Samsung মনিটর ভিজিয়ে কেবল খারাপ থাকলে কালার ঠিক মত আসে না , সে জন্য সিপিও এর লেগে থাকা কেবল কেটে ছবির মত কানেকশন করে লাগাতে পারলে সমসা সমাধান হয়ে যাবে । যারা ইলৈকট্রনিস্কের কাজ যানেন তারা এই ডায়াগ্যাম দেখে সহজেই এই সমস্য সমাধান করতে পারেন ।
আমি ছবির মত কানকশন করে নস্ট মনিটর ঠিক করেছি । মনিটরের ভিজিয়ে কেবলের কেনেকটর নারাচারা করলে জদি কালার পরবতন হয় তাহলে এই ভাবে ঠিক করা যাবে।
এটা আমার প্রথম পোষ্ট , ২য় টিউনে উএসবি স্পিকার বানানোর পদ্ধতি দেখাব ।
<p
এটার জন্য ১৫ পিন মেল নতুন ভিজিয়ে কানেকটর কিনতে পাউয়া যায় । পুরাতন টাকে নতুন কানেকশন করলে ও হবে ।
আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
5'6'' height, 75 kg weight , leave in Narayangonj, Work with Beximco Pharma
ভাল লাগল। পরবর্তি টিউনের আশায় থাকলাম। তবে আমার মনেহয় টিউনটি অনেক সংখিপ্ত হয়েগেছে।