ওয়েবসাইট খোলায় সাহায্য চাই

আমার ব্লগার এ একটা সাবডোমেইন সাইট আছে http://mahmudul19.blogspot.com/ আমি এখন এটাকে .com এ নিতে চাই।  smile
এর জন্য কোনটা বেশী ভালো হবে?
১) গুগুলের বার্ষিক ১০ ডলারের সার্ভিস?  isee
২) নাকি ডোমেইন হোস্টিং আলাদা ভাবে কেনা?  confused
৩)আর গুগুলের বার্ষিক ১০ ডলারের সার্ভিস এ যে অ্যাপ্স গূলো ফ্রী ব্যাবহার করতে দেয় সেগূলো কি ব্লগস্পটের অ্যাপ্সগুলো?
৪)অন্য ডোমেইন হোস্টিং আলাদা ভাবে কেনা হলে পেজ র্যাঙ্ক কি অপরিবর্তিত থাকবে?

৫) ডোমেইন কিনলে কার থেকে কেনা ভাল হবে?

এই বিষয়ে আমার তেমন ধারণা নাই তাই অভিজ্ঞদের চাচ্ছি।

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনাকে হেল্প করতে পারব। আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার মতে বাংলাদেশীদের জন্য ডোমেইন কেনার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নেমচীপ, কারণ এরা আনভেরীফায়েড পেপাল সাপোর্ট করে। আমার প্রায় 40+ ডোমেইন রয়েছে এদের সাথে। এছাড়াও আমার মাধ্যামে আরও প্রায় ৫০ টা ডোমেইন কেনা হয়েছে বিভিন্ন জনের জন্য। কখনো কারও কাছ থেকে কোন কমপ্লেইন পাইনি।
সরাসরি গুগলের কাছ থেকে নেয়ার কোন দরকার দেখি না। কারণ ওদের যেসব ফ্রী এপ আছে তা বাইরের ডোমেইনের সাথেও ইউজ করা যায়। আর ডোমেইন অন্য কোথাও থাকলে নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারবেন, আর গুগলের কাছে থাকলে শুধুই ব্লগস্পটে ব্যবহার করতে পারবেন।
প্রথম কয়েকদিন নতুন ডোমেইনে পেজর‍্যাংক 0 বা নাই দেখাবে। তবে একটু চেষ্টা করলে পুরান পেজর‍্যাংক ফেরত আনা যায়!

    @বাবর: বছরে কত নেয়? Dhakawebhost কি আনভেরীফায়েড পেপাল সাপোর্ট করে ?
    “”গুগলের কাছে থাকলে শুধুই ব্লগস্পটে ব্যবহার করতে পারবেন।””
    আমি তো হোস্টিং গুগুলেই রাখতে চাই। 🙂 শুধু নাম পাল্টে। এটা কি সম্ভব?

10.18 ডলার। তবে জানুয়রীর 15 তারিখের পরে মনে হয় কিছুটা বাড়বে!
ঢাকাওয়েবহোস্টও আনভেরীফায়েড পেপাল সাপোর্ট করে। যদিও ওদের সার্ভিস কখনো ব্যবহার করিনি, তবে মাহি ভাইয়ের সার্ভিস ভালই হওয়ার কথা!

    @বাবর: “”গুগলের কাছে থাকলে শুধুই ব্লগস্পটে ব্যবহার করতে পারবেন।””
    আমি তো হোস্টিং গুগুলেই রাখতে চাই। শুধু নাম পাল্টে। এটা কি সম্ভব?

    @বাবর: মানে দোমেইন পাল্টাব কিন্তু হোস্টিং গুগুলেই রাখতে চাই।সম্ভব?

ব্লগার/গুগল সাইটসে তো ডোমেইন এড করাই যায়! সেটা যেখান থেকেই ককেনা হো না কেন!

    @বাবর: ব্লগার/গুগল সাইটসে ডোমেইন এড করলে তো পেজ র‍্যাঙ্ক পাল্টানোর কথা না।১ জী,ব্র‌ উপরে গেলে কি গুগল ব্লগ ব্লক করে দিবে?

      @হাসান: আর ডোমেইন রেজিস্ট্রেশনে ২ Free Email Account(s) এর মানে কি?

Level 2

my.dot.tk/cgi-bin/amb/landing.dottk?nr=443108::9825848::100