এনড্রয়েড ফোন + ওয়াই-ফাই এক্সপার্টদের সাহায্য কামনা করছি..

গত ১৯ শে ডিসেম্বর আমি Samsung Galaxy Y S5360 ফোন কিনি। অনেক শখ ছিল এনড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহার করার। কিন্তু সেট কিনা আমি পুরাই ফাপ্পরে আছি :O কিছুই ঠিক মতন বুঝতাছি না।

আমার সমস্যা গুলো হলঃ

  • সবচেয়ে বড় সমস্যায় আছি আমি আমার Samsung Galaxy Y S5360 সেটে ওয়াই-ফাই সেটাপ নিয়া। কিছুতেই সেটাপ দিতে পারছি না। আমি আমার বাসায় এডিসিএল (বি.টি.সি.এল) এর নেট ব্যবহার করি। আমি tp-link এর TD-8610 মডেম ব্যবহার করি। আমি আমার লেপটপে ঠিক-ই ওয়াই-ফাই ব্যবহার করতাছি কিন্তু আমার মোবাইলে পারতাছি না। আমার সেটে ওয়াই-ফাই সেটিংস এ গেলে আমাকে বি.টি.সি.এল এর রাউটার দেখায় কিন্তু যখন মোবাইলে ওয়াই-ফাই যখনই কানেক্ট দেই বার বার সেটা ডিসকানেক্ট হইয়া যাচ্ছে। দয়াকরে কেউ হেল্প করেন প্লিজ।
  • দ্বিতীয় সমস্যা আমি কিভাবে বিভিন্ন এপ্লিকেশন আমার মোবাইলে ইনিস্টল করব এবং তা ব্যবহার করব?

আমার সেটের কনফিগারেশন নিম্নে লিংকে গেলে দেখা যাবে-

http://www.gsmarena.com/samsung_galaxy_y_s5360-4117.php

এক্সপার্টদের সাহায্যের অপেক্ষায় রইলাম 🙂

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

WiFi এর জন্য কি device use করেন তা উল্লেখ করলে সুবিধা হতো |

সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অবশেষে আমি আমার সেটে ওয়াই-ফাই কানেক্ট করাতে পারেছি, সমস্যা ছিল আমার tp-link এর TD-8610 মডেম এ, আমার এক ফেসবুক ফ্রেন্ড এর পরামর্শে আমি আমার সমস্যার সমাধান করতে পেরেছি।

তার কথা মত আমি http://192.168.1.1/ (username & password: admin) লিংকে গিয়ে সেটিং দেখে কাজ করেছি তাতে আমি আমার সমস্যার সমাধান পাই।

ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমার সেই ফেসবুক বন্ধুকে (https://www.facebook.com/mnhaque)

robi internet দিয়ে কাপিয়ে দিচ্ছি