একটা ভাল ল্যাপটপ কিনতে চাই। টিপস দরকার …

একটু প্রফেশনাল গ্রাফিক্স/3D ধরনের কাজ করার জন্যে একটা মুটামুটি হাই এন্ড ল্যাপটপ কিনতে চাই। ডেক্সটপ এর প্যারালাল একটা পোর্টেবল ওয়ার্কষ্টেশন এর মত বানাতে চাচ্ছি কিন্তু ল্যাপটপ সম্পর্কে আইডিয়া কম ...
যেরকম চাচ্ছি বা যা যা থাকতে হবেঃ
প্রসেসর core i7 / corei5
র‍্যামঃ ৪ গিগা/ ৮ গিগা
একটু ভাল চিপসেট এর গ্রাফিক্স কার্ড লাগবে সাথে ১ গিগা ভির‍্যাম, বিল্ট ইন এ হবে না ...

মেকবুক কিনতে চাই না। উইন্ডোজ বেসড ল্যাপটপ চাই।

কোন ব্রান্ড কিনব আর কোন ব্রান্ড আভয়েড করব ? যেকোনো টিপস ওয়েলকাম। কোত্থেকে কিনব বা কোত্থেকে কিনব না ...

ল্যাপটপ বস রা টিপস দেন ...
বাজেট ৭০০০০ এর আশে পাশে এফরড করতে পারব ...

thanks in advance

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

3d studio max ব্যাসিক আর এডভান্সড কোর্স শেখাচ্ছি। শেখাচ্ছি স্পেশাল ইন্টেরিওর আর এক্সটেরিওর কোর্স ও।

Level 0

apni etto kicu zanen but kon laptop better hobe etai zanen na!!!!!!!!!!!!!!!!!!!!!!
dell er alinion dekhen hope that better

laptop expert er jonne waite korchi

Acer Aspire 4743 Core i5 480M (2GB,500GB) ব্যবহার করতেছি। ভালই কাজ চলতেছে। সব Software 64bit এ ব্যবহার করতেছি। যেমন-3ds max 2010,2011,2012 64bit, After Effects Cs5 64bit, Photoshope Cs5 64bit ইত্যাদি। দামেও অনেক কম। আর যদি এর চেয়ে ভাল কিনতে চান তাহলে আপনাকে খোজ নিয়ে দেখতে হবে। যদি ঢাকায় থাকেন,তাহলে ত কথাই নেই।….

আপনি এর RAM 4GB/8GB তে আপডেট করতে পারবেন।

Aita dakte paren: Inspiron N5110 Black Core i7 2630 QM (2. 0GHz,6GB ram,640gb hdd,nvidia 525m 1gb graphics) 15.6 Inch Notebook at 72k rayans e daksilam

Tk. 71,500
Model – Dell Inspiron N5110 Black
CPU – Intel Core i7-2630QM
CPU Clock Rate (GHz) – 2.0
Display Size (Inch) – 15.6
Display Type – LED
RAM (GB) – 6
RAM Type – DDR3
HDD(GB) – 640
Graphics (Chipset) – NVIDIA GeForce 525M
Graphics Memory (MB) – 1024
Optical Device – DVD RW
Bluetooth – Yes
WebCam (MP) – Yes
Card Reader – Yes
Backup Time (Hrs.) – 3
Battery (Cell) – 6
Operating System – Free Dos
Warranty (Year) – 1