সাহায্যঃ এডসেন্স নিয়ে সমস্যায় আছি, কেউ কী একটু হেল্প করবেন??

ধন্যবাদ সবাইকে, আমার প্রথম টিউনে আমি আপনাদের প্রচুর সারা এবং সহযোগীতা পেয়েছি।

আপনাদের এই সহযোগীতা আমাকে আরো

উৎসাহ এবং আমার টেক-টিউনে যাত্রাকে আরো প্রসারিত করেছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাদের।

আমি আপনাদের কাছে সহযোগীতা পাবার আশায় আমার এই টিউনটি করছি।

আশা করি আরো ভালো পরামরশ দিয়ে আমাকে সাহায্য করবেন।

সমস্যাটি হল; আমি কিছুদিন আগে আমার ব্লগ সাইটের নামে একটি এডসেন্স একাউন্ট সাইন আপ করি। কিন্তু গুগল আমাকে কোন নিশ্চিত করণ ইমেইল ২সপ্তাহে পাঠাইনি। আমি আবার আমার অন্য ইমেল একাউন্ট দিয়ে আমার আগের ব্লগ সাইটের

নামে আবার এডসেন্স একাউন্টে সাইন আপ করি। এবং তার নিশ্চিত করণ ইমেইল পাই তার ২ দিন পর এবং আমি আমার বগ সাইটে

গুগলের এড্‌ কোড সাবমিট করি। এর কয়েকদিন পর দেখলাম গুগল আমার প্রথমে পাঠানো ইমেইল একাউন্টে এডসেন্সের নিশ্চিত করণ ইমেইল পাঠিয়েছে। তার মানে আমার একটি ব্লগ সাইটের নামে ২টি এডসেন্স একাউন্ট চালু হয়েছে।

এখন সম্মানিত ব্লগারদের কাছে আমার প্রশ্ন,  আমি কোন এডসেন্স এডসেন্স একাউন্টটি চালু রাখব। যেহেতু আমার ব্লগ সাইটের নামে ২টি এডসেন্স একাউন্ট সচল আছে আমি কি এক সাথে ২টিরই এডসেন্স কোড আমার ব্লগ সাইটে সাবমিট করতে পারব? নাকি একটা করব। আর একটা যদি করতে হয় তবে কোন একাউন্টটি সচল রাখব।

আমার এখন ব্লগে ২য় বার করা এডসেন্স একাউন্টটির এড্‌ কোড

সাবমিট করা আছে।

আর একটি প্রশ্ন, একটি সাইটে কয়টি এডসেন্স এড্‌ দেয়া যায় এবং একসাথে ২টি এসসেন্স একাউন্টের এড কোড কী ১টি মাত্র সাইটে চালু রাখা যায়।

জানালে উপকৃত হব।

ধন্যবাদ সবাইকে।

আমর সাইট টি কেমন হয়েছে সৃষ্টিশীল মন্তব্য করলে ভাল লাগবে।

Level 0

আমি Nilma Rumi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি চিন্তা করে দেখুন, গুগল আপনাকে ১০০ ডলার পুর্ণ হলে টাকা দিবে। আপনি বলুন দুটি চালু রাখলে ১০০ ডলার হতে সময় বেশি লাগবে কি না।

Level New

সেটাই প্রতিটা একাউন্টের টাকা দেশে আনতেই তো আপনার ৪০/৫০ ডলার প্রতিবারে লাগবে।সুতরাং এটি একাউন্ট চোখ বন্ধ করে ক্লোজ করে দিন।তবে কোনটা ক্লোজ করা ভালো হবে তা সম্পর্কে আমার ভালো ধারনা নেই।তাই মন্তব্য করতে পারছি না।

আমি গতকাল ২টি এডসেন্সের কোডই আমার ব্লগে সাবমিট করেছিলাম। দেখলাম ভালোই আরনিং হচ্ছে।

    Level 0

    ভাই, একটা চালু রাখলে ১০০ ডলার তাড়াতাড়ি হবে, পেমেন্ট তাড়াতাড়ি পাবেন।

    apni 2 ta eksathe use korle within short time banned hoben, ekta close kore din

ধন্যবাদ সবাইকে অনেক অনেক।

Level New

একটা চালু রাখবেন। দুই টা accont একই নামে,একই ঠীকানাড় হলে problem হবে। আর আপনার সাইটে DOWNLODE VIDEO TUTORIALS বানান ঠিক করবেন।

    আপনাকে অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। আর সুন্দর হেল্পের জন্য।

প্রথমেই বলবো আপনার কোন ভুল হচ্ছে না হলে কোন দিন এক মেইলে বা এক ব্লগে দুটো এডসেন্স একাউন্ট সম্ভব না যেখান এক নামে এক ঠিকানায় দুটি এডসেন্স এপ্রুভ হয় না। আর আপনি ব্লগের এড দিয়ে সাবমিট করলেন কিভাবে? কারন ব্লগের ঠিকানা দিয়ে এডসেন্স করতে হলে ব্লগের ভেতর থেকেই করতে হয় এটা এডসেন্স এর একটি টার্ম তাই কোন দিন এক ব্লগস্পট সাইটে দুটো এডসেন্স করা সম্ভব না । সম্ভব হতে পারে দুই একাউন্ট এর এড এক সাইটে দেয়া।

যাইহোক এডসেন্স একান্ট একটির বেশী থাকলে ব্যান এর খড়ায় পড়তে পারেন তাই একটিই চালান আর সাইট সুন্দর হইছে। লেভেল এড করে দেন আরো সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে।

    শাকিল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর পরামর্‌শ দেয়ার জন্য। উপকৃত হলাম।

Dear brothers, i am a new tuner. I have a problem…….? I have a ASUS F82Q laptop. I need xp drivers. please help me. THANKS………………….

Level 0

feel your one ad sens account