আমার ল্যাপটপে Adobe Illustrator 10 ওপেন করলে প্রথমে কালো হয়ে এর পর ট্যাস্কবারের রং পরিবর্তন হয়ে নিচের চিত্রের মত দেখায়।
সচরাচর আমার ট্যাস্কবারের রং হল নিচের চিত্রের মত ।
তবে Adobe Illustrator 10 দিয়ে কাজ কতে পারি। কিন্তু কালার জানি কেমন দেখায়।
বি.দ্র. Adobe Photoshopএ এই সমস্যাটা হয় না।দয়া করে সহায়তা করুন।
আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Adobe Illustrator 10 ওপেন করলে আপনার কম্পিউটারের র্যাম বেশি ব্যবহার হয় তাই আপনার কম্পিউটার সেফ মোডে চলে যায় তাই এরকম হয়।