আমি খেলার এইচডি চ্যানেল দেখার জন্য এইচডি ডিটিএইচ নিতে চাচ্ছি। একমাত্র এয়ারটেলে বর্তমানে তিনটা স্পোর্টস এইচডি চ্যানেল আছে, আর টাটাতে আছে ২টা। কিন্তু কাউকে বলতে শুনেছি বাংলাদেশে এয়ারটেলের চাইতে নাকি টাটা স্কাই এইচডির ছবির কোয়ালিটি ভালো? আসলেই কি এই কথা সত্যি? এয়ারটেল এইচডি নিয়ে সন্তুষ্ট না এমন কেউ কি আছেন? কারো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন প্লিজ।
আর আমি যেই এড অন কিংবা এইচডি প্যাকেজই নিই না কেনো, আমাকে কি একটা বেজ প্যাক সাথে এক্টিভেট করতেই হবে? নাকি চাইলে আমি শুধু এইচডি প্যাক নিতে পারবো? আর ডিশ এন্টেনার ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে অরিজিনাল টাটার এন্টেনা আর বাজারের লোকাল এন্টেনার মানের মধ্যে কি কোনো পার্থক্য আছে?
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
আপনি কি জানেন যে এই সেবা সমুহে বাংলাদেশি কোনো চ্যানেল দেখা যায়না?তাই কেনার আগে ভেবে নিন।আমি যতদুর জানি টাটা স্কাই সব চেয়ে ভালো।আপনি স্টেডিয়াম মার্কেট এ খোজ করুন।