এডোব ফটোশপে কিভাবে অভ্র দিয়ে বাংলা টাইপ করতে পারব ট্রিকসটা যদি শেয়ার করতেন উপকৃত হতাম (একটি টিউনে দেখেছিলাম কিন্তু তিনি তা মিডল ঈস্ট ভার্সন এর জন্য করেছিলেন) আর আমি এমনিতেও ctrl+alt+b প্রেস করেও কীবোর্ড বাংলা আনতে পারছিনা
।
।
।
।
আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে দুইটি পেজ বানিয়ে ছিলাম কিন্তু ওই যে অল্প বিদ্যাধারী তাই কিছু সমস্যা সম্মুখীন আজ আমি। যদি কোনো সহৃদয়বান ভাই থাকেন (অবশ্যই চট্টগ্রামের) তবে একটু আওয়াজ দিয়ে আমার মনের দুঃখ মিটাবেন
ভালো থাকুন।। সুস্থ থাকুন
আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম
আওয়াজ দিলাম, তয় আমি রাজশাহীর।
অভ্র নাই? অভ্রের Unicode to Bijoy converter এ যা মন চায় লিখুন তারপর কনভার্টে ক্লিকান।
এবার লেখাটা ফটোশপে পেস্ট করুন। দেখবেন হাবিজাবি ইংরেজী অর্থাৎ kvBv এরকম আসবে, লেখাটা মার্ক করে কোন বাংলা ফন্ট যেমন চন্দ্রাবতী বা সুতনী বা ব্রহ্মপুত্র দিন, বাংলা হয়ে যাবে 🙂