ব্লগার জগতে আসছে সম্পূর্ণ নতুন ১ জন। একেবারে টাটকা তাজা।

ব্লগার জগতে আসছে সম্পূর্ণ নতুন ১ জন । ব্লগিং এর ব ও ভাল করে জানেনা সে । এতদিন blogspot এ সামান্য হাতে খড়ি নায়েছিল সে । আর নয় blogspot । এবার চাই সম্পূর্ণ নিজের ১টা ব্লগ । .com এ । ডোমেইন কিনা হয়ে গেছে তার । হোষ্টিং নিয়েছে ১ জিবি । WordPress Platform ই তার পছন্দ । নতুন ব্লগটা সে WordPress দিয়ে করতে চায় । blogspot টা ছিলো মুলত মিউজিক শেয়ারিং । তাই নতুন ব্লগটা ও সে মিউজিক শেয়ারিং সাইট করতে চায় । SOPA/PIPA ঝড়ের আগে তার blogspot এ প্রতিদিন ভিজিটর ছিল গড়ে ৬০০০। SOPA/PIPA ঝড়ের কারনে GOOGLE মামা কেন জানি অনেক blogspot ভিজিটর কমিয়ে দিয়েছেন ।

আমাদের এই ব্লগারের blogspot এ ও। অথচ WordPress দিয়ে বানানো .com সাইট গুলোতে ভিজিটরের দিক দিয়ে তেমন প্রভাব পড়েনি । তাই WordPress দিয়ে .com সাইট বানাবে এই ব্লগার । কিন্তু ঐ যে । ডোমেইন হোষ্টিং কিনেই শেষ । পাগলা আর এগুতে পারছেনা । কি করে পারবে ? জানলেতো কিছু । নেট ঘেটে অনেক কিছু জানা যায় কিন্তূ তাতে সময় লাগে অনেক বেশী । তারপরেও হয়তো সব জানা যায়না । তাই এই নতুন পাগলাটা এসেছে টিটির বাঘা বাঘা ব্লগারদের দ্বারে । শুধূ বাঘা নয়, যারা কম জানে তাদের কাছেও ।

:#( :#( [sb]দু হাত পেতে ভিক্ষা চাইছে[/sb] । :#( :#(

  • ১। ব্লগ শুরু করার বাংলা টিপস । (ভালো ইংরেজি জানেনা তাই)
  • ২। টিপস এন্ড ট্রিকস ।
  • ৩। সকল ধরনের পরামর্শ ।
  • ৪। মোবাইল ফোন নাম্বার (যারা মোবাইলে পরামর্শ দান করবেন)।
  • ৫। এ সংক্রান্ত বাংলা টিউটরিয়াল/পোষ্টের লিংক ।
  • ৬। প্রয়োজন বোধে ইংরেজি (যদি বাংলায় না থাকে)
  • ৭। আর কি কি লাগবে তা আমি জানিনা । আপনারা বোঝেননা নাকী ?

আমি সব বুঝলে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কেন । যা যা লাগবে সব দেন । আর হ্যা । আপনারা নিশ্চই বুঝে গেছেন যে এই পাগলাটা আমি নিজে ।

কোন ভূল ত্রুটি হলে প্লীজ ক্ষমা করে দেবেন।

আমাকে সকলে হেল্প করুন প্লীজ । আর দোয়া করবেন আমি যেন আপনাদের কাছ থেক সহযোগীতা নিয়ে পরবর্তী প্রজন্মকে সহযোগীতা করতে পারি ।
আমার blogspot লিংক ।

Level 2

আমি আওলাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনুগ্রহ করে আগে বিভাগ ইন্টারনেট এর পরিবর্তে সাহায্য ও জিজ্ঞাসা দিন।

জনপ্রিয় টিউনার ফাহিম রেজা বাঁধন শেখাচ্ছেন
ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি
তাঁর সাথে নেমে পড়ুন নিজের একটি ব্লগ তৈরিতে
https://www.techtunes.io/chain-tunes/make-a-full-blog-with-wordpress/

টিউনার তাওহিদুল ইসলাম শেখাচ্ছেন
ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট এ-টু-জেড
আপনিও তৈরি করুন নিজের একটি WP পাওয়ার্ড সাইট
https://www.techtunes.io/chain-tunes/free-wordpress-site-a-to-z/

ওয়ার্ডপ্রেস গ্রিক টিউনার ‘তাওহিদুল ইসলাম’ শিখাচ্ছেন
ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল
শিখুন এই প্রিমিয়াম থিম ফ্রেমওর্য়াকের সকল থিসিস ফরমুলা
https://www.techtunes.io/chain-tunes/wordpress-thesis-theme-tutorial/

টিউনার “মাখন” শপথ নিয়েছেন
ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন
শেখানোর। আর আপনি শপথ নিন তাঁর সাথে থাকার
https://www.techtunes.io/chain-tunes/wordpress-theme-design/

আপনার সাইটে কি Ad sense এর Account আছে? যদি থাকে তাহলে কি আমাকে সাহায্য করতে পারবেন Ad Sense এর Account পেতে? ধন্যবাদ আপনার টিউনটি জন্য।