ম্যানুয়ালি এ্যাডসেন্স পিন পূরনের জন্য কি কি document পাঠানো যাবে??

Adsense পিনকোড মনে হচ্ছে manually পূরণ করতে হবে । Contact form এ্যাকাউন্টে show করছে, তবে আমি TT-তে যারা অভিজ্ঞ তাদের কাছে কিছু বিষয় জানতে চাচ্ছি –

০১. এ্যাডসেন্স বলছে, ওদের সাপোর্টেড ভাষায় স্ক্যান কপি পাঠাতে হবে, এ ক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয় পত্র পাঠালে কোন সমস্যা হবে কি-না? কারণ আমাদের জাতীয় পরিচয়পত্রের বড় একটা অংশ বাংলায় (বিশেষ করে ঠিকানা) ।
[ অভিজ্ঞরা দয়া করে এই বিষয়ে আমাকে পরামর্শ দিবেন ]

০২. আমি বিকল্প হিসেবে আর কি কি ডকুমেন্ট ব্যবহার করতে পারি? (ব্যাংকের স্টেটমেন্ট/বিদ্যুৎবিল বা আর কোন ডকুমেন্ট??)

০৩. ব্যাংক স্টেটমেন্ট পাঠালে তার মেয়াদ minimum কতমাসের হতে হবে বা এ্যাকাউন্ট এর বয়স সর্বনিম্ন কত হতে হবে ??

০৩. একাধিক ডকুমেন্ট পাঠালে কোন সমস্যা হবে কি-না?

০৪. একবার যদি ডকুমেন্ট কোন কারণে reject হয় তাহলে পরে আর কোন ডকুমেন্ট পাঠানো যাবে কি? না এ্যাকাউন্ট……..

আমি তাদের থেকে এই বিষয়ে পরামর্শ বা সাজেশন চাচ্ছি যারা ইতিমধ্যেই এটা সমাধান করেছেন । আশা করি ভাল সাজেশন পাব এখান থেকে । ধন্যবাদ তাদেরকে যারা এখানে কমেন্ট করে আমার এই সমস্যাটা সমাধানে সাহায্য করেছেন (আগাম) ।


[মডারেটরের প্রতি - এই পোস্টটা দয়া করে সাহায্য বিভাগে ট্রান্সফার করবেন না]

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

01. National ID Hobe Na.

02.Yes!
03. Bank Statement Which contain your address as you provide in adsense account. [Last 3 Month ]

04. No.
05. Yes! Possible

আমাদের দেশের জাতীয় পরিচয় প্ত্র একদম খাটি বাংলা। যাহা ইন্দিয়ার তিন দিক এবং সাগরের জল দ্বারা সিমাব্ধ। যখন আমাদের দেশের জাতীয় পরিচয় পত্র দেশের বাহীরে দেখানো হয় তখন তারা আমাদের দুর্নীতি বাজের মত মনে করে। কারুন তারা বাংলা বুঝে না। আমাদের দেশের জাতীয় পরিচয় পত্র বাংলার সাথে ইংলিশ করা হোক।

    Level 0

    @মোঃ আল মামুন: আপনি ১০০% সঠিক, তবে আমাদের সরকার মোটামুটি গাধা, যারা মন্ত্রী-এমপি এরা হচ্ছে সুপার গাধা (২/১জন বাদে) । ভাল কিছু আশা করা খুবই কঠিন ব্যপার ।

টেকটিউনস বান্ধব যেকোন সাহায্য বিষয়ক টিউন বাধ্যতামূলকভাবে “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগে প্রকাশ করতে হবে।
এঞ্জেল মডারেটর

Level 0

প্রিয় বন্ধু, এই টিউন খুবই সুন্দর ও কাজের…….. শেয়ার করার জন্ন ধন্নবাদ…..

A blind man has no day or nigh!! আমি ভাই এই লাইনে নতুন।