে। আর IP চেঞ্জ করলেও কোন কাজ হবে না কারন উনি ম্যাক এড্রেস এর প্রতি লক্ষ রাখে। কারন ম্যাক এড্রেসতো আর চেঞ্জ করা যাবেনা। আর ip invisible করা গেলেও তার প্রোগ্রামে invisible হবে কিনা তাওতো একটা সমস্যা। তারপরও রাহাত ভাইকে ধন্যবাদ রিপ্লাই দেবার জন্য।

আচ্ছা অপেরা ইউজ করে দেখতে পারেন।অনেকে অপেরা দিয়ে restricted সাইট গুলায় ঢুকতে পারে শুনলাম।ডাউনলোড এর ব্যপারে বলতে পারি না।

আপনি MAC Address বদলে ফেলতে পারবেন? উপায় জানলে করে ফেলুন, তাহলেই সমস্যার সমাধান হবে। অফিসে অন্য যেকোনো কম্প্যুটারের MAC Address CLONE করে ফেলুন। বিভিন্ন LAN Card’এ পদ্ধতি আলাদা। তবে আমি বলবো যে পরিষ্কার না জেনে এই কাজ করতে যাবেন না।

আমার ব্যাক্তিগত মতামত যে শুরুতে এই কাজ জানা কারো সামনে বসে থেকে শিখে নিন। এটি একটি চক্রব্যূহের মতো, ঢুকতে শিখলে বেরোতেও জানতে হবে।

    Level 0

    অনেক ধন্যবাদ আপনাকে। জি, MAC Address বদলানোর জন্য একটা সফটওয়ার পাইছি কিন্তু এখনও একটা সম্যা হয় আর তা হলো ডাউনলোড শুরু হয় কিন্তু ১০০% হয়না। আমার ইন্টারনেট লাইনের স্পীডএ কোন সমস্যা নাই। যাই হোক আর এক সপ্তাহ পরে বাংলাদেশে চলে আসতেছি। আমর জন্য দোয়া করবেন। অগ্রীম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।