আমি একটি ডট কম এর ডোমেন কিনতে চাই । প্লিজ হেল্প মি ।

আমি একটি ডট কম এর ডোমেন কিনতে চাই । কিন্তু কোথা হতে কম মুল্যে ভাল মানের ডোমেন পাওয়া যায় আমি বুচতে পারছিনা তাই আপনাদের সহযোগিতা চাই । যারা এ বিষয়ে জানেন তারা অবশ্বই এই ৩ টি বিষয় আমাকে জানাবেন । 1)প্রতি বছরে কত টাকা পে করতে হবে ? 2)এই ডোমেন থেকে কি সাবডোমেন করা যাবে ? 3) টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে ?
আমি আমার bloggerদিয়ে তৈরী http://www.moviepc.co.cc/ এই সাইটটিতে ব্যাবহার করবো ।পরবর্তিতে কি আমি অন্যকোন হোস্টিং সাইটে ব্যাবহার করতে পারবো ?

Level 2

আমি Md.Anamul Hasan Lemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://music9xm.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে এই বিষয়ে হেল্প করার মত টেকটিউনসে কি কোন ভাইইকি নাই ?

    @লিমনআল্ট্রাটেন: সাধারণত শুধু ডোমেইনের জন্য বছরে ৮০০ টাকার মত দিতে হবে। সাব ডোমেইন বানানো যাবে, সেক্ষেত্রে বেশী টাকা লাগবে, আর হোস্টিং এর খরচ সাথে যোগ হবে আপনার চয়েস অনুযায়ী। আর কি জানতে চান? 🙂

    @লিমনআল্ট্রাটেন:
    আপনি হস্টমাইট http://www.hostmight.Com দেখতে পারেন।
    1)প্রতি বছরে 650 tk পে করতে হবে.
    2)এই ডোমেন আনলিমেটেড সাবডোমেইন করতে পারবেন।
    3) টাকাটা ডাচ বাংলা বা ব্রাক ব্যংক এ বা পেপাল এ পরিশোধ করতে পারবেন।
    অবশ্যই পুর্ন কন্টুল পাবেন।

আপনি https://clients.socheaphost.com/domainchecker.php এখানে দেখুন।

১) আপনাকে ডোমেইন চার্জ দিতে হবে ১০ ডলারের মতো, এটি প্রতিবছর নবায়ন করতে হবে সমপরিমাণ চার্জ দিয়ে। কিছু কোম্পানি হয়তো ৩-৪ ডলার দিয়ে ডট কম ডোমেইন দেবে; এগুলো নিলে বিপদে পড়বেন, পরবর্তীতে আপনাকে ফাঁদে ফেলবে। আপনি http://www.godaddy.com অথবা http://www.name.com থেকে ডোমেইন কিনুন। এরা বিশ্বব্যাপী জনপ্রিয়। আমি আমার সবগুলো ডোমেইন Name.com থেকে নিয়েছি।
২) সাবডোমেইন হোস্টিং কোম্পানিগুলোই দিয়ে থাকে। Hostgator থেকে হোস্টিং নিয়েছি আমি, আমার জানামতে এটিই সবচেয়ে ভালো হোস্টিং কোম্পানি। এদের সর্বনিম্ন মূল্যের Hatchling Plan নিতে পারেন। মাসিক ৭.১৬ ডলার, আর ১ বছরের চার্জ একেবারে দিলে মাসিক ৫.৫৬ ডলার, ২ বছরের জন্যে মাসিক ৪.৭৬ ডলার, ৩ বছরের জন্যে ৩.৯৬ ডলার। এখানে আনলিমিটেড সাবডোমেইন পাবেন, সেই সাথে আনলিমিটেড স্প্যাস আর ব্যান্ডউইথ। এছাড়াও ফ্রি হোস্টিং নিতে পারেন http://www.000webhost.com অথবা http://www.byethost.com থেকে। ফ্রি হোস্টিং নিলেও আপনি কোম্পানি ভেদে ৫-১০ কিংবা আনলিমিটেড সাবডোমেইন পেতে পারেন।
৩) টাকা পরিশোধের ক্ষেত্রে আপনি পেপাল অথবা মাস্টারকার্ড ব্যবহার করতে পারবেন। কিছু কোম্পানি মানিবুকার্স এবং এলার্টপে দিয়েও লেনদেনের সুযোগ দিয়ে থাকে।
৪) আপনার সাইটটি সুন্দর। আপনি এখান থেকে ব্যাকআপ নিয়ে আপনার সাইটে সেটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার হোস্টিং-এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করে Blogger-এর ডাটা সেখানে রিস্টোর করতে পারেন।
আর কোনও জিজ্ঞাসা থাকলে বলুন, অথবা আমাকে ফোন করতে পারেন (০১৫৫৩২৩২৫৪০)। আপনার উপকার করতে পারলে খুশি হবো। ভালো থাকবেন।

Level 0

আপনার প্রশ্নের উত্তর সমূহ প্রথমে দিই,
১. ডোমেইন রিনিউ চার্জ ১০ ডলারের কম বেশ ই হয়ে থাকে সাধারনত
২. সাবডোমেইন আপনার হোষ্টিং প্যাকেজ সিলেকশানের উপর নিভভর করে লিমিটেড থেকে আনলিমিটেড পর্যন্ত হয়ে থাকে।
৩. বাংলাদেশ থেকে নিলে সে যেভাবে চায় সেভাবেই দিতে পারেন, যেমন আমি টাকা গ্রহন করি ঢাকাতে হলে ক্যাশ কিংবা ডাচ বাংলা ব্যাঙ্কের মাধ্যমে

এবার একটি বিশেষ খবর হোষ্টিং বিষয়কঃ
হোষ্টগেটরের বাংলাদেশি রিসেলার ধ্রুবক অল রাউন্ডার কিছু ব্যাক্তিগত এবং পাবলিক সাইট হোষ্ট স্পন্সর করবে। এবেপারে জানার আগ্রহ থাকলে [email protected] কিংবা [email protected] তে মেইল করতে পারেন
http://www.facebook.com/dhrubokallrounder/posts/263546477028610 তে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন
ধন্যবাদ

মিনহাজুল হক শাওন , বিপুল বিডি ০৮, Saleh Ahmed , মেধাবী ডট কম , LuckyFM ভাইয়ারা আপনাদের মুল্যবান মতামত দেবার জন্য ধন্যবাদ । কিন্ত আমি আপাতত ডোমেনটি blogger এ ইউজ করতে চাই সেটা কি আমি পারবো ? এবং দুই তিন মাস পর ডোমেনটি অন্য কোন হোস্টিং সাইটে ইউজ করতে চাই । এজন্য কি আমাকে আবার টাকা পে করতে হবে ? আর ফ্রি হোস্টিং সাইটের মধ্যে আপনাদের জানামতে কোনটি বেশী নির্ভরযোগ্য এবং ফ্রি সাবডোমেন দেবে ? আর সুযোগ সুবিধাও তুলনামুলকভাবে বেশী দিবে ?

    @লিমনআল্ট্রাটেন: হা আপনি blogger ব্যবহার করতে পারবেন পারবেন।
    দুই তিন মাস পর ডোমেনটি অন্য কোন হোস্টিং সাইটে ইউজ করতে আপনাকে আবার টকা দিতে হবে না।
    ফ্রী হস্টিং ব্যবহার না করাই ভাল। আপনি ২/৩ মাস এর জন্য নিতে চাইলে আমাদের premium হস্টিং নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। http://hostmight.com/premium-shared.html
    ধন্যবাদ।