হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান : র‍্যাম সমস্যা

আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা।

Ram স্লট খোলার জন্যে আপনি আপনার দুই হাত ব্যবহার করবেন। দুই হাতের তর্জনী আঙুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন। Ram স্লট সুন্দরভাবে খুলে আসবে।
ত্রুটিপূর্ণ Ram সিপিউতে লাগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কারেণ Ram স্লটের দাম খুব একটা বেশি না। সুতরাং কোনো Ram ত্রুটিপূর্ণ হয়েছে বুঝতে পারার সাথে সাথে সেটি বদলে ফেলাই ভালো। নতুবা, পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে আপনার দামী মাদারবোর্ডে। কিংবা অন্য কোনো যন্ত্রাংশের উপর।

ধন্যবাধ।
কেমন লাগল অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না।

Level 2

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলোজি + ❤ = আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কি ধারনা এইটা কেউ জানে না?

Level 0

সহমত

কেন জানবে না। আমার লিখতে কি কন মানা আছে?

আমি সবসময় লেখি নতুনদের জন্য। expert দের জন্য নয়। ধন্নবাদ

ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য। তবে আরো বিস্তারিত হলে ভাল হত।
যেমন
* কখন বুঝতে পারবে র‍্যাম খারাপ হয়েছে?
* কি কি কারণে র‍্যাম খারাপ হয়?
* র‍্যাম খারাপ হলে মাদারবোর্ডে কি ধরণের সমষ্যাগুলো হয়।

আশাকরি সামনে আরো সুন্দর টিউন উপাহর দিবেন।

    একমত

    শাওন ভাই আপনি যে বললেন আপনি নতুনদের জন্য টিউন করছেন, তাহলে আমি আপনাকে বলি নতুনরা তাদের পিসির একটা স্ক্র ভয়েও খুলবে না। তাহলে আপনি এক কাজ করুন তাদের আগে এইটা শিখান কিভাবে পিসির স্ক্রু খুলা যায়।
    আর আপনার এই টিউনটা কোন কাজের টিউন না। এতে কেউ লাভবান হবে বলে আমার মনে হয় না। আর হাবিবুল্লাহ ভাই আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আশা করি বুঝতে পারবেন।
    যখন আপনি পিসি চালু করবেন কিন্তু দেখবেন আপনার পিসির কোন ডিসপ্লে আসছে না। এতে গ্রাফিক্স কার্ডের সমস্যাও হতে পারে। আবার আপনার মাদারবোর্ডের সমস্যাও হতে পারে। তাই আপনি র‍্যাম ও গ্রাফিক্সকার্ড উভয়ই অন্যকোন পিসিতে লাগিয়ে চেক করুন। র‍্যাম খারাপ হলে মাদারবোর্ড ‍যদি র‍্যামকে ডিটেক্ট করতে না পারে তবে টি টি টি করে এক প্রকার সিগনাল আপনাকে দিবে। তখন আপনি চেক করুন র‍্যাম ঠিক মত স্লটে লাগানো আছে কিনা। কাজ না হলে অন্যকোনো স্লটে লাগিয়ে পরীক্ষা করুন তাতেও যদি কাজ না হয় তবে বুঝবেন আপনার র‍্যামটি খারাপ হয়েছে।

      বিস্তারিত আরও কিছু বলার ছিলো কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না।

    সহমত Saon A Menz ভাই আপনার সাথে।

    Level 0

    না,সবসময় আওয়াজ দেয় না,অনেক সময় সিপিউ অন হয় কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না। কোনো টি টি টি শব্দ ও হয় না। এটা র‍্যাম লুজ হওয়ার জন্যও হতে পারে।

    মিঠু ভাই আমি কিন্তু এটা বলি নাই সবসময়ই এমন হয়। আমি এটা বলেছি র‍্যামকে‍‍ ‍যদি পিসি ডিটেক্ট করতে না পারে তবে আওয়াজটা হতে পারে। আর আমি এও কিন্তু বলেছি র‍্যাম খারাপ থাকলে ডিসপ্লে আসবে না। আপনার কথা আর আমার কথা কিন্তু একই।

    একমত আমিও

টিউন করার জন্য এমন একটা বিষয় বেছে নিয়েছেন সেটা ভালো কথা…
টিউন করলে করার মত করেন। আধাসাধা টিউন করবেন না।
ধন্যবাদ

Level 0

শাওন ভাই……।আপনি এত গুলো টিউন না করে সব গুলো একসাথে করলে সেটা একটা মেগা টিউন হত এবং দেখতেও সুন্দর হত।
আপনি তো টিউন এর সাথে আপনার সাইট এর বিজ্ঞাপন দিলেন।এটা নিয়ম বিরোধী।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমি টিটি তে নতুন তাই অনেক কিছুই বুঝতে পারি নাই। আগামিতে এই ভুল গুলো এড়িয়ে চলতে চেস্টা করব। 😉
আপনাদের ছোট্ট ভাইয়ের মত আমার সব ভুল ক্ষমা করবেন বলে আশা করি।
আবার ও Saon A Menz, Mukut, Taher Chowdhury Sumon, হাবীবুল্লাহ আল কাছেম ভাইকে ধন্যবাদ আমার ভুল গুলো দরিয়ে দেবার জন্য।

Level 0

আমার কথাগুলো হাবীবুল্লাহ ভাইই বলে দিলেন। ধন্যবাদ।

Level New

টিউনের জন্য ধন্যবাদ কিন্তু সেই একই কথা। কষ্ট করে লিখছেন আপনি সেটা কার কার কাজে আসবে সেটা আপনার ভাবতে হবে। তাদের কথা মাথায় রেখেই লিখতে হবে। আপনি অন্তত একটা ছবি দিতে পারতেন যে মাদারবোর্ডের কোথায় র‌্যাম থাকে। এবং ত্রুটিপূর্ণ র‌্যাম বোঝার উপায়। নইলে কিন্তু টিউনটা নতুন্দের কোনো কাজেই আসলো না।

এবার একটু লম্বা বিরতি দিয়েই টিউন টা করলেন । তবে টিউন টা ছোট হয়ে গেছে ।
@শাওন ভাই, আমি আপনার সাথে একমত। কারন নতুনরা অনেক সময় কোন কিছু করতে ভয় পায়, এই বুঝি কম্পিউটার নষ্ট হয়ে গেল । কিন্তু অভিজ্ঞ রা সেটা বুঝতে চায় না ।
ধন্যবাদ ।
পরের টিউন টা কি ?

Level 0

vi onak din dhora ami 1 ta problama asi.ami secend hand 1 ta cpu nici. kinto atar harddisk 16 giga ram 512 mb .ar motherboard pantiam 3 or 4 hoba aproximate.atar ato slow cola kono browser / file open korar jonno kilik kora pora ghora asa jai 2 /4 min.
ami onak takar problema aci naton kintha partaci na.
pls mai korbo amk janaban.