ধন্যবাদ সবাইকে, আমার প্রথম টিউনে আমি আপনাদের প্রচুর সারা এবং সহযোগীতা পেয়েছি।
আপনাদের এই সহযোগীতা আমাকে আরো
উৎসাহ এবং আমার টেক-টিউনে যাত্রাকে আরো প্রসারিত করেছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
আমি আপনাদের কাছে সহযোগীতা পাবার আশায় আমার এই টিউনটি করছি।
আশা করি আরো ভালো পরামরশ দিয়ে আমাকে সাহায্য করবেন।
সমস্যাটি হল; আমি কিছুদিন আগে আমার ব্লগ সাইটের নামে একটি এডসেন্স একাউন্ট সাইন আপ করি। কিন্তু গুগল আমাকে কোন নিশ্চিত করণ ইমেইল ২সপ্তাহে পাঠাইনি। আমি আবার আমার অন্য ইমেল একাউন্ট দিয়ে আমার আগের ব্লগ সাইটের
নামে আবার এডসেন্স একাউন্টে সাইন আপ করি। এবং তার নিশ্চিত করণ ইমেইল পাই তার ২ দিন পর এবং আমি আমার বগ সাইটে
গুগলের এড্ কোড সাবমিট করি। এর কয়েকদিন পর দেখলাম গুগল আমার প্রথমে পাঠানো ইমেইল একাউন্টে এডসেন্সের নিশ্চিত করণ ইমেইল পাঠিয়েছে। তার মানে আমার একটি ব্লগ সাইটের নামে ২টি এডসেন্স একাউন্ট চালু হয়েছে।
এখন সম্মানিত ব্লগারদের কাছে আমার প্রশ্ন, আমি কোন এডসেন্স এডসেন্স একাউন্টটি চালু রাখব। যেহেতু আমার ব্লগ সাইটের নামে ২টি এডসেন্স একাউন্ট সচল আছে আমি কি এক সাথে ২টিরই এডসেন্স কোড আমার ব্লগ সাইটে সাবমিট করতে পারব? নাকি একটা করব। আর একটা যদি করতে হয় তবে কোন একাউন্টটি সচল রাখব।
আমার এখন ব্লগে ২য় বার করা এডসেন্স একাউন্টটির এড্ কোড
সাবমিট করা আছে।
আর একটি প্রশ্ন, একটি সাইটে কয়টি এডসেন্স এড্ দেয়া যায় এবং একসাথে ২টি এসসেন্স একাউন্টের এড কোড কী ১টি মাত্র সাইটে চালু রাখা যায়।
জানালে উপকৃত হব।
ধন্যবাদ সবাইকে।
আমর সাইট টি কেমন হয়েছে সৃষ্টিশীল মন্তব্য করলে ভাল লাগবে।
আমি Nilma Rumi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি চিন্তা করে দেখুন, গুগল আপনাকে ১০০ ডলার পুর্ণ হলে টাকা দিবে। আপনি বলুন দুটি চালু রাখলে ১০০ ডলার হতে সময় বেশি লাগবে কি না।