দয়া করে সাহায্য করুন। BOOTMNGR image Corrup. System cannot boot

আমার জানালা ৭ এ transform pack ইনস্টল করছি। রিবোট দেয়ার পর BOOTMGR image Corrup. System cannot boot এই ম্যাসেজটা প্রদর্শন করে। transform pack এর ডেভেলাপার বলছে safe mode এ open করতে এবং Bootmngr image বন্ধ করতে কারন এই প্যাক বুট ইমেজকে সাপোর্ট করেনা। কিন্তু safe mode এ কিভাবে বুট করাবো ? F8 দিলেও safe mode আসেনা।
আমি ডুয়েল বুটিং এর মাধ্যমে উবুন্টু 11.04 ব্যবহার করি। দয়া করে কেউ যদি সাহায্য করেন উপকৃত হয়।

Level 2

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম। আমি আশরাফ, বাড়ী চাটগাঁ। আমার তেমন কোন উচ্চাকাঙ্খা নাই, তাই চাকরি ছেড়ে মাস্টারি করি। জাতি গড়ার কারিগরের ভূমিকা (নামকাওয়াস্তে, শিক্ষকের মূল্য দপ্তরির চেয়েও কম)।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিসি চালু হওয়ার সময় F8 চেপে বসে থাকুন; সেফ মোডে চালু হলে ওই ফালতু ট্রান্সফরমেশন প্যাক ফেলে দিন; সমস্যার সমাধান হয়ে যাবে (পরীক্ষিত) 🙂 ও হ্যা, সেফ মোডে চালু না হলে উইন্ডোজ চালু হওয়ার পর প্লাগ খুলে দিন; এবার পিসি চালু হওয়ার সময় তিনটি অপশন দিবে যার প্রথমে Safe mode থাকবে।

    @মিনহাজুল হক শাওন: ১। পিসি চালু হওয়ার সময় F8 দিলাম। হলোনা।
    ২। ডুয়েল বুটে উবুন্টু ১১.০৪ ব্যবহার করি। অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ৭ সিলেক্ট করার পর F8 চেপে ধরে থাকলাম। হলোনা।
    ৩। wine এর সাহায্য নিয়ে প্যাকটা আনইনস্টল করলাম। হলোনা।
    ৪। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল থেকে পুরো প্যাকটা ডিলিট করলাম। হলোনা।

    কি করি…….?

      @ashrafulbright: উইন্ডোজ রিকোভারী সিডি লাগিয়ে দেখেন সিস্টেম ফাইলগুলা রিপেয়ার হয় কিনা; তবে কোনভাবে সেফমুডে ঢুকলে সমাধান পাবেন নিশ্চিত 🙂