Windows 7 Install করতে খুবই সম্যায় পরলাম দয়া করে একটু সহায়তা করুন।

আমি Asus X5DIJ notebookPC মডেলে ল্যাপটপে Windows 7 Install করতে গিয়ে খুবই সমস্যায় পরলাম যা হা আমি নিচের চিত্রে দিলাম।
অথ্যাৎ Desktop কোন ছবি আসে না। কালো দেখায়।

আমি দিয়েছি Windows 7 যা নিচে দিলাম।

আর যদি একটিভ করা লাগে তা হলে কী ভাবে করব?
এখন আমি কী করতে পারি। আপনাদের অপেক্ষায় রইলাম।
আর এটার পিচনে মধ্যে সিল লাগনো আছে Windows 7 home prem AO

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উইন্ডোজ জেনুইন না। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/75938/
এই লিঙ্কটা দেখেন কাজে আসবে।

    Saon A Menz ভাইয়ের সাথে একমত।

আপনি যে Windows টি দিছেন তার কি সিরিয়াল কী আছে। থাকলে আপনার পিসিতে NetConnection করে নেন। তারপর আপনার Screenshort দেওয়া আছে, Change Product Key তে ক্লিক করে সিরিয়াল নাম্বাব দিয়ে Acctive করে নেন। যদি প্রবলেম হয় আমাকে স্ক্যাইপিতে ঙ্ক কেন (almamun337).

যদি সিরিয়াল কী না থাকে জানাবেন আগামি কাল সকাল 10am saudi times. সমাধান দিতে চেষ্টা করব।

    @মোঃ আল মামুন: ভাই আমার কাছে এর কোন সিরিয়াল কী না কীভাবে একটিভ করব পারতেছি না। দয়া করে একটু উপকার করেন।

যদি পারেন উইন্ডোজ-৭ প্রিএক্টিভোটেড কালেক্ট করে ই্নষ্টল দিন তাহলে পেচ করা লাগবে না ……..
[IMG]http://i43.tinypic.com/16c83ra.png[/IMG]