বর্তমান সময়ে কম্পিউটার আর কোন বিলাসিতা বা শুধু গেম খেলার জিনিস নয়। আমাদের প্রাত্যহিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে কম্পিউটার এখন সম্পর্কযুক্ত। সেটা হোক অফিসের কোন কাজ অথবা বাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অথবা ছোটখাটো কোন কাজ। এখন প্রায় প্রতিটা বাসায় কম্পিউটারের উপস্থিতি দেখা যায়, এবং ইদানিং বাচ্চাদের কেও ছোট থেকেই কম্পিউটার ব্যবহার শিক্ষার উপর জোর দেয়া হয়। তবে প্রথমবার কম্পিউটার কেনার সময় স্বাভাবিক ভাবেই আমরা হয়তো কিছু ভুল করে থাকি যার জন্য পরবর্তী সময়ে আমাদের মাঝে মাঝেই কম্পিউটারে কাজ করতে ব্যাঘাত ঘটে ও বাড়তি কিছু টাকা নষ্ট হয়। তবে কিছু ব্যাপার জানা থাকলে নতুন কম্পিউটার কেনার পরে কিছু ঝামেলা থেকে বাঁচা যাবে। এখানে সংক্ষেপে সব থেকে সাধারন ৫ টি ভুলের কথা বলবো।
কম দামের ও নিম্নমানের পাওয়ার সাপ্লাই কেনা
প্রথম বারের মত কম্পিউটার কেনার সময় সব থেকে বেশি যে ভুলটা হয়ে থাকে সেটা হয় পাওয়ার সাপ্লাই কেনার সময়। কেননা বাজারে অনেক কম দামের কিন্তু অনেক উচ্চ ভোল্টেজের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আবার এটা কেনার সময় আমরা খুব বেশি গুরুত্বও দেয় না। কিন্তু কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ সঠিক মত কাজ করার পিছনে পাওয়ার সাপ্লাই এর ভুমিকা আছে। যেমন ধরেন আপনি যদি গেমিং কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ভাল মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে। এই গ্রাফিক্স কার্ড হচ্ছে কম্পিউটারের মধ্যে সব থেকে বিদ্যুৎ ব্যবহার করে থাকে সুতরাং আপনার পাওয়ার সাপ্লাই যদি নিম্মমানের হয় তাহলে সেটা গ্রাফিক্স কার্ডকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারবেনা সেক্ষেত্রে আপনার কম্পিউটারের পারফর্মেন্স খারাপ হবে। তবে এটাও ঠিক যে আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি খুব বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন না হয় তাহলে বেশি দাম দিয়ে পাওয়ার সাপ্লাই না কিনলেও চলবে। তাই আপনার কম্পিউটারের কনফিগারেশনের হিসেবে যেটা উপযুক্ত হয় সেটাই কিনতে হবে। বর্তমান বাজারে Seasonic, Corsair, EVGA এর পাওয়ার সাপ্লাই গুলো অনেক ভাল মানের। তবে কিছু ব্র্যান্ড আছে যেমন Kentek, Raidmax, Diablotek এইগুলো কেনা থেকে বিরত থাকবেন।
কম প্রয়োজনীয় যন্ত্রাংশের পিছনে অতিরিক্ত টাকা খরচ করা
অনেক ধরনের যন্ত্রাংশ দিয়েই একটি কম্পিউটার তৈরি করা হয়, তবে কম্পিউটার পরিচালনায় সব যন্ত্রাংশের গুরুত্ব কিন্তু এক রকম হয়না। কিছু যন্ত্রাংশ আছে যেমন প্রসেসর বা ভিডিও কার্ড কম্পিউটার পরিচালনায় বা কম্পিউটারের পারফর্মেন্স এর পিছনে মুল ভুমিকা রাখে। প্রথম দিকে এই যন্ত্রাংশ গুলো সম্পর্কে পরিস্কার ধারনা না থাকার কারনে হয়তো অনেকেই আগেই বেশি দাম দিকে খুব চকচকে লাইট লাগানো কম্পিউটার কেস কিনে ফেলেন ফলে পরবর্তীতে মূল যন্ত্রাংশ গুলোর পিছনে কম খরচ করতে বাধ্য হতে হয়। যেমন ধরেন আপনি যদি গেমিং কম্পিউটার বানাতে চান তাহলে আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ভিডিও কার্ডের উপরে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, মেমোরি, স্টোরেজ ইত্যাদি গুলোর উপরে খেয়াল করতে হবে। তাই কম্পিউটারের বাহিরের সৌন্দর্যের থেকে যে যন্ত্রাংশ গুলো কম্পিউটার পরিচালনায় মূল ভুমিকা রাখে সেইগুলোর প্রতি আগে নজর দেয়া জরুরি।
একে অপরের অনুপযুক্ত যন্ত্রাংশ কেনা
আরেকটি সাধারন ভুল প্রথমবার কম্পিউটার কেনার সময় হয়ে থাকে সেটা হচ্ছে এমন কিছু যন্ত্রাংশ কেনা যেটা আরেকটার সাথে সংগতিপূর্ণ নয়। যেমন ধরেন আপনি ইন্টেল এর প্রসেসর কিনলেন কিন্তু তার সাথে ভুল করে AMD এর মাদারবোর্ড কিনে ফেললেন। অথবা আপনি ইন্টেল এর প্রসেসরের সাথে ভুল মাদারবোর্ডের সকেট কিনে ফেললেন। যেমন ধরেন ইন্টেলের i7-7700K CPU শুধুমাত্র LGA 1151 সকেট মাদারবোর্ডের সাথে কাজ করে। কিন্তু আপনি যদি তার বদলে LGA 1150 মাদারবোর্ড কেনেন তাহলে এই দুইটি একসাথে কাজ করবেনা। আবার যেই মাদারবোর্ড DDR4 মেমোরি সাপোর্ট করে তার জন্য DDR3 মেমোরি কিনলে সেটাও ভুল হবে। আবার কম্পিউটারের কেসের ভিতরে ভালমত বসানো যাচ্ছে না এমন যন্ত্রাংশ অনেক সময় কেনা হয়ে যায়। যেমন বড় আকারের গ্রাফিক্স কার্ড অথবা মাদারবোর্ড কিনলে সেটা কেসের মধ্যে বসানো যাবে না।
মনিটরের সাথে অসামঞ্জস্যপূর্ণ গ্রাফিক্স কার্ড
অনেকেই মনিটরের সাথে গ্রাফিক্স কার্ডের সামঞ্জস্যতাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না। তবে যারা কম্পিউটারে গেম খেলতে অভ্যস্ত অথবা যারা মূলত গেমিং কম্পিউটার বানাতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটি ভাল মানের গ্রাফিক্স কার্ডের সাথে সাধারন 1080 P এর মনিটর চালান অথবা একটি সাধারন মানের গ্রাফিক্স কার্ডের সাথে 1440 P, 4K অথবা উচ্চ Refrsh rate ক্ষমতা সম্পন্ন মনিটর চালান, তাহলে এই দুই ক্ষেত্রেই আপনি ভাল ফল পাবেন না।
উদাহরণ হিসেবে আমরা ধরি, আপনি যদি GTX 1070, 1080 অথবা 1080 Ti এর মত উচ্চ মানের গ্রাফিক্স কার্ড একটি সাধারন 1080p মনিটরের সাথে চালান সেক্ষেত্রে GPU (Graphics Processing Unit) টি পুরোপুরি মাত্রায় ব্যবহার হবে না যার ফলে আপনার গেম খেলার উপরে এর প্রভাব পড়বে। এই ক্ষেত্রে আপনি কিছুটা কম মানের GTX 1060 অথবা RX 480 গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন। তবে আপনার যদি অদূর ভবিষ্যতে ভাল মনিটর কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি ভাল মনিটরের সাথে খারাপ গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন সেটার অবস্থা আরও খারাপ হবে। কারন যত ভাল মনিটর হবে সেটা তত বেশি GPU (Graphics Processing Unit) ব্যবহার করবে। তার ফলে কম দামের গ্রাফিক্স কার্ড মনিটরের চাহিদা পূরণ করতে পারবেনা। তাই দুইটার মধ্যে সামঞ্জস্য না রাখলে আপনি ভাল ভাবে গেম খেলতে পারবেন না।
USB 3.0 পোর্ট
আপনি যদি আপনার বাজেটের মধ্যে একটি সুন্দর কম্পিউটার তৈরি করতে চান তাহলে আপনার কম্পিউটার কেস ও মাদারবোর্ডে USB 3.0 পোর্ট আছে কিনা সেটাও দেখে নিন। অনেকসময় দেখা যায় কম্পিউটারের কেসে সামনের দিকে USB 3.0 পোর্ট আছে কিন্তু মাদারবোর্ডে USB 3.0 এর মাথা নেয়। তাহলে আপনার কম্পিউটারের কেসে USB 3.0 টা কোন কাজেই আসবেনা। সেক্ষেত্রে আপনি মাদারবোর্ড ফেরত না দিয়ে USB 3.0 পোর্ট কে USB 2.0 তে পরিবর্তন করার জন্য এডাপটার ব্যবহার করতে পারেন। তবে তখন আপনার USB 3.0 পোর্টটি USB 2.0 এর মত কাজ করবে। যদিও এটা কোন বড় সমস্যা না। তবে আপনি যদি কম্পিউটারের সব যন্ত্রাংশ ভাল দাম দিয়ে কেনেন তবে আপনার মাদারবোর্ড ও কেসে USB 3.0 পোর্ট থাকার কথা।
প্রথমবার বার কম্পিউটার কেনার সময় ছোটখাটো ভুল হওয়া খুব স্বাভাবিক। আশা করি এই সাধারন ভুলগুলো এখন আপনারা এড়িয়ে যেতে পারবেন।
অনলাইনে কম্পিউটার কিনতে অথবা দাম যাচাই করতে ভিসিট করতে পারেন এখানে - https://www.startech.com.bd/desktops
আমি ফাহাদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I would like to add that i have brought a student pc at only
9900 taka for my daughter from bdstall. I think it is very good introduction to computers for a student.
Sometimes i also use it for general purposes and i find its performance very impressive. You can check the student pc from bdstall website.