গত ২টা ডোমেইনের ক্ষেত্র্রে আমি এই অদ্ভুদ সমস্যা দেখছি । ব্লগস্পটে কাস্টম ডোমেইন সেট করার পর মাঝে মাঝে মূল সাইট না এসে একটা পার্কিং পেজ এর সাইট আসছে । যার সাথে DNS এর কোন সম্পর্ক নাই । আমি বিস্তারিত বলছি –
দুইদিন আগে ইকরা থেকে একটা ডোমেই কিনি, এরপর সব নিয়ম মেনে আমার ব্লগস্পটের সাইটটা কাস্টম ডোমেইনে পাবলিস করি । সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু হঠাৎ রাতে দেখি আমার ওয়েব এ্যড্রেসে আমার সাইট না এসে অন্য একটা পার্কিং পেজ আসছে (যেটা সচারচর ডোমেইন active হওয়ার আগে আসে) । web address কিন্তু আমারটাই তবে পেজ আসছে আলাদা (পার্কিং পেজ), অনেকটা 302 redirect style এ । তবে এক্ষেত্র্রে সাইটের ঠিকানা পরিবর্তন হচ্ছে না ।
পার্কিং পেজের এই আগমন কিন্তু সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে (সবচেয়ে বেশী আসে যখন আমি ব্লগস্পটে ঢুকে সাইটের কোন তথ্য আপডেট করি), বাকি সময় আমার মূল সাইট আসছে । অনেকেই হয়তো বলবেন DNS এ সমস্যা কিন্তু DNS এ প্রয়োজনীয় সব তথ্যই আমি পূরণ করেছি, না হলে আমার সাইট মাঝে মাঝে আসতো না । আমি হুবহু নিচে তুলে দিচ্ছি –
*** dns1.name-services.com
*** dns2.name-services.com
*** dns3.name-services.com
*** dns4.name-services.com
*** Host(www) --- Address/Value (ghs.google.com)
*** 216.239.32.21
*** 216.239.34.21
*** 216.239.36.21
*** 216.239.38.21
এই হচ্ছে পুরো বুত্তান্ত । এখন আপনারা আমায় সাজেশন দেন আমি কি করে এই অদ্ভুদ সমস্যা থেকে মুক্তি পাবো?? সবার থেকে (যারা জানেন) এই বিষয়ে help চাচ্ছি ।
আমি itis2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আপনি সাহায্য ভিবাগে পোষ্ট করুন।