মেমোরি কার্ড সমাচার

টিউন বিভাগ হার্ডওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে ডাটা সংরক্ষণের একটি বহুল ব্যবহৃত মাধ্যম মেমোরি কার্ড। মোবাইল ও ক্যামেরাতে মেমোরি কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য। মেমোরি কার্ডকে মাইক্রো এসডি কার্ডও বলে। সমস্ত মেমোরি কার্ডের স্লটের মাপ একই। SD, SDHC, SDXC এই তিন ফরমেটের মেমোরি কার্ড গুলো বাজারে পাওয়া যায়। জুন ২০১৮ তে SDUC নামে নতুন ফরমেট ঘোষণা করা হয়। যা এখনও সবার জন্য উন্মুক্ত নয়।

নিচে SD, SDHC, SDXC সমন্ধে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরা হল :

SD : এই ফরম্যাটে মেমোরি কার্ডের সর্বোচ্চ ডাটা ধারণ ক্ষমতা ২ জিবি। সময়ের সাথে এর চাহিদা হ্রাস পেয়েছে।

SDHC : এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৩২ জিবি। যদি আপনার ডিভাইস টি ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে তাহলে SDHC ফরম্যাট এর মেমোরি কার্ড কেনাই ভালো।

SDXC : এই ফরমেট এর মেমোরি কার্ড ৩২ জিবি এর বেশি এবং সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত ডাটা রাখতে সক্ষম। যদি আপনার ডিভাইস টি ৩২ জিবি এর বেশি ডাটা সাপোর্ট করে তাহলে আপনি এই ফরমেট মেমোরি কার্ড কিনতে পারেন।

Level 0

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস