মানিবুকার্সে ডলার ট্রান্সফার

গত ১৮ জানুয়ারি তে আমি ওডেস্ক থেকে ৮৫ ডলার মানিবুকার্সে পাঠাই। ফী হিসেবে ১ ডলার কেটে ৮৪ ডলার আমার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। যখন ওডেস্ক থেকে ট্রান্সফার কমপ্লিট হল, একটা মেসেজ পেলাম যে ২ ঘন্টার মধ্যে এই অ্যামাউন্ট মানিবুকার্সে জমা হবে। কিন্তু আজ ৭ দিনেও সেটা হয়নি। যারা এই ট্রান্সফার সম্পর্কে ভাল জানেন তাঁদের কাছে আমার জিজ্ঞাসা-  ওডেস্ক থেকে মাবু'তে টাকা আসতে কতদিন লাগে বা লাগতে পারে? প্রথম ট্রান্সফারে সময় বেশি লাগার মত কোন ব্যাপার আছে কি? আমি এর আগে মাইক্রোওয়ার্কার্স থেকে মাবু'তে টাকা পাঠিয়েছিলাম কিন্তু এত সময় বোধহয় লাগেনি। কাহিনী ক্লিয়ার না। কেউ একটু বিশদে বলবেন? কনফিউশন থেকে তো টেনশন ধরে যাচ্ছে!!!!

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর, ১ সপ্তাহ দেখেন ।যদি না আসে তাহলে ওডেস A, হেল্পঅপশনে এসএমএস করুন।সাধারনত ১ সপ্তাহ লাগে,

প্রথমবার হলে ৩-৪ দিন লাগে। আপনি ওডেস্ক সাপোর্টে যোগাযোগ করুন, ওদের লাইভ চ্যাট সাপোর্ট আছে, সরাসরি কথা বলুন।

@ নির্জন আলো
আমি ভাবছি লাইভ চ্যাটে একবার কথা বলে দেখি। এত দেরি হওয়ার কোন সলিড কারণ যদি ওরা দেখাতে পারে+কবে নাগাদ ক্রেডিট হবে সে ব্যাপারে পরিষ্কার ধারণা পাই, তাহলে অপেক্ষা করব। মানিবুকার্সেও একটা কমপ্লেইন্ট সাবমিট করব। দেখি, কার কি ভাষ্য!