32 bit নাকি 64 bit কোনটা ভাল জানতে চাই।

Operating system  32 bit নাকি 64 bit কোনটা ভাল জানালে উপকার হবে। আমার ল্যাপটপে নতুন করে উইন্ডোজ দেওয়ার পর দেখি Operating system  32 bit আগে ছিল 64 bit । আমি আসলে বুঝতে পারিনা কোনটা ভাল। আর এটা কী উইন্ডোজ দেওয়ার সময় 32 bit বা 64 bit করা যায় কিনা , যদি যায় তখন উইন্ডোজ দেওয়ার কোন সময়ে 32 bit বা 64 bit সিলেক্ট করতে হবে তাও জানতে চাই।

দয়া করে সহায়তা করুন।

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুটাই ভালো, তবে আপনার RAM কত? কোন প্রসেসর?

এই ব্যাপারে যতটুক জানি তা হল ৩২বিট ওএস ম্যাক্সিমাম ৩জিবি র‍্যাম support করে আর ৬৪বিট ৩জিবির উপরেও র‍্যাম support করে।
তাই আপনার পিসির র‍্যাম যদি ৪গিগা হয় আর আপনি যদি ৩২বিট ওএস ব্যাবহার করেন তাহলে আপনার ১গিগা র‍্যাম ইউজ হবে না।
তাছাড়া সফটয়্যার ও ৩২ ও ৬৪ বিট এর হয়, তবে ৩২ বিট এর সফটয়্যার বেশি পাওয়া যায়।

Level 0

৩২বিট os 4gb ram এর পূর্ণ অংশ ব্যবহার কতে পারে না।
তবে ৬৪ বিট OS 4gb থেকে শুরু করে অনেক বেশি ram ব্যবহার করতে পারে।এতে কাজের গতি বৃদ্ধি পায়।
অনেক সফটওয়্যার এর ৩২ এবং ৬৪ বিট ভার্সন আলাদা পাওয়া যায়।.তবে ম্যাক্সিমাম সফটওয়্যার গুলোর ৩২ বিট ভেরসিওন বেশীর ভাগ সময় ৬৪ বিট এ চলে।কিছু কিছু সফটওয়্যার এর ৩২ বিট ৬৪ বিট এ চলে না।

    Level 0

    @বনি: তা হলে ভাই এখন ৬৪ বিট OS করা যাবে কিনা?আর এটা উইন্ডোজ দেওয়ার কোন সময়ে 32 bit বা 64 bit সিলেক্ট করতে হবে?

Level 0

আমি এ পর্যন্ত দেখেছি বাজারের সব xp এর ডিস্ক গুলো খুব সম্ভবত ৩২ বিট এর হয়।

আর windows 7 এ ৩২ বিট ও ৬৪ বিট একত্রে একটি dvd ডিস্ক এ পাওয়া জাই।তবে windows 7 এর প্যাকেট টি ভাল করে দেখে নিবেন। সেটআপ দেওয়ার সময় win 7 এ ৩২ বা ৬৪ বিট সিলেক্ট করা যায়ে।
৩২ বিট=x84 এবং ৬৪ বিট=x64 দ্বারা বোঝানো হয়ে থাকে।

    @বনি: ছোট্ট সংশোধন করে দেই ৩২বিট = “x86″ এবং ৬৪ বিট=”x64” দ্বারা বোঝানো হয়ে থাকে।

সানি৯৯৯৯ আপনি একজন ballpakna@.৯৯৯৯.com