আস-সালামু-আলাইকুম।
একটা বিষয়ে সাহায্য লাগবে।আমি গতকাল Symphony FT40 কিনলাম।অসাধারন একটা মোবাইল।
সমস্যা হলো এর ভিডিও রেজুলেশন নিয়ে।আমার মোবাইল এর রেজুলেশন 400*320.কিন্তু যদি ভিডিও কনভার্ট করে এই রেজুলেশন এ দেই তবেও ফুল রেজুলেশন হয়না।কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে যেটার রেজুলেশন হলো ১৭৬*১১১।মজার বেপার হলো সেটা ফুল Screen এ দেখায়।এখন কি করলে এবং কোন কনভার্টার ব্যবহার ফুল screen পাবো?
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
মুকুট ভাই, আপনি যে ভিডিওটা ফুল স্ক্রীন আসে বলছেন অর্থাৎ ১৭৬*১১১ হয়ে থাকলে আপনাকে ১:১.৬ রেশিওতে ভিডিও কনভার্ট করতে হবে। কিন্তু আসলে স্ক্রিন অনুযায়ী ৪:৩ তে কনভার্ট করা উচিত। এই কনভার্টারটি নিন, এটায় বিল্ট ইন অনেক মডেলের মোবাইলের জন্য ভিডিও কনভার্ট করার সুবিধা আছে। আর অবশ্যই ফ্রি 🙂