উবুন্টু ১১.১০ তে synaptic ছাড়া কমান্ড লাইনে ইনস্টলেশন।হেল্প মি!!!!!!!!!!!!!!

আমি অনেকটা টিটি থেকে উৎসাহ পেয়েই উবুন্টু ১১.১০ ইনস্টল করেছি। আমার ইন্টারনেট কানেকশন নেই।যার কারনে synaptic ও ইনস্টল করতে পারছিনা।তাই কমান্ড লাইন ব্যাবহার করে ইনস্টল করতে চাই, যার জন্য আমি কিছু .deb প্যাকেজ নামিয়েছি। কন্তু  এসম্পর্কে অনেক ফোরামে টিপস পেলেও সেগুলো করতে পারছিনা।

তাই একটু বিস্তারিত জানতে চাই।

ও হ্যা আরেকটা সমস্যা হল উবুন্টু সবসময় রিকভারি মুডে অন করতে হয় সাধারন মুডে অন হয় না।

এই সমস্যাগুলোর সহজ ও বিস্তারিত সমাধান কেউ জানাবেন কি।

সবাই ভাল থাকবেন, আর পারলে আমাকে একটু সাহাজ্য করুন। খুব বিপদে আছি।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি syedmaruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন উবুন্টু? সার্ভার এডিশন নাকি? সরাসরি ডেব থেকে সফটওয়্যার ইন্সটল করা ঝামেলা। লিনাক্স মিন্ট ইউজ করেন; ঝামেলা কম।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: সার্ভার না। সাধারন ১১.১০। ৩২ বিট।তাহলে কোন ফরমাটে সহজ? আমি নতুন তো, কিছু বুঝছি না। আর আমার ব্যান্ডউইথ কম তো তাই মিন্টও নিতে পারছি না।

আপ্নার উচিত ছিলো আগে ১১.০৪ বা ১০.০৪ টা চালিয়ে লিনাক্সটা ভালো মত শিখে নেয়া।
কমান্ড লাইন দিয়ে ডেব ইন্সটল দিলে জদি ডিপেন্ডেসি মিসিং হয় তখন আরেক ঝামেলা হবে। প্যাকেজ ব্রকেন দেখাবে। আর জদি কনো সিস্টেম ফাইলে জায় তয় তো কথাই নাই। (এর প্রতিকারও আছে)
অভিজ্ঞ না হয়ে কমান্ড লাইন ইউস করা ঠিক নয়।