এন্ড্রয়েড ওএস সম্পর্কিত সাহায্য চাই

ইদানিং আমার এক্সপেরিয়া মিনি প্রো তে যে সমস্যাটা পাচ্ছি সেটা হল ফোনের বিল্ট ইন মেমরি ফুল হয়ে যাওয়া। টাস্ক মেনেজার বা রিস্টার্ট দিলেও কিছুক্ষন পর আবার ফুল হয়ে যায়। এমন নয় যে সবগুলো এ্যাপ্লিকেশন ফোন মেমরিতে সেভ করা, কারন APP2SD দিয়ে এ্য্যাপ গুলো মেমরি কার্ডে ট্রান্সফার করেছি। কিন্তু কোন কারনে মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি না। গুগলে দেখলাম CyanogenMod নামের ওএস এ এই সমস্যাটা হয় না। যতটুকু বুঝলাম এটা একটা কাস্টম ওএস; কিন্তু এর সুবিধা/অসুবিধা সম্পর্কে কোন ধারনা নেই। যদিও ফোনটা রুটেড এবং বুটলোডার আনল্কড; কিন্তু কিভাবে CyanogenMod ওএস ইন্সটল করা লাগে তা সম্পর্কে কোন ধারনা নেই। যদি কেউ কোন আইডিয়া দেন তাইলে লাভ হত।

Level 0

আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস