ভাইজানরা ইক্টু দেখেন হেল্প করতে পারেন কি না ।

 

 

খুব বিপদে পরেছি । একটা পিডিএফ ম্যাগাজিন বের করতে চাচ্ছি । ম্যাগাজিনটি তৈরি করতে কোন সফটঃ ভাল হবে ইক্টু পরামর্শ চাচ্ছি । বিঃ দ্রঃ মুলত পিকচার আর লেখালিখি ভিত্তিক ম্যাগাজিন । আমি অবশ্য একটা পেয়েছি  রাসেল রনি ভাই এর পোস্ট থেকে Serif PagePlus Starter Edition চরম কিন্তু পিডিএফ ফাইল এ কাজ করতে গেলে কিনে ব্যবহার করতে বলে । এখন আপনারাই শেষ ভরসা । পারলে এই সফটঃ টির ফুল ভার্শন করার উপায় বলে দেন নতুবা কোন ভাল সফটঃ এর লিংক সহ নাম বলেন ।

সকলকেই ধন্যবাদ দিয়ে দিলাম আগেই ।

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Adobe Acrobat 6.0 Professional ব্যবহার করে দেখেন। সিরিয়াল প্রয়োজন হলে বলবেন-আমার কাছে আছে। কিন্তু আমি Software টি আপলোড করে দিতে পারলাম না। আমার নেট লাইন খুবই শ্লো কাজ করে। সরি।

ভাই আপনার যদি মাইক্রোসফট অফিস 2007 থাকে তাহলে এ অডঅনটি যোগ করে আপনি ওয়ার্ড থেকেই পিডিএফ ফাইল তৈরি করতে পারববেন। অ্যাডঅনটি ফ্রি। লিঙ্কঃ http://www.microsoft.com/download/en/details.aspx?id=7
অ্যাডঅন যোগ করার পর ওয়ার্ডের Save As এ পিডিএফ করার অপশনটা পাবেন।

আর অফিস ২০১০ এ শুনছি এ এডঅনটা যোগ করাই আছে।

    @সোহাগ: hum কথা সত্য। চাইলে pdf প্রিন্টার ব্যবহার করলেই যেকোন ডকুমেন্ট, ছবি, ওয়েবপেজ থেকে পিডিএফ বানানো যাবে।

মুসা ভাই দেখি ডাউনলোড দিলাম কিন্তু বুঝতেছি না একটা দেখলাম ৫০০ mb আবার আর একটা দেখলাম 1.25 gb যাই হোক । ডাউনলোড করে দেখি কাজ করে কি না । তারপর জানাবো ।

সোহাগ ভাই অফিস ২০১০ এ আছে কিন্তু ইন্টারফেস খুব একটা ভাল না । Foxit PhantomPDF এইটা ভাল লেগেছে কিন্তু সমস্যা হল বাংলা ফন্ট ইউজ করা যায় না ।

শাওন ভাই Pdf প্রিন্টার ইউজ করি তবে আর ইক্টু কাস্টমাজ সফটঃ চাচ্ছিলাম ।