আমরা অনেকেই জানি কম্পিউটারের পন্য বলতেই ইন্টেল এর উপরে কেউ নেই । কিন্তু কতজন জানেন বা বলতে পারবেন কেন ইন্টেল সেরা ? অনেকে বলবেন স্থায়িত্বের জন্য বা কোন সমস্যা করে না বলেই ইন্টেল সেরা । কিন্তু ইন্টেল মূলত এর একটার জন্য সেরা নয় । চলুন জেনে নেই ইন্টেল কেন এত জনপ্রিয় ।
আমরা আনেকেই জানি না মাদারবোর্ডের প্রকারভেদ এবং কেন এগুলোর নাম এক এক রকম দেয়া হয়েছে ।
1st class বলতে যে সকল কোম্পানী নিজেরাই মাদারবোর্ডের সকল পার্টস তৈরি করে এমনকি চিপ এ তাদের কোম্পানীগুলো এই ক্লাসের অন্তর্ভুক্ত । যেমন ইন্টেল এই কোম্পানী বহুদিন ধরেই সুনামের সাথে ব্যবসা করে আসছে । এরা নিজেরাই প্রসেসর , মাদারবোর্ড এবং চিপ তৈরি করে বিক্রি করে থাকে । এছাড়া এরা অন্যন্য কোম্পানীর কাছে নিজেদের তৈরি চিপ বিক্রি করে থাকে । সুতরাং ইন্টেলই সেরা ।
2nd class বলতে বুঝায় চিপসেট মাদারবোর্ডকে । এই মাদারবোর্ড গুলো ইন্টেলের তুলনায় সস্তা । এই মাদারবোর্ডগুলো তৈরি করে বিভিন্ন কোম্পানী কিন্তু চিপ গুলো ইন্টেলের কাছ থেকে ক্রয় করে থাকে । এই মাদারবোর্ডগুলো মোটা মুটি ভাল । যেমন গিগিবিইট , আসুস , এম এস আই ইত্যাদি । তবে গিগাবাইট তুলনামূলকভাবে ভাল ।
3rd class মাদারবোর্ড বলতে বুঝায় ভায়া মাদারবোর্ডকে । এই মাদারবোর্ডের সম্পূর্ন অংশই নিজেদের প্রতিষ্ঠান তৈরি করে থাকে। তবে এই মাদারবোর্ড গুলো ততটা ভাল সার্ভিস দেয় না । তাই এগুলো না কেনাই ভাল ।
সর্বশেষ কথা হল আপনার কম্পিউটারতো ২ দিন পর পর আপনি বদল করবেন না তাই যেহেতু কয়েক বছর আপনি চালাবেন তো ভাল জিনিস ক্রয় করাই ভাল । এতে আপনি ২ দিন পর পরে ভোগান্তির স্বিকার হবেন না । সুতরাং ইন্টেলই সেরা একটু বেশি খরচ হলেও ইন্টেলের মাদারবোর্ড কিনুন আর নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন ।
গ্রিফিক্সকার্ড মূলত আমাদের মাদারবোর্ডের সাথে দেয়া থাকে কিন্তু এই গ্রফিক্সকার্ড ব্যবহারের ফলে আপনি সবধরনের হাই রেজুলেশনের ছবি বা গেমস খেলতে পারেন না । বিল্টইন গ্রাফিক্সকার্ড এর সাথে কোন চিপ দেয়া থাকে না ফলে আমাদের Ram থেকে কিছুটা মেমোরি ও খরচ করে থাকে । আপনি দেখবেন আপনির মোমোরি ১০২৪ মেগাবাইট হলে সবটুকু দেখায় না কিছুটা কম দেখায় । গ্রাফিক্সকার্ড ব্যবহার করল হাই রেজুলেশনের গেমস এও ভিডিও খুব সচ্ছতার সাথে আপনি উপভোগ করতে পারবেন এবং সম্পূর্ন মেমোরি দেখাবে । অনেক সময় আমাদের ভিডিও দেখতে গেলে ছবি ঘোলা আসে গ্রফিক্সকার্ড ব্যবহারের ফলে ছবি গুলো অনেকটা ক্লিয়ার হবে ।
সকলকে ধন্যবাদ .......... সকলের কাছে অনুরোধ সুন্দরবনকে বেশী বেশী ভোট দিন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাল লাগলো আপনার টিউনটি পড়ে..
ধন্যবাদ