আপনাদের কাছে ল্যাপটপ কেনার ব্যাপারে সাহায্য চাচ্ছি । এইচপি তো ল্যাপটপ বানানো বন্ধ করে দিয়াছে। তাই এইচপি Probook কিনলে কি কোন সমস্যা হবে ?? না Dell ভাল হবে। শুনেছি Dell র ব্যাটারী তারাতারি নষ্ট হয়ে যায় এটা কি ঠিক ?? আর মেলা ল্যাপটপ মেলায় শুনেছি নষ্ট প্রোডাক্ট থাকে ?? কার সার্ভিস ভাল Rayans computer নাকি Computer Source। এসব বিষয়ে সাহায্য করলে উপকৃত হব।
আমি dl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
57
আমার মতে ভাল সার্ভিস দেয় Rayans computer তাই এখান থেকে কেনা বেস্ট। বাংলাদেশ এর বাজারে আসুস, তোশিবা আর ডেল আমার পছন্দ। তোশিবার ল্যাপটপগুলো ভালো কিন্তু আউটলুক অনেক পুরনো। আসুসের নাকি টাচপ্যাডে সমস্যা করে বেশিরভাগ ল্যাপটপেই। তাই শেষমেষ ডেল কেনা হবে বলেই মনে হচ্ছে। ডেল এর নতুন মডেল “’’ ১৪জেড ‘ কেমন লাগে দেখতে পারেন……..