দয়া করে সাহায্য করুন

ahb

আমি linuxmint-10 এ অভ্র দিয়ে লিখতে চাই , সেটা কি সম্ভব ?

আর linuxmint-10 এ কি idm ডাউনলোড মেনেজার ব্যাবহার করা যায় ?
যদি যায় তাহলে কিভাবে ?

আমি চাই linuxmint-10 এ autocad, 3ds max চালাব , সেটা কি সম্ভব ?
নাকি linuxmint এর জন্য কোন ড্রাফটিংসফটওয়্যার আছে ?
আমি চাই linuxmint-10 এ জানালার কিছু সফটওয়্যার চালাব , আমি সুনেছি লিনাক্স এ জানালার সফট গুলি চালান যায় ।

আমার খুব দরকার ,
দয়া করে আমাকে সাহায্য করেন , লিনাক্স এর গুরুরা ।

Level 2

আমি babu115। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানালার সফটওয়্যার চালাতে হলে জানালাতেই থাকুন। তবে লিনাক্সে সবকিছুরই বিকল্প পেয়েছি আমি; আশা করি আপনিও পাবেন।

হ্যা; অভ্র দিয়ে লিখতে পারবেন। আইডিএম পাবেননা, তবে ওটার চেয়ে হাজারগুন ভাল ডাউনলোড ম্যানেজার পাবেন।

অভ্র দিয়ে লেখার নিয়ম জানতে ক্লিকান।
ফায়ারফক্সের সাথে ডাউনলোড ম্যানেজার ইন্টিগ্রেট করতে ফ্লাশগট এবং ডিটিএ নিন; চরম কাজ করবে।
ড্রয়িং এর জন্য ইংকস্কেপ ব্যবহার করুন।

ধন্যবাদ।

    Level 2

    @মিনহাজুল হক শাওন:
    অসংখ্য ধন্যবাদ মিনহাজুল হক শাওন ভাইকে , আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
    আশা করি আগামীতে আমাকে আবার সাহায্য করবেন ।

    ভাই, exe ফাইল লিনাক্সে নাকি চালানো যায় , ডাউনলোড ম্যানেজার টি ভালো কিন্তু YouTube এর ভিডিও গুলু পায়না ।
    আমি জানালার প্রতি তেক্ত বিরক্ত হয়ে গেছি , আর কতদিন এই বিরক্তি কর জানালা ব্যাবহার করব ,
    তাই লিনাক্স এ চলে এলাম , জানি প্রথম অবস্থায় একটু সমস্যায় পরতে হবে ,

    ধন্যবাদ

      @babu115: শুধু ইউটিউব না, যেকোন ভিডিও অডিও পাবেন। ফ্লাশগট অ্যাডঅন লাগিয়েছেন? তাহলে যেকোন পেজে ভিডিও থাকলেই Home বাটনের পাশে একটা ভিডিও ফাইল আইকন আসবে। ওটায় ক্লিকালেই ডাউনলোড 😀 আরো একটা উপায় আছে; এখানে একটু যান, বাকিটা বুঝে যাবেন 🙂