কাছে এবং দুরে দেশে কিংবা বিদেশে যে বা যারা মনিটরের সামনে বসে এই টিউনটি পড়ছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমার এই টিউনটি শুধু ডেক্সটপ কম্পিউটার ব্যাবহারকারিদের জন্য। সুতরাং যারা ল্যাপি নিয়ে বসেছেন তারা এই মুহুর্তে পদত্যাগ করুন। সেইসাথে যারা কট্টোর টেকি মস্তিস্ক বিশিষ্ট তারা আমার এই টিউনটি পড়ে মহা বিরক্ত হবেন। সুতরাং অযথা সময় নষ্ট না করে ব্যাকগিয়ারে যান।
এবার যারা আমার সাথেই থাকবেন তারা দেখুন আপনার সিপিইউ কেসিংটি এই ডিজাইনের কিনা। অর্থাৎ সিডিরম ঢোকানোর জন্য উপরে যে স্পেস থাকে তা চার/তিনটি আছে কিনা। আমারটিতে চারটি সিডিরম লাগানোর জায়গা আছে। এরমধ্যে একটিতে ডিভিডিরম লাগানো আছে এবং বাকীগুলো ফাঁকা। আমরা এই ফাঁকা তিনটি স্থানে একটি ড্রয়ার তৈরি করবো।
সিডিরমটি সাধারনত উপরে লাগানো থাকে।। এটাকে পদচ্যুত করে নিচে নিয়ে আসুন। উপরের অংশটি পুরো ফাঁকা করে ফেলুন।
এবার বাজার থেকে প্লাউড এবং কাঁটা কিনতে হবে। একটি রুলার নিয়ে দৈর্ঘ প্রস্থ গুলো মেপে নিন। আমারটার মাপ নিম্নরুপ :
১। তল- ৯"/৫.৫"
২। সাইড- ৯"/৪.৫"
৩। সামনে এবং পিছনে- ৫.২"/৪.৫"
লক্ষনীয় যে সাইড তৈরি করার সময় আপনার মাদারবোর্ডটির অবস্থান খেয়াল করুন সেটা কত ইঞ্চি দুরত্বে অবস্থান করছে। নাহলে ড্রয়ারটি এখানে সংঘর্ষ করতে পারে। আমারটি ৯" দুরে আছে। আপনার মাদারবোর্ড/কেসিং এর মাপ কমবেশি হতে পারে।
তাহলে আপনার লাগছে ৯"/১৯" একটুকরা প্লাইউড বোর্ড। আপনি এটা কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনার ব্যাপার। এখন কাটার পালা । স্কেল ফেলে সুন্দর করে দাগ দিয়ে হ্যাকস দিয়ে কেটে ফেলুন। হ্যাকস না থাকলে দশ টাকার মামলা। এবার কাঁটাগুলো (হাফইঞ্জি ম্যাক্সিমাম। পারলে জুতোর গুলো ম্যানেজ করুন। ২টাকায় অনেকগুলো পাবেন) যেটা তল সেটার চারপাশে এমনিতেই লাগিয়ে দিন তারপর আমার ডিজাইনে বাকী কাজ সারুন।
এবার বাজার থেকে বাচ্চাদের প্লাস্টিকের যে স্লেটগুলো পাওয়া যায় সেগুলো একটা কিনে আনেন। আমি ধরেই নিয়েছি আপনার সিপিইউটি কালো রঙের। সেটাকে আপনার ড্রয়ারের সামনের মাপে সুন্দর করে কেটে নিন। চারিদিকে কাঁটা দিয়ে আটকান। এবার দেখুন আপনার সিপিইউএর সাথে কি সুন্দর ম্যাচিং করে।
আপনি এখানে স্লেট না ব্যাবহার করে আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ওয়ালপেপার বা অন্য কিছুও লাগাতে পারেন। সেটা আপনার (বৌয়ের 😀 ) খুশি। আমি আমার ড্রয়ারের সামনে প্লাইউড ব্যবহার না করে কাঠ লাগিয়েছি। এর সাথে একটি গোল ফুটো দেখতে পাচ্ছেন সেখানে একটি তালা লাগানোর দুশ্চিন্তা আছে। আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কাঠ লাগাতে হবে। এইবার একটি সুদৃশ্য হ্যান্ডেল লাগিয়ে ফেলুন।
মনে করুন আপনি ব্যার্থ হলেন। (আমার বুঝে আসেনা এই সামান্য কাজে কিভাবে ব্যার্থ হন) তাহলে সিপিইউটি আবার রিষ্টোর ফ্যাক্টরি সেটিং করে দিন। আর সফল হলে সবাইকে তাক লাগিয়ে দিন। কারন আপনি যখন আচমকা কম্পিউটার থেকে বিস্কুট বের করবেন তখন কারোও দাঁতকপাটি লাগতেই পারে। দাঁতকপাটি সারাতে বাটখারা ব্যবহার করুন।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
হেউহেউহেউহেউ……..। মজা পাইলুম …..