চলাফেরা করার সময় বা ফুরসতে অথবা ফোনে কথা বলার সময় আমরা যে যন্ত্রটিকে কাছের করে নিয়েছি তা হলো ইয়ারফোন। এই ডিভাইসটির প্রসংশা না করলেই নয়। এই ডিভাইসটি আমাদের মিউজিক উপভোগের অনুভূতিকে আলাদা এক মাত্রায় নিয়ে গেছে। আবার আমাদের অনেক প্রয়োজনীয় সময়ে পাশেও থাকছে। এই ছোট কিন্তু অসাধারন যন্ত্রটি শুধু গান শোনায় সীমাবদ্ধ নেই। ধরুন আপনাকে কোন কাজ করতে করতে কথা বলতেই হবে। আপনার দুটি হাতই ব্যস্ত কল ধরতে পারছেন না তখন ইয়ারফোন ব্যবহার করে দিব্যি কথা চালিয়ে যেতে পারবেন। এছাড়া অনলাইন ভিডিও / অডিও কল অথবা নিজেকে এন্টারটেইন করতেও ইয়ারফোন কাজে লাগাতে পারেন।
বর্তমানে যেকোনো কোম্পানির স্মার্টফোন কিনলেই আপনি সাথে বিনামূল্যে একটি ইয়ারফোন পাবেন। সেটা দেখতে যত আকর্ষনীয়ই হোক না কেন তা আপনার দেহের উপর ভয়ানক প্রভাব ফেলবেই। তাই সকল দিক বিবেচনা করেই আপনাকে নিজ উপযোগী ও দেহের সঙ্গে মানানসই এমন একটি ইয়ারফোন কিনতে হবে।
ইয়ারফোন কেনার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ-
এবার যে ইয়ারফোনগুলো আপনি ব্যবহার করতে পারবেন তা হলোঃ-
ব্যক্তি জীবনকে আরো আরামদায়ক ও একঘেয়েমি মুহূর্তকে আনন্দময় করে তুলতে এ ইয়ারফোনটি সব থেকে চমৎকার। এটি তারবিহীন ইয়ারফোন। এটি ব্যাটারির মাধ্যমে চালানো হয়ে থাকে। কেনার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে কত দূরুত্বের রেঞ্জে ব্যবহার উপযোগী, চার্জ এর ব্যপ্তি এবংওজন। হেডফোনের আকার আকৃতি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়।
চলচ্চিত্র কিংবা নাটক অথবা সমাবেশে কোন রকম কোলাহলবিহীন শব্দের জন্য এই ইয়ারফোন খুবই প্রয়োজনীয়। আপনি যদি দীর্ঘ সময় ধরে অডিও -ভিডিও নিয়ে কাজ করার কথা চিন্তা করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার জন্য এটি খুবই ভালো মানের একটি ইয়ারফোন।
বহুল ব্যবহৃত ইয়ারফোন বলে এধরনের হেডফোনের বিষয়ে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু এক্সট্রা হিসেবে কেনার সময় অবশ্যই ব্র্যান্ডের নাম ও দাম বাছাই করে নেয়া উচিৎ।
এই ছিলো, নিজের জন্য ভালো একটি ইয়ারফোন কেনার সঠিক পরামর্শ। আশা করি উপরোক্ত আলোচনাগুলো আপনাকে একটি ভালো ইয়ারফোন ক্রয় করার কাজকে আরো সহজসাধ্য করে দিবে।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।