আপনার Windows 10 পিসির Dedicated Video RAM VRAM বাড়িয়ে নেবেন কীভাবে?

টিউন বিভাগ হার্ডওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি কম্পিউটারের এমন একটি পার্ট  নিয়ে আলোচনা করব যা নিয়ে মোটামুটি সবাই একটু চিন্তিত থাকেন। তাহলে চলুন শুরু করি।

আপনি কি আপনার Video RAM এ Error পাচ্ছেন? হাই গ্রাফিক্সের কোন গেম বা ভিডিও এডিট করতে পারছেন না? তার মানে আপনার Video RAM বাড়াতে হবে। কিভাবে আপনার Dedicated Video RAM  বাড়াবেন এটা নিয়েই আজকে আলোচনা করব।

তবে প্রথমেই বলে নিচ্ছি আপনি যদি Dedicated Video RAM নিয়ে ধারনা না রাখেন তাহলে এই টিউনটি বুঝতে একটু কষ্ট হতে পারে। তবুও আপনাদের সুবিধার জন্য বলে রাখি, Dedicated Video RAM হচ্ছে আলাদা একটি চিপ যা সব কম্পিউটার বা ল্যাপটপে লাগানো থাকে না। সাধারণ পিসি বা ল্যাপটপে গুলোতে গ্রাফিক্স এর জন্য Integrated Graphics ব্যবহার  কিন্তু বাড়তি সুবিধার জন্য অনেকে Dedicated Video RAM ব্যবহার করেন।

Dedicated Video RAM কি?

Video RAM, VRAM, VEE- ram হচ্ছে স্পেশাল এক ধরনের র‍্যাম যা আপনার পিসির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU এর সাথে কাজ করে। GPU হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের একটি চিপ যা আপনার স্ক্রিনে ইমেজ প্রদর্শনে ব্যবহৃত হয়। অনেকে আবার গ্রাফিক্স কার্ড আর GPU কে একই ভেবে ভুল করেন।

Dedicated Video RAM এর কাজ

GPU এর যেসব ইনফরমেশন দরকার তা ধরে রাখার কাজটি করে ভিডিও র‍্যাম যেমন, গেম এর বিভিন্ন Texature এবং লাইটিং ইফেক্ট। GPU, ভিডিও র‍্যামের সহায়তায় অতি দ্রুত তা মনিটরে প্রদর্শন করতে পারে।

সাধারণ র‍্যামের তুলনায় ভিডিও র‍্যামকে অনেক বেশি দ্রুত হয়ে হয়। কারণ এটি GPU এর সাথে গ্রাফিক্স কার্ডে কাজ করে। Dedicated Video RAM দ্রুত এবং নিখুঁত কাজ করার জন্য ব্যবহৃত হয় এজন্য Dedicated শব্দটি ব্যবহার করা হয়।

Video RAM চেক করা

চলুন দেখা নেয়া যাক কিভাবে ভিডিও র‍্যামটি চেক করবেন।

প্রথমে আপনার পিসির Settings এ যান এবার System এ ক্লিক করুন তারপর advanced Settings এ ক্লিক করুন সর্বশেষ ক্লিক করুন Display Adaptor Properties.। নতুন উইন্ডো থেকে দেখে নিন আপনার VRAM এর সাইজ কত।

এখান থেকে আরও জানতে পারবেন আপনার গ্রাফিক্স কার্ডের নাম। যেমন আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে AMD Radeon।

কিভাবে Dedicated Video RAM বাড়বেন?

ভিডিও র‍্যাম বাড়ানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে একটি গ্রাফিক্স কার্ড কিনে ফেলা। যদি আপনার পিসির পারফরমেন্স বাজে হয় তাহলে একটি গ্রাফিক্স কার্ড আপগ্রেডের বিকল্প নেই। এতে চমৎকার ভিডিও আউটপুট পাবেন।

যদি আপনি ল্যাপটপ ইউজ করেন অথবা নতুন গ্রাফিক্স কার্ড কেনা সম্ভব না হয় তাহলে দুটি পদ্ধতি অবলম্বন করে আপনার Dedicated VRAM বাড়িয়ে নিতে পারেন।

১. Bios এ বাড়িয়ে নেয়া

আপনার Bios এ প্রবেশ করুন। Advanced Features,  Advanced Chipset Features এগুলো খুঁজে বের করুন তারপর Graphics Settings,  Video Settings, অথবা VGA Share Memory Size যা পাবেন সেখানে ক্লিক করুন। সেখানে আপনার ভিডিও র‍্যাম মেমোরি এড-জাস্ট করার অপশন পাবেন। এখানে ডিফল্ট ভাবে 128 MB থাকে সেটিকে আপনি 256 MB অথবা 512 MB করে নিতে পারেন।

যদি আপনার Bios এ এমন অপশন না পান তাহলে নিচের মেথড ফলো করতে পারেন।

২. ফেইক ভিডিও র‍্যাম বাড়ানো

একটি মজার ব্যাপার হচ্ছে ধরুন কোন গেম চালাতে গেলেন এবং গেম বলে বসলো আপনার যথেষ্ট VRAM নেই তখন কি করবেন?

বেশির ভাগ ইন্টিগ্রেট গ্রাফিক্স সলিউশন গুলো অটোমেটিক ভাবে তাদের প্রয়োজনীয় র‍্যাম এড-জাস্ট করে। Adapter Properties এ কি ইনফরমেশন আছে তা ম্যাটার করে না। আবার কখনো ইন্টিগ্রেট গ্রাফিক্সে ভিডিও র‍্যামের ভ্যালু পুরোটাই ফিকশনাল।

সিস্টেম, ভিডিও র‍্যামের ভ্যালু গুলো শো করে এবং গেম গুলো যখন আপনার VRAM চেক করে তখন তাই দেখে।

সুতরাং আপনি চাইলে Registry মডিফাই কর ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন এবং সিস্টেম সেই ভ্যালুই গেম গুলোকে দেখাবে। এটাকে VRAM বাড়ানো বলে না এর মাধ্যমে আসলে Dummy ভ্যালু মডিফাই করা হয়। যখন কোন গেম আপনার VRAM কম দেখে স্টার্ট হতে অস্বীকার করবে তখনই আপনি এর ভ্যালু বাড়িয়ে গেমটি ওপেন করতে পারবেন।

প্রথমে স্টার্ট ম্যানুতে গিয়ে regedit লিখে সার্চ দিন, এবং নিচের লোকেশনে চলে যান,

HKEY_LOCAL_MACHINE\Software\Intel

intel ফোল্ডারে Right click করুন এবং নতুন একটি কি বানান, নাম দিন GMM

GMM ক্লিক করে ডান পাশে গিয়ে New > DWORD (32-bit) Value দিন। নাম দিন DedicatedSegmentSize এবং চাহিদা অনুযায়ী RAM এর সাইজ দিন। অবশ্যই Decimal সিলেক্ট করে দেবেন। কাজ হয়ে গেলে পিসি রি-স্টার্ট দিন।

যেহেতু এই মেথডে আপনার ভিডিও র‍্যাম বাড়বে না সুতরাং এতে আপনার সমস্যার সমাধান হবে কিনা তার গ্যারেন্টি দিতে পারছি না। যেমন এই মেথড ব্যবহার করে যদি নির্দিষ্ট গেম রান হয় এবং ভাল ভাবে খেলতে পারেন তাহলে তো হলই। আর যদি গ্রাফিক্স-গত সমস্যা হয় সেক্ষেত্রে কিছুই করার নেই।

কি কি কাজে আসলে Video RAM দরকার হয়?

চলুন দেখে নেয়া যাক কোন কোন গেম বা কোন কোন কাজে অধিক VRAM ব্যবহৃত হয়ে থাকে।

  • ভিডিও র‍্যামের ইউজেস সবচেয়ে বেশি নির্ভর করে আপনার মনিটরের রেজুলেশন এর উপরে। ভিডিও র‍্যাম, Frame Buffer স্টোর করে। যা GPU, আপনার স্ক্রিনে কোন কিছু প্রদর্শন এর আগে সেটির ইমেজ ধারণ করে। আর এজন্যই হাই কোয়ালিটির ভিডিও ভালভাবে দেখার জন্য বেশি VRAM প্রয়োজন হয়।
  • ডিসপ্লে এর পাশাপাশি যেকোনো গেম এর Textures গুলোও আপনার VRAM কে দারুণ প্রভাবিত করে।
  • আগে Low এবং Medium গ্রাফিক্সের গেম মোটামুটি VRAM দিয়ে খেলা সম্ভব হলেও বর্তমানের হাই রেজুলেশন গেম খেলতে বেশি ক্ষমতা সম্পন্ন VRAM দরকার হয়।
  • বিউটিফিকেশন ফিচার যেমন, anti aliasing এর জন্যও অধিক VRAM এর দরকার হয়। যদি একই সাথে ডাবল মনিটর ব্যবহার করেন সেক্ষেত্রেও অধিক ভিডিও র‍্যামের দরকার হবে।
  • একেক গেমের জন্য আলাদা আলাদা VRAM এর দরকার হয়। যেমন ২ জিবি কোন ভিডিও র‍্যাম দিয়ে খুব সহজেই পুরাতন দিনের গুলাগুলি গেম গুলো খেলা যায়।
  • গেমিং এর কথা বাদ দিলেও কিছু কিছু সফটওয়্যার যেমন, 3D ডিজাইনের জন্য AutoCAD, ভারী ফটোশপের কাজ, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং ইত্যাদির জন্যও আপনার ভাল মানের VRAM দরকার হবে।

আপনার কেমন Video RAM লাগবে?

এতক্ষণে হয়তো এতটুকু ক্লিয়ার হয়েছেন চাহিদা অনুযায়ী একেক জনের VRAM একেক রকম হতে পারে। তাহলে চলুন দেখা নেয়া যাক কেমন কাজের জন্য কেমন VRAM দরকার।

১-২ জিবি Video RAM

৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে এমন র‍্যাম পেয়ে যাবেন এটি ইন্টিগ্রেট গ্রাফিক্স থেকে ভাল পারফরম্যান্স দেবে। কিন্তু এটি দিয়ে মডার্ন কোন গেম খেলে শান্তি পাবেন না। পুরাতন গেম খেলার জন্য এইধরনের VRAM কিনতে পারেন তবে জটিল গ্রাফিক্স ডিজাইনিং, 3D কাজের জন্য এবং হাই কোয়ালিটি ভিডিও এডিটিং এর জন্য উপযুক্ত হবে না।

৩-৬ জিবি Video RAM

মধ্যবর্তী এই ধরনের র‍্যাম দিয়ে মোডারেট লেভেলের গেমিং এবং ভিডিও এডিটিং করতে পারবেন। হাই কোয়ালিটি গেম খেলতে মোটামুটি কষ্ট হয়ে যাবে।

৮ জিবি এবং তার উপরের Video RAM

4k গেম খেলার জন্য এবং হাই কোয়ালিটি ভিডিও এডিটের জন্য ৮ জিবি বা তারও উপরের VRAM ব্যবহার করতে পারেন। মূলত সিরিয়াস গেমার এবং বড় বড় গ্রাফিক্স ডিজাইনাররা এই ধরনের VRAM ব্যবহার করে থাকে।

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন VRAM এর কর্মক্ষমতা নির্ভর করে কিন্তু GPU এর উপর। সুতরাং VRAM এর পাশাপাশি আপনার GPU এর কনফিগারেশনও ঠিক রাখতে হবে।

Video RAM এর কিছু কমন সমস্যা

আজকের আলোচনায় যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে VRAM এর কিছু সমস্যা। আমি র‍্যাম নিয়ে একটি টিউন করেছিলাম, সেখানে বলেছিলাম কিভাবে র‍্যাম ফুল হয়ে পারফরম্যান্স খারাপ হয়ে যায়।

সাধারণ র‍্যামের মতই VRAM কখনো কখনো ফুল হয়ে যেতে পারে। ধরুন আপনার VRAM ৮ জিবি কিন্তু খেলছেন ২ জিবির গেম তারপরেও সেখানে সমস্যা দেখা দিতেই পারে।

মনে রাখবেন VRAM পারফরম্যান্স বাড়ানোর মাত্র একটি ফ্যাক্টর, এছাড়াও আরও অনেক ফ্যাক্টর কাজ করে যেমন, গ্রাফিক্স কার্ড, র‍্যাম, সিপিইউ ইত্যাদি। তাছাড়া আপনার গ্রাফিক্স কার্ড কম দামী হলেও কিন্তু ভাল পারফরম্যান্স আশা করতে পারেন না।

সব চেয়ে ভাল হয়, কোন গ্রাফিক্স কার্ডের জন্য কোন GPU এবং VRAM উপযোগী এ বিষয়ে অভিজ্ঞ লোকদের সাথে কথা বলতে পারেন। এছাড়া বিভিন্ন ফোরাম ওয়েবসাইটে টিউন করতে পারেন।

Integrated Graphics এবং Dedicated Video RAM এর মধ্যে পার্থক্য

আমরা আলোচনা করলাম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিয়ে। যারা পিসি বানায় বা গেমিং পিসি কিনে, অথবা ল্যাপটপ কিনে তারা সবাই আলাদা ভিডিও কার্ড ব্যবহার করে।

কিন্তু যারা সাধারণ কাজের জন্য বাজেট পিসি বিল্ড করে বা ব্যাসিক ল্যাপটপ কিনে তারা এই কার্ড গুলোর পরিবর্তে Integrate Graphics ব্যবহার করে।

Integrated Graphics এর মানে হচ্ছে সেখানে GPU সরাসরি CPU এর সাথে কানেক্ট থাকে এবং ডেডিকেটেড VRAM ব্যবহার না করে সরাসরি র‍্যাম ব্যবহার করে। এই ল্যাপটপ গুলো দিয়ে ব্যাসিক গ্রাফিক্স কাজ ভাল ভাবেই হয়ে যায় তবে গেমিং এবং ভারী কোন কাজ করা যায় না।

আপনার Integrate Graphics কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে পিসির CPU এর উপর। বর্তমানে Intel Iris Plus Graphics আগের থেকে অনেক বেশি শক্তিশালী।

Integrate Graphics দ্বারা তৈরি কম্পিউটারে কয়েক বছরের মধ্যে ভিডিও দেখাতে, ছোট গেম খেলাতে, ব্যাসিক ফটো বা ভিডিও এডিটিং এ কোন ধরনের ইস্যু পাবেন না, তবে এর দ্বারা ভারী গেম বা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন না।

শেষ কথাঃ

আশা করছি আপনার ভিডিও র‍্যাম নিয়ে ভাল একটি ধারনা পেয়ে গিয়েছেন। সুতরাং গেমিং বা গ্রাফিক্সের কাজে অবশ্যই ভাল মানের ভিডিও র‍্যাম বা GPU ব্যবহার করবেন। যদি Integrated Graphics ব্যবহার করেন তাহলে তো আর বাড়তি টেনশনের কোন কারণ নেই, কারণ আপনি সেই পিসি দিয়ে ভারী কোন কাজ করবেন না। কিন্তু যদি Dedicated Video RAM ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী বাজেটের VRAM ব্যবহার করবেন এবং সেটা যেন অবশ্যই GPU এবং CPU এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর কখনো ছোট খাট সমস্যা সমাধানের জন্য আশা করছি উপরের দুটি পদ্ধতি ব্যবহার করে VRAM বাড়িয়ে নেবেন।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস