সাহায্যঃ নোকিয়া 6120 classic সমস্যা

ভাই আমাকে একটু সাহায্য করুন। আমার নোকিয়া 6120 classic (OS version S60, Firmware 6.01) সেটটি কিছুদিন আগে এক বন্ধু নিয়েছিল। কিন্তু বেচারা আমার সেটের বারোটা বাজিয়ে দিছে ... ...

সেটের সফটওয়্যারে সমস্যা দেখা দিছে ... এমন কি সেটের সাথে দেয়া ডিকশনারিটাও নাই, Third party software গুলো (Opera mini, .sis বা জাভা সফট)ও কাজ করছে না ... ... ভাই, আমার মনে হয় পুরো OS নতুন করে install করতে পারলে এ সমস্যা দূর হবে ... ... কিন্তু PC suite দিয়ে সেটা পারছি না ... ভাই এমন কোন উপায় আছে কি যাতে আমার সেটের software পুরো আগের মত পাবো, মানে একেবারে কেনার সময় যেমন ছিল ... ... মানে নতুন অবস্থায় যে সব ডিফল্ট সফটওয়্যার দেয়া ছিল সেগুলো সহ পুরো OS নতুন করে install করার কোন উপায় আছে কি ??? আমরা মাঝে মাঝে যেমন XP up করি, সেভাবে এই OS নতুন করে install করার কোন উপায় আছে কি ????

Level 0

আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হুম।
Install Pc Suite
OPen Pc suite
Click “Update phone software”

৩০-৫০ মেগাবাইটের মত ডাউনলোড হবে।

এটি করার আগে আপনার Contact, gallery file backup করে নিন।

কাজ হয়ে যাবে, যদি ঝামেলা লাগে তাহলে মোবাইলের দোকানে গিয়ে ফ্লাশ করে নিন। ১০০-২০০ টাকা নিবে।

Level 0

এত কিছু করার মনে হয় দরকার নেই, আমার মনে হয় hard format দিলেই কাজ হবে যা আমি আগে করতাম যখন Symbian OS handset ব্যবহার করেছি। আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন (মেমরী কার্ড ও খুলে নিন) তারপর ( * ) ( 3 ) ( dial ) button এক সাথে চেপে ধরে সেটের power switch on করে কিছুক্ষণ চেপে ধরুন একটু পরেই format complete হবে যদি সবকিছু ঠিকভাবে হয় তাহলে এরপর time zone select option আসবে এখানে ঢাকা select করে ok দিলেই ফোন চালু হবে।
আর ও ভালো হয় প্রথমে আপনার মেমরী কার্ড টি কম্পিউটার দিয়ে ফরম্যাট করে তার পর সেট ফরম্যাট করা, তাহলে ভাইরাস জনিত সমস্যা থাকলে তাও সমাধান হবে।

মনে রাখবেন প্রথমে == [ষ্টার, থ্রী, ডায়াল এবং এরপর পাওয়ার সুইচ কিছুক্ষণ চেপে ধরতে হবে]
একা যদি সম্ভব না হয় আরেকজনের সাহায্য নিতে পারেন।

Level 0

প্রথমে আপনার সেট এর মেমরী কার্ড খুলে নিন ।তারপর আপনার ৬১২০ ক্লাসিক সেটটি অন করুন এবং *#৭৩৭০# প্রেস করুন ।তারপর সিকিউরিটি কোড চাইলে সিকিউরিটি কোড বসিয়ে দিন ( নকিয়ার ডিফল্ট কোড হল ১২৩৪৫ ) । তারপর সেটটি অটোমেটিক রিস্টার্ট নিবে এবং time zone select option আসবে এখানে ঢাকা select করে ok করুন।ব্যাস হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে আপনার ফোন ফরমেট।
কাজ হলে অবশ্যই যানাবেন।ধন্যবাদ।

*#৭৩৭০# এ যদি কাজ না তা হলে *#৭৭৮০# প্রেস করুন। তারপর সিকিউরিটি কোড চাইলে সিকিউরিটি কোড বসিয়ে দিন।
কাজ হলে অবশ্যই যানাবেন।ধন্যবাদ।