ওয়েব সাইট তৈরীর জন্য ওয়েব ডিজাইনার ভাইদের সহায়তা কামনা করছি।

আমি কোন একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার প্রতিষ্ঠানের নামে একটি ওয়েব সাইট তৈরী করতে চাই। যেমন, http://www.xxxxx.com এই রকম। আমি একে বারে নতুন কখনো ওয়েব সাইট তৈরী করি নাই।তবে MS Word, Excel,Powerpoint ইত্যাদি পারি। আমাকে কীভাবে কী করতে হবে, কেহ কী এই বেপারে সহায়তা করতে পারবেন। আমার কত টাকা খরচ হবে? কিভাবে করব? কোথায় করব ? ইত্যাদি? ইত্যাদি? বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে থাকতে হলে অবশ্যই একটি ওয়েব সাইট থাকা দরকার। এবং কোন ভিজিটর যদি আমার সাইট দেখে তখন এই সাইট থেকে কী কোন টাকা আয় করা যাবে কী না? ইত্যাদি? ইত্যাদি?

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hi…
Ami apnake help korte pari but comment e eto bola possible na. So contact info niche dissi..

http://www.facebook.com/sudip73

Skype: filmspace11

Level 0

WebdesignSeller.com

Dear Jamal,
You can get the full information from this site.
Get the contact number and Do contact.
Take care

Hello Jamal Vai
I can help you. But you need to make a contact with me. Visit royaloffshore.net and get the contact number.
Thank You

আপনি নিজে একটু কষ্ট করে এক সপ্তাহ সময় দিলে খুব ভালো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন।ব্লগার,ওয়ার্ডপ্রেস,জুমলা ইত্যাদি দিয়ে খুব সহজেই নজরকাড়া সাইট বানানো যায় এছাড়া সাইট বানানোর পরে এডসেন্স বা রেফারেল ব্যানার ব্যবহার করে আয় করতে পারেন তবে ওগুলোর জন্য আপনাকে আরেকটু এক্সপার্ট হতে হবে।এখানে লিখতে হলে অনেক কিছু লিখতে হবে। সময় নাই লেখার 😆 একটু কষ্ট করে একটা ফোন বা ফেসবুক নক কইরেন।ফেসবুক ইনফোতে আমার মোবাইল দেয়া আছে।

এটি অনেক পুরোনে একটি টিউন, আজ দেখলাম, ডোমেইন হোষ্টিং সংক্রান্ত সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Level 0

Apni http://www.dotsilicon.biz er sathe Jogajog korte paren… 01 domain + 500 MB webspace + 10 Email Account + 5 Page design kore dicche only 4995.00 BDT te

পূর্বে http://www.dotsilicon.biz ডোমেইনটি ডটসিলিকন লিমিটেড-এর প্রোডাক্ট্‌স গ্যালারীর ঠিকানা হিসেবে ব্যবহূত হতো । বর্তমানে উক্ত ওয়েব ঠিকানাটি আমরা আর ব্যবহার করছি না। আমাদের প্রোডাক্ট্‌স গ্যালারীর নতুন ঠিকানা: www2.dotsilicon.com ।

আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা অপরিবর্তিত রয়েছে (http://www.dotsilicon.com) ।

বর্তমানে আমরা প্রদান করছি দেশের সব থেকে কম খরচের ডায়নামিক ওয়েব ডিজাইন সেবা। ১টি ডোমেইন, ১ গিগা হোষ্টিং, ১০ গিগা ব্যান্ডউইথ, নিজস্ব ইমেইল, আনলিমিটেড পেইজ আর আধুনিক কন্ট্রোল প্যানেলসহ আকর্ষনীয় এই প্যাকেজের মূল্য মাত্র ৪,৯৯৯.০০ টাকা।
বিস্তারিত: ০১৭৩০ ০৫১১০৬, http://www.dotsilicon.com

আমার জানামতে ডটসিলিকন লিমিটেড-এর বক্তব্য সত্য নয়। “10 June, 2012 at 10:59 pm” যিনি পোষ্ট করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনারা আগে ব্যবসায়িক পার্টনার ছিলেন। পরে দুজনই আলাদা ভাবে একই নাম নিয়ে ব্যবসা করছেন।

মিছে মিছি কেনো ডটসিলিকন লিমিটেড ২য় পোষ্ট এ লিখলেন যে তারা “http://www.dotsilicon.biz “ ব্যবহার করেন না। তারা তো কখনই “http://www.dotsilicon.biz “ ব্যবহার করতেন না।

ডটসিলিকন লিমিটেড ডায়নামিক ওয়েব সেবা প্রদান করছেন এবং সেটা নিঃসন্দেহে ওনেক কম খরচে।

বিদ্রঃ আপনাদের এই প্যাকেজে কি আপনারা সিপেনেলের পাসওয়ার্ড প্রদান করেন?