গ্রাফিক্স কার্ড মাউন্ট কি আর এটা কিভাবে ব্যবহার করে

টিউন বিভাগ হার্ডওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি ইউনুছ আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব গ্রাফিক্স কার্ড হোল্ডার কি এবং কিভাবে ইউজ করে, বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভাল আছেন, চেষ্টা করছি আবার আগের মত টিউন নিয়ে ফিরে আসতে রেগুলার ইনশাআল্লাহ  তো বেশি কথা না বলে চলুন আসল কথায় চলে যাই।

 

 

গ্রাফিক্স মাউন্ড বা হোল্ডার কি এবং এটি কিভাবে ব্যবহার করে, গ্রাফিক্স কার্ড হোল্ডার মূলত আমরা যে গেমিং ডেক্সটপ পিসি গুলো বা বড় ডেক্সটপ পিসি গুলো বানায় আর ওই ডেক্সটপ পিসি গুলোতে যদি বড় সাইজের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয় তখন সাধারণত এক সাইট ঝুলে যায়, এই ঝুলে থাকার ফলে একটা সময় গ্রাফিক্স কার্ড বাঁকা হয়ে যায় অথবা মাদারবোর্ড এর গ্রাফিক্স স্লট নষ্ট হয়ে যায়,

Asus ROG XH01 Herculx Graphics Card Holder - Younus Tech

 

 

গ্রাফিক্স কার্ড হোল্ডার দেখতে কেমন। 

 

কিন্তু আপনি যদি একটি গ্রাফিক্স কার্ড মাউন্ট ইউজ করেন তাহলে আপনার গ্রাফিক্স কার্ডের কোন এক সাইডে মাউন্টটি থাকার কারণে আপনার গ্রাফিক্স কার্ড বাঁকা হবে না এবং গ্রাফিক্স কার্ড সহজে নষ্ট হবে না এবং মাদারবোর্ডের গ্রাফিক্স স্লট সহজে নষ্ট হবে না, বন্ধুরা আমি এমন একটা গ্রাফিক্স কার্ড মাউন্ড লাগিয়েছি এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আমি লাগিয়েছি সেটা হলো Asus Herculx XH01 Graphics Holder এটা দিয়ে আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি বিস্তারিত বলে দিয়েছি এটা কিভাবে ব্যবহার করবেন এবং এই গ্রাফিক্স কার্ড মাউন্ট ইনস্টলেশন দেখে আপনারা যে কোন গ্রাফিক্স কার্ড মাউন্ড ইন্সটল করতে পারবেন আশাকরি।

 

 

আপনার যে কোন মন্তব্যর জন্য আমার ফেসবুক পেজ  যোগাযোগ করুন,  কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,  আর সফটওয়্যার এর অপব্যবহার করবেন না,  আজ এই পর্যন্তই আল্লাহ হাফেয। 

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস