আপনার কম্পিউটার হার্ড ডিস্কে জায়গা কম, কিংবা আপনি ভাবছেন নতুন একটি হার্ড ডিস্ক দরকার। তাহলে এখনই আপনি কম্পিউটার হার্ড ডিস্ককে ১ টেরাবাইট করে নিতে পারেন ভার্চ্যুয়াল হার্ড ডিস্কের মাধ্যমে, যা আপনাকে আপনার কম্পিউটারে সংযুক্ত হার্ড ডিস্কের মতো ডিস্ক পার্টিশন, ফাইল ম্যানেজমেন্ট সুযোগ-সুবিধা দেবে। সেখানে আপনি ফোল্ডার ব্যবহার করতে পারবেন, যেকোনো জরুরি ফাইল/ডকুমেন্ট রাখতে পারবেন।
২০০৩ সালে সর্বপ্রথম কানেক্টিক্স কর্পোরেশন এই ভার্চ্যুয়াল হার্ড ডিস্ক তৈরি করে ভার্চ্যুয়াল পিসি প্রোডাক্ট হিসেবে, যা মাইক্রোসফট ভার্চ্যুয়াল পিসি নামে পরিচিত।
এখন তাহলে আমরা কীভাবে এই ফ্রি ১ টেরাবাইট ভার্চ্যুয়াল হার্ড ডিস্ক তৈরি করব, সে সম্পর্কে জেনে নেই।
-> আপনার কম্পিউটারের My computer-এর ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশন ক্লিক করে Computer management ওপেন করুন।
-> এরপর Disk Management select করে ওপেন করুন।
-> এরপর Action মেন্যু থেকে Create VHD ক্লিক করে ওপেন করুন। Create & Attach Virtual Hard Disk নামক একটা বক্স ওপেন হবে।
-> এরপর Create & Attach Virtual Hard Disk বক্স থেকে browse সিলেক্ট করে আপনার উইন্ডোজ যে ড্রাইভ আছে সেটি বাদে অন্য যেকোনো ড্রাইভে গিয়ে 1tb বা 1 terabyte লিখে save করুন।
-> এরপর virtual Hard disk size ঘরে ড্রপ ডাউন মেন্যু থেকে TB select করে 1 লিখুন।
-> এরপর Virtual Hard Disk type অপশন Dynamically Expanding select করে ক্লিক করে ok ক্লিক করুন।
-> এরপর Disk Management open করলে দেখতে পাবেন Disk 1 নাম একটা নতুন 1024 GB হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। .
-> Disk 1-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে initialize Disk ক্লিক করুন।
-> Initialize Disk নামে একটা বক্স আসবে, সেখান থেকে MBR (Master Boot Record) অপশন সিলেক্ট করে ok ক্লিক করুন।
-> এরপর Disk 1-এর পাশে 1024.00GB Unallocated box-এর ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করে New Simple volume সিলেক্ট করুন।
-> New simple Volume wizard বক্স আসবে, next ক্লিক করুন।
-> Assign Drive or path বক্স আসবে, next ক্লিক করুন।
-> Format partition box আসবে, সেখানে volume labele "New Volume" লেখা যেখানে, সেখানে আপনার হার্ড ডিস্কের আপনি যে নাম দিতে চান, সেটি লিখে next ক্লিক করুন।
-> এরপর Completing the new simple volume wizard নামক বক্স আসবে, Finish ক্লিক করুন।
-> এখন 1 মিনিট পরে নতুন হার্ড ডিস্ক formatting হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাবেন This pc/My computer ক্লিক করলে, আপনার নতুন হার্ড ডিস্কটি দেখাবে, 0.99TB Size
-> Computer Shut down দেওয়ার পরে এই হার্ড ডিস্ক ওপেন করতে, আপনি প্রথমে যে ড্রাইভ Vritual hard disk সেভ করেছেন সেই ড্রাইভ ওপেন করে আপনি এটা খুঁজে পাবেন 1tb বা 1 terabyte নাম drive দেখাবে।
virtual Hard disk শুধু windows 7, windows 8, windows 10 version, যারা ব্যবহার করেন, শুধু তারা ব্যবহার করতে পারবেন। নতুন হার্ড ডিস্কে আপনি অন্য ড্রাইভের মতো ব্যবহার করতে পারবেন।
আমি তারেক বিন ওমর। CEO, EasyTech IT, Savar,Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেকনোলজির ফেরিয়ালা ।নতুন নতুন জিনিস শিখতে এবং শিখাতে আমার খুব ভালো লাগে।প্রত্যেকের মধ্যে রয়েছে সুপ্ত প্রভিভা তা সামান্য কিছু পরিচর্চার মাধ্যমে বিকশিত হয়। টেকটিউনস তেমনি একটা প্লাটফম যা রক্ষানাবেক্ষন করে সেই প্রতিভার বিকাশ ঘটায়।আশা করি আমি আপনাদের সেই প্রচেষ্টার সামান্য কিছু আপনাদের দিতে পারব।-আল্লাহ হাফেজ
ধন্যবাদ,কিন্তু VHD ফাইলের সাইজ অটোমেটিক্যালি ইনক্রিজ হচ্ছে।
আমি ১ টেরা বাইট ডাটা VHD রাখতে চাইলে আমার মূল হার্ডডিস্কে সমপরিমান জায়গা থাকতে হবে। 🙁
এই অসুবিদা না থাকলে হয়তো আর কেউ নতুন হার্ডডিস্ক কিনতোই না :v