সালাম সবাই কে। টেকটিউনস এ এটি আমার প্রথম পোস্ট। যদিও সাহায্য চেয়ে লিখেছি, তাই লজ্জিত সবার কাছে। টেকটিউনস এ আমার যাতায়াত প্রায় ২/৩ বছর হবে। কিন্তু কখন কোন কিছু লিখার সাহস হয় নি। লিখার মত কোন কিছু নেই ও আমার মাথায়। আমার যা কিছু দরকার সব ই পাচ্ছি এইখানে।
আজ সাহস করে অন্তত সাহায্যের জন্য হলে ও লিখলাম। এই পোষ্টে টিটি র জ্ঞ্যাণী ভাইদের নিকট সাহায্য চাইলাম। আশা করি পোস্ট টি উত্তর শুন্য থাকবে না।
শুরু করার আগে বলি,
DELL VOSTRO 3450 MODEL
Core i3 2310M cpu,2.10GHz , windows 7 ultimate (crack)
2 GB Ram , 32 bit
আমি এই configaretion এর লেপিটেপি ব্যবহার করি ।
সমস্যা ১= পিসি স্টার্ট হতে অনেক সময় নেয়। প্রায় ২ মিনিট
সমস্যা ২= একটু পর পর ওয়ারলেস কানেকশান এর জন্য কি জানি ডায়াল করতে কয়। ছবিতে দেখেন...
সমস্যা ৩= পিসি তেwinstep xtreme 11.6 ব্যবহার করি। এখন লাইসেন্স কি দরকার। কোথাও পাচ্ছি না।
সাহায্য ৪= আমার ছোট ভাই আমার লেপিটেপি থেকে ব্রাউজিং ও ফেবু ইউজ করে। আমার অনুপস্থিতিতে আমার পিসি তে কি কি হচ্ছে তা জানার জন্য একটা যুতসই কি লগার দরকার। তবে ট্রায়াল না হলেই ভাল।
সাহায্য ৫= আমি মুভি পাগল মানুষ। মুভি নামাইতে গিয়া নেট প্যাকেজের এবং আমার পকেটের কাহিল অবস্থা। এমন কোন ফরমুলা/আলু-মুলা আছে কি যেটা একবার আই ডি এম রে খাওয়াইলে সে আর নেট ইউজেজ খাইব না। মানে ডাউনলোড হইব কিন্তু ইউজেজ কাটা পরবো না। আমি কিউবির ৫১২কেবিপিএস ১২গিগা চালায়।
আর বেশি কিছু জিগাইমু না।
একটা জোক সবার জন্য-
অনলাইনে পরিচিত হয়ে পরস্পরকে নিজেদের ছবি পাঠানোর পর দেখা করার সিদ্ধান্ত নিল এক ছেলে আর এক মেয়ে। দেখা হওয়ার পর মেয়েটিকে বলল ছেলেটি, ‘ছবিতে কিন্তু তোমাকে অনেক ছোটখাটো মনে হয়েছিল।’
মেয়েটি বলল, ‘তা তো হতেই পারে। কারণ তোমাকে ছবি পাঠিয়েছিলাম জিপ ফাইলে কমপ্রেস করে।’
''ভাল থাকবেন, সুস্থ থাকবেন
আমার প্রশ্নের উত্তর দিবেন
পরিক্ষা চলছে, দোয়া করবেন "
আমি অন্বেষণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আমার মত...........