ডোমেইন active হওয়ার পরও কেন মাঝে মাঝে পার্কিং পেজ আসছে?

গত ২টা ডোমেইনের ক্ষেত্র্রে আমি এই অদ্ভুদ সমস্যা দেখছি । ব্লগস্পটে কাস্টম ডোমেইন সেট করার পর মাঝে মাঝে মূল সাইট না এসে একটা পার্কিং পেজ এর সাইট আসছে । যার সাথে DNS এর কোন সম্পর্ক নাই । আমি বিস্তারিত বলছি –

দুইদিন আগে ইকরা থেকে একটা ডোমেই কিনি, এরপর সব নিয়ম মেনে আমার ব্লগস্পটের সাইটটা কাস্টম ডোমেইনে পাবলিস করি । সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু হঠাৎ রাতে দেখি আমার ওয়েব এ্যড্রেসে আমার সাইট না এসে অন্য একটা পার্কিং পেজ আসছে (যেটা সচারচর ডোমেইন active হওয়ার আগে আসে) । web address কিন্তু আমারটাই তবে পেজ আসছে আলাদা (পার্কিং পেজ), অনেকটা 302 redirect style এ । তবে এক্ষেত্র্রে সাইটের ঠিকানা পরিবর্তন হচ্ছে না ।
this is that page
পার্কিং পেজের এই আগমন কিন্তু সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে (সবচেয়ে বেশী আসে যখন আমি ব্লগস্পটে ঢুকে সাইটের কোন তথ্য আপডেট করি), বাকি সময় আমার মূল সাইট আসছে । অনেকেই হয়তো বলবেন DNS এ সমস্যা কিন্তু DNS এ প্রয়োজনীয় সব তথ্যই আমি পূরণ করেছি, না হলে আমার সাইট মাঝে মাঝে আসতো না । আমি হুবহু নিচে তুলে দিচ্ছি –

DNS for Blogger Custom Domain Hosting –

Name Server –


*** dns1.name-services.com
*** dns2.name-services.com
*** dns3.name-services.com
*** dns4.name-services.com

CName(Alias) –


*** Host(www) --- Address/Value (ghs.google.com)

A (Address) –


*** 216.239.32.21
*** 216.239.34.21
*** 216.239.36.21
*** 216.239.38.21

এই হচ্ছে পুরো বুত্তান্ত । এখন আপনারা আমায় সাজেশন দেন আমি কি করে এই অদ্ভুদ সমস্যা থেকে মুক্তি পাবো?? সবার থেকে (যারা জানেন) এই বিষয়ে help চাচ্ছি ।

Level 0

আমি itis2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আপনি সাহায্য ভিবাগে পোষ্ট করুন।

এটা আপনি সাহায্য বিভাগে পোষ্ট করুন।

ISP এর DNS ক্যাশ এর কারণে এটা হচ্ছে। ২৪-৪৮ ঘন্টা পরে সমস্যাটা আর হওয়ার কথা না।

    Level 0

    @তন্ময়: আমি অপেক্ষা করছি, যদি এই সময়ের পরও সমস্যাটা থাকে তবে সেক্ষেত্রে সমাধান কি? দয়া করে জানাবেন ।