ভাই আমাকে একটু সাহায্য করুন। আমার নোকিয়া 6120 classic (OS version S60, Firmware 6.01) সেটটি কিছুদিন আগে এক বন্ধু নিয়েছিল। কিন্তু বেচারা আমার সেটের বারোটা বাজিয়ে দিছে ... ...
সেটের সফটওয়্যারে সমস্যা দেখা দিছে ... এমন কি সেটের সাথে দেয়া ডিকশনারিটাও নাই, Third party software গুলো (Opera mini, .sis বা জাভা সফট)ও কাজ করছে না ... ... ভাই, আমার মনে হয় পুরো OS নতুন করে install করতে পারলে এ সমস্যা দূর হবে ... ... কিন্তু PC suite দিয়ে সেটা পারছি না ... ভাই এমন কোন উপায় আছে কি যাতে আমার সেটের software পুরো আগের মত পাবো, মানে একেবারে কেনার সময় যেমন ছিল ... ... মানে নতুন অবস্থায় যে সব ডিফল্ট সফটওয়্যার দেয়া ছিল সেগুলো সহ পুরো OS নতুন করে install করার কোন উপায় আছে কি ??? আমরা মাঝে মাঝে যেমন XP up করি, সেভাবে এই OS নতুন করে install করার কোন উপায় আছে কি ????
আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম।
Install Pc Suite
OPen Pc suite
Click “Update phone software”
৩০-৫০ মেগাবাইটের মত ডাউনলোড হবে।
এটি করার আগে আপনার Contact, gallery file backup করে নিন।
কাজ হয়ে যাবে, যদি ঝামেলা লাগে তাহলে মোবাইলের দোকানে গিয়ে ফ্লাশ করে নিন। ১০০-২০০ টাকা নিবে।