খুব বিপদে পরেছি । একটা পিডিএফ ম্যাগাজিন বের করতে চাচ্ছি । ম্যাগাজিনটি তৈরি করতে কোন সফটঃ ভাল হবে ইক্টু পরামর্শ চাচ্ছি । বিঃ দ্রঃ মুলত পিকচার আর লেখালিখি ভিত্তিক ম্যাগাজিন । আমি অবশ্য একটা পেয়েছি রাসেল রনি ভাই এর পোস্ট থেকে Serif PagePlus Starter Edition চরম কিন্তু পিডিএফ ফাইল এ কাজ করতে গেলে কিনে ব্যবহার করতে বলে । এখন আপনারাই শেষ ভরসা । পারলে এই সফটঃ টির ফুল ভার্শন করার উপায় বলে দেন নতুবা কোন ভাল সফটঃ এর লিংক সহ নাম বলেন ।
সকলকেই ধন্যবাদ দিয়ে দিলাম আগেই ।
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Adobe Acrobat 6.0 Professional ব্যবহার করে দেখেন। সিরিয়াল প্রয়োজন হলে বলবেন-আমার কাছে আছে। কিন্তু আমি Software টি আপলোড করে দিতে পারলাম না। আমার নেট লাইন খুবই শ্লো কাজ করে। সরি।