সাহায্যঃ আমার একটা সমস্যা সমাধান দিবেন কেউ ?

processor

আমার পিসি কনফিগার এ প্রোসেসর আছে ২.৮০গিগাহাজ কিন্তু সাভিস দিতেছে মাত্র ১.৩৯গিগাহাজ

আপনাদের বুঝার জন্য ছবি দিলাম সাথে প্লিজ সাহায্য চাই...

আমি একবার ফরমেট দিছিলাম মনে কারেছি ঠিক হবে কিন্তু না আগের মতই আছে, প্রোসেসর খুলে

পরিস্কার করেও দেখেছি একবার কোন পরিবতন নাই। এখন আমার কি করা উচিত ??

Level 0

আমি মিয়াবেপারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় আপনার পিসিকে পাবনা কম্পিউটার মেন্টাল হসপিটালে পাঠানো দরকার । কিছু মনে করবেন না মজা করলাম আমার পরিচিত একজনের হার্ডডিস্ক ছিল ৮০ গিগাবাইট কিন্তু সো করত ৪৭ গিগা । জানি না কেন এমন হয় ।

    লোটাস ভাই
    হার্ডডিস্ক এর লজিকাল ভাবে 1024 MB = 1 GB হওয়ার কথা।
    কিন্তু কোন প্রযুক্তি নিখুত না হওয়ায় তা 1024 MB = 1GB করা সম্ভব হয় না।
    1 TB হার্ডডিস্ক হিসাব করলে ১০% পর্যন্ত এই লস থেকে যায়,যা Unrecoverable।
    ট্রাক এবং সেক্টর এর সমন্বয় আমাদের লজিকাল ভিত্তিতে হয়না বিধায় এই সমস্যা দেখা যায়।
    আসা করি বুঝতে পেরেছেন।

এটা সম্ভবত অাপনার XP এর সমস্যা কারন অাপনি ব্যবহার করছেন style XP অার এই ধরেনর XP গুলোতে সাধারণত অনেক ভুল থাকে। তাই উল্টাপালটা দেখাচ্ছে ।

এক্সপি নতুন করে সেটাপ দিয়ে দেখেন।না হলে বুঝবেন প্রসেসরে গন্ডগোল

Level New

আপনি ভুল করছেন। অখানে লেখা তো আছে ২.৮০গিগাহাজ, তাইলে এর সমস্যা কি? ২,৮০ গিগা show না করলে একটা কথা ছিল।

আপনার PC -কে আরও বড় ধরনের কোন ক্ষতির থেকে বাঁচাতে চাইলে দ্রুত Style XP uninstall করে ভালো একটা XP Service Pack2 install করুন।

সমস্যাটি সরাসরি না দেখে মন্তব্য করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না।
তবে আপনি নিন্মোক্ত কিছু কাজ করে দেখতে পারেন –
১. নতুন windows ইনিস্টল করুন। (c:\ পুরোপুরি delete & format করে)
২. http://www.cpuid.com/download/pcwizard/pcw2009_v190.zip থেকে PC wizard সফটওয়্যার টি download করে Processor এর স্পিড ভালভাবে খেয়াল করুন।
৩. আপনার Duel-Core প্রোসেসর যদি হয় তবে হিসাব করে দেখুন 1.39 + 1.39 = 2.78 < 2.80 হয়।
হয়তো কোন Advanced Tools দ্বারা এই Duel-Core সিস্টেমের Single Core গুলোর হিসাব দেখাচ্ছে।
কারন উপরে একবার 2.80GHz লেখা রয়েছে। এবং পরে তা 1.39 GHz দেখাচ্ছে।
একটু চেষ্টা করে দেখুন। আর Warranty থাকলে এবং খুব সমস্যা দেখলে তা এখ্নই Service Centure এ নিয়ে যান।

ধন্যবাদ।

Start -> Control Panel -> Performance and Maintenance -> Power Options

এখানের Power Schemes এর Drop down list থেকে Normal সিলেক্ট করে দেখুন তো সমস্যার সমাধান হয় কিনা ।
সমাধান হলে জানাতে ভুলবেন না যেন !

Level 0

Ata windows-er somossa hobar sombabona beshi. Amar ekbar hoyechilo. Tobe ta windows xp version dara somadan korte pari ni jokon windows vista diyechilam tokon somossata somadan hoyechilo. Apni diye dekte paren. apni jodi windows vista diye dekte chan tahole obossoi windows vista 32-bit system-er diben. karon apnar ta p-4. r jaiga lagbe 5gb. R akta kotha apni motherboard-e dekben je kono voltage system dewa ache kina. jodi na takey tahole win. vista i kaj hobe r jodi na hoi tahole motherboard change kore dekte paren. ate kore processor and motherboard test hoye jabe(motherboard test korar somoi apnar processor ti lagaben na)…… [email protected]