শুধু গুরুত্বপুর্ন ফাইল কেন? কম্পিউটারে লুকিয়ে রাখুন যে কোন জিনিস এমনকি বিষ্কুট চানাচুরও

কাছে এবং দুরে দেশে কিংবা বিদেশে যে বা যারা মনিটরের সামনে বসে এই টিউনটি পড়ছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমার এই টিউনটি শুধু ডেক্সটপ কম্পিউটার ব্যাবহারকারিদের জন্য। সুতরাং যারা ল্যাপি নিয়ে বসেছেন তারা এই মুহুর্তে পদত্যাগ করুন। সেইসাথে যারা কট্টোর টেকি মস্তিস্ক বিশিষ্ট তারা আমার এই টিউনটি পড়ে মহা বিরক্ত হবেন। সুতরাং অযথা সময় নষ্ট না করে ব্যাকগিয়ারে যান।

এবার যারা আমার সাথেই থাকবেন তারা দেখুন আপনার সিপিইউ কেসিংটি এই ডিজাইনের কিনা। অর্থাৎ সিডিরম ঢোকানোর জন্য উপরে যে স্পেস থাকে তা চার/তিনটি আছে কিনা। আমারটিতে চারটি সিডিরম লাগানোর জায়গা আছে। এরমধ্যে একটিতে ডিভিডিরম লাগানো আছে এবং বাকীগুলো ফাঁকা। আমরা এই ফাঁকা তিনটি স্থানে একটি ড্রয়ার তৈরি করবো।

সিডিরমটি সাধারনত উপরে লাগানো থাকে।। এটাকে পদচ্যুত করে নিচে নিয়ে আসুন। উপরের অংশটি পুরো ফাঁকা করে ফেলুন।

এবার বাজার থেকে প্লাউড এবং কাঁটা কিনতে হবে। একটি রুলার নিয়ে দৈর্ঘ প্রস্থ গুলো মেপে নিন। আমারটার মাপ নিম্নরুপ :

১। তল- ৯"/৫.৫"

২। সাইড- ৯"/৪.৫"

৩। সামনে এবং পিছনে- ৫.২"/৪.৫"

লক্ষনীয় যে সাইড তৈরি করার সময় আপনার মাদারবোর্ডটির অবস্থান খেয়াল করুন সেটা কত ইঞ্চি দুরত্বে অবস্থান করছে। নাহলে ড্রয়ারটি এখানে সংঘর্ষ করতে পারে। আমারটি ৯" দুরে আছে। আপনার মাদারবোর্ড/কেসিং এর মাপ কমবেশি হতে পারে।

তাহলে আপনার লাগছে ৯"/১৯" একটুকরা প্লাইউড বোর্ড। আপনি এটা কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনার ব্যাপার। এখন কাটার পালা । স্কেল ফেলে সুন্দর করে দাগ দিয়ে হ্যাকস দিয়ে কেটে ফেলুন। হ্যাকস না থাকলে দশ টাকার মামলা। এবার কাঁটাগুলো (হাফইঞ্জি ম্যাক্সিমাম। পারলে জুতোর গুলো ম্যানেজ করুন। ২টাকায় অনেকগুলো পাবেন) যেটা তল সেটার চারপাশে এমনিতেই লাগিয়ে দিন তারপর আমার ডিজাইনে বাকী কাজ সারুন।

এবার বাজার থেকে বাচ্চাদের প্লাস্টিকের যে স্লেটগুলো পাওয়া যায় সেগুলো একটা কিনে আনেন। আমি ধরেই নিয়েছি আপনার সিপিইউটি কালো রঙের। সেটাকে আপনার ড্রয়ারের সামনের মাপে সুন্দর করে কেটে নিন। চারিদিকে কাঁটা দিয়ে আটকান। এবার দেখুন আপনার সিপিইউএর সাথে কি সুন্দর ম্যাচিং করে।

আপনি এখানে স্লেট না ব্যাবহার করে আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ওয়ালপেপার বা অন্য কিছুও লাগাতে পারেন। সেটা আপনার (বৌয়ের 😀 ) খুশি। আমি আমার ড্রয়ারের সামনে প্লাইউড ব্যবহার না করে কাঠ লাগিয়েছি। এর সাথে একটি গোল ফুটো দেখতে পাচ্ছেন সেখানে একটি তালা লাগানোর দুশ্চিন্তা আছে। আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কাঠ লাগাতে হবে। এইবার একটি সুদৃশ্য হ্যান্ডেল লাগিয়ে ফেলুন।

মনে করুন আপনি ব্যার্থ হলেন। (আমার বুঝে আসেনা এই সামান্য কাজে কিভাবে ব্যার্থ হন) তাহলে সিপিইউটি আবার রিষ্টোর ফ্যাক্টরি সেটিং করে দিন। আর সফল হলে সবাইকে তাক লাগিয়ে দিন। কারন আপনি যখন আচমকা কম্পিউটার থেকে বিস্কুট বের করবেন তখন কারোও দাঁতকপাটি লাগতেই পারে। দাঁতকপাটি সারাতে বাটখারা ব্যবহার করুন।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হেউহেউহেউহেউ……..। মজা পাইলুম …..

ame kicu paini

Not bad viaya. But I have laptop. So….

    আপনি মন্তব্য পর্যন্ত করলেন। আপনার সাহস তো কম না। আগেই বলা ছিল যাদের ল্যাপ তোশগ ( 😛 ) আছে তারা দূরে থাকতে। আমার নেই 🙁

    ?জাকির ভাই চামে আপনিও মন্তব্য করলেন 😀

    বিস্কুট চানাচুরের সাথে একটা এন্টিভাইরাসের সিডি রাখতে ভুলবেন না!!! নইলে ভাইরাসে চুরি করে বিস্কুট চানাচুর খেয়ে ফেলতে পারে!!!
    টিপস বাবদ আমার জন্য কিছু বিস্কুট চানাচুর ইমেল করে দেন!!!

moja pailam goooo .. 😀 amar Lapi nd Dapi duitai asey 😀

খিক খিক খিক.. কাজে লাগাইতে হইব তো… 🙂

    সব বিষ্কুট লুকাইয়েন না ভাইয়া। 😛

kaaam na thakle manush kotto kisu kore!
eto tuku time use kore apni onno kisu korte parten!
ami joto dur jani apni onnek gani manush

    হাঁ ভাই গিয়ানি!!?? 😉 মানুষ!!!

Ai system kora বিস্কুট,চানাচুর rakhla tar por piprar hat thaka pc ka bachaba

    পিপড়ার আগেই সব বিষ্কুট খেয়ে ফেলুন।
    😛 (আমাকে ভাগ দিতে ভুলবেন না) 😛

hi..

আপনার চিন্তা ভাবনার তারিফ করতে হয়। এই টিউন পড়লে আমার নানী নিশ্চয় একটা ডেক্সটপ কিনে ফেলবেন। উনার আবার এইসবের দরকার বেশি পড়ে। :p

    টিউনটি নির্বাচিত হোক। 😀

    আমার টিউনটি আমার নানীর পড়ার সম্ভাবনা নাই। 😛 আমি এখনও উনার প্রাচীন কালের বয়াম থেকে সমানে বিষ্কুট/চানাচুর ছিনতাই করি। 🙁

ইদুরের বাসস্থান।হহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহাহহহহহহহহহহহহহহাআআআআআআআআআআআআ

    আগেই খেয়ে ফেলুন নাআআআআআআআআআআআআআআআআআ।

ভাইরে আসলেই আপুনি এক্কান জিনিস।

মজার তো। আমার সামনে দিয়ে এত মজার একটি জিনিস বেরিয়ে যাবে, তা আমি হতে দিব না। একদিন চেষ্টা করে দেখব। ধন্যবাদ মারুপ ভাইকে।

    হা:হা:হে:হে:। শুভকামনা রইল। 🙁

চলরে ভাই চল…………..এগিয়ে চল…………………….”চল চল চল..উদ্ধ গগনে বাজে মাদল”

    নিম্নে আমরা বেকুবের দল
    কম্পুর ভেতরে পিপড়ার ঢল
    চল চল চল 😛

    কোবতে জটিল হইছে 🙂

মারুফ ভাই : এতেই বুঝা যায়- আপনি আপনার এই অ (বাস্তব) আইডিয়াটা আপনার হবু বউ (স্ত্রী)-এর নিকট থেকে নিয়ে করেছেন। আর একটি কথা : চল চল উর্দ্ধ গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল- ষষ্টি তলায় চল। চালিয়ে যান- ভাল লাগল? বাম্পার ধন্যবাদ।

    ভাইজান ষষ্ঠীতলায় তো আপনার বউ। আর আমার হতভাগা কপালে এখনও এই ধরনের বউ জোটে নাই। 😛

অবাক না হয়ে পারলাম না । দারুন!

    যা দেখি তাতেই অবাক হই। সিঙ্গারার ভিতরে আলু গেলো কিভাবে? এখানেও অবাক হই।

মারুফ ভাই বেশ মজার মানুষ বুঝা যাচ্ছে আপনার টিউন দেখে 😀 😀

হা হা
হাসতে হাসতে শেষ। চিন্তা করছিলাম মারুফ ভাইকে কোনভাবে কম্পিউটারে ঢোকানো যায় কিনা। 😛

    আগে এন্টিভাইরাস আনইনষ্টল করেন 😀

আমিও না হেসে আর পারলাম না- হা – হা- হা- হা “হা সা ন” যোবায়ের (আল ফাতাহ্‌) : মারুফ ভাই তো একটু হলেও আপনার চাইতে সাইজে বড় হবে। নিজেকে নিয়ে একটু চিন্তা করতে পারেন কম্পিউটারে ঢুকে যাওয়ার। ধন্যবাদ।

    আমিও এইটাই কচ্ছিলাম 🙁

Level New

না হেসে পারলাম না।

    হাসাহাসি স্বাস্থের জন্য উপকারী। 😛

বাহ বাহ, দারুন… হাসিতে হাসিতে গড়াইতেছি… আপনার কাছে এরকম টিউন আরো আশা করছি, এতে আমার ওজন একটু হলেও কমবে [হাসতে হাসতে] 😉

    তোমারতো একটা গতি হলো। আমিতো ভাই ওজন বাড়ানোর পদ্ধতি খুজছি। ;( 😉

commedy tune i ever read 🙂

অেনক বুিদ্ধ

মজা পাইলাম 😀

আক্কেল গুড়ুম :D:D:D:D

হা…হা ।ভাল বুদ্ধি।মুড়ি বা বিস্কুট নরম হয়ে গেলে কম্পিউটারের তাপে তা শুকিয়ে যাবে। 😀

    নরম হবার আগেই সব বিস্কুট খেয়ে ফেলুন।
    (আমিও একটা পার্সেন্টেজ পাই) 😛

আসলেই দারুন মজার জিনিস!!!! টাইটেল দেখেই তো মজা পাচ্ছিলাম।

Level 0

ভাই সব কিছুর ভিতর আমি ক্যান (তারিফ)?তবে ভাই আমার ঝাল জিনিস যেমন গরম পুরি কিংবা গরম মোগলাই।এগুলো টাটকা মানে গরম রাখার ব্যবস্থা করার উপায় কী !!!

    ভাইজান আপনার ঝাল জিনিস যেমন গরম পুরি কিংবা গরম মোগলাই এগুলো আমার কাছে আমানত রাখতে পারেন নিশ্চিন্তে। 😛

Level 0

নিয়মিত হাসতে চাই । নিয়মিত এমন Tune চাই ।
Tune টা যেমন যোশ, Comment গুলোও যোশ ।
Tune টি মননিত হোক ।

”মননিত হোক”
”মননিত হোক”
”মননিত হোক”

    নিয়মিত হাসতে থাকুন। আমার পক্ষ থেকে কোন সমস্যা নাই । তবে আপনার অভিভাবক টাইপের কেউ যদি আপনাকে হেমায়েতপুরে থাকাখাওয়ার ব্যবস্থা করে দেন তবে বিষয়টি কিঞ্চিত ভাবনার।

কত কিছু যে জানার আছে। তবে খুব মজায় পেলাম হা হা………… 🙂

    হা ভাই জানার কোন শেষ নাই।

মারুফ ভাই: যেভাবে আপনি কম্পউটারের কেসিংকে বিস্কুট ও চানাচুর রাখার পদ্ধতি দেখাচ্ছেন – মনে হয় আপনার বিরুদ্ধে কেসিং কোম্পানি আপনার বিরুদ্ধে শীঘ্রই আর্ন্তজাতিক আদালতে পাইরেসি কেসিং এর চেহারা বিকৃতি ঘটানোর জন্য মামলা করতে পারে। অবশ্যই মামলা করলে এই সুযোগে আপনার আমেরিকা ঘুরাও হতে পারে। ধন্যবাদ- হা হা হা হা হা হা হা হা হা হা হা -হা হা হা হা হা হা হা হা হা হা হা হা-হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা-হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা।____________________ xxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxx

    মামলা নয় বরং পেটেন্ট এর জন্য আবেদন করবো বলে ভাবছি। কারন যে কেউ আমার আইডিয়া চুরি করে এটা বাজারজাত করতে পারে। জব্বার কাগুর মতো। 😉

সত্যিই মজা পেলাম! তবে আমার মনেহয়, টেকনিক্যালি এরকিছু খারাপ দিক থাকতে পারে বলে কেসিং কোম্পানীগুলো এরকম প্রোডক্ট বানাতে আগ্রহী নয়। পারটেক্স বা প্লাইউড জৈব ও দাহ্য পদার্থ। এটি সিপিইউ এর থার্মাল কন্ডিশনের ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া আপনার রাখা বিস্কুট, চানাচুরে এর সন্ধানে পোকামাকড় পিসির ভেতরে চলে আসতে পারে এবং শর্ট সার্কিট তৈরী করতে পারে। দাহ্য বলে কোনো উৎস থেকে আগুন ধরার সম্ভাবনা একবারেই উড়িয়ে দিতে পারিনা। কেসিং কে নির্দিষ্ট বিধিমালা ও কোয়ালিটি মেইনটেইন করে মেনে বানানো হয়, আমি সেটি ঠিক রাখার ব্যাপারেই একমত।

    আপনার জন্য প্রথমেই নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল। কিন্তু আপনি ব্যকগিয়ারে না গিয়ে আবার কমেন্টও করে ফেললেন। অন্তত আমি এর মধ্যে মোটেও বিস্কুট চানাচুর রাখিনা। এখানে আমার ওয়েবক্যাম, পেনড্রাইভ, মডেমসহ কম্পিউটারের গুরুত্বগুর্ন জিনিসপত্র থাকে। আর কোম্পানী যদি এটা বানাতে চায় তবে পারটেক্স দিবে কেন? তারাতো ষ্টীল দিয়েই আরোও হাজারগুন উন্নত করে এটা বানাতে পারে।
    ( 😛 তাদের মাথা থেকে বের হলেতো 😛 )

টিউনটির শিরোনামে আর একটু ADD করা লাগতৌ। “হাসতৌ হবে কিন্তু !”

    পরামর্শের জন্য থ্যাংকুউউউউউউউউউউউউউউউউউউউউউ

Level 0

ভাই…এটা কি দেখালেন? এটা তে তো চানাচুর রাখা জাবেনা।এটা তে থাকবে মাকড়সা এবং কিছু তেলাপোকা

    খারাপ কি? রোষ্ট বানিয়ে নিন। আর চানাচুর যদি না রাখাই যায় তবে আমরা আছি কিজন্য? চানাচুর গুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা হেফাজত করবো 🙂

ভাই আপনার টিউন দেইখা আমার ক্যাতুক্যাতু লাগতাছে .শিগগির আমার লগে দ্যাহা করেন ভাই. . . . . . .নইলে কিন্তু খবোর আছে .

    বিস্কুট চানাচুরকি প্রস্তুত?

মারুফ ভাই: আপনি বলেছেন “চানাচুর গুলো আমাদের কাছে পাঠিয়ে দিন > আমরা হেফাজত করবো”- ভাই শেয়ালের কাছে মুরগি রাখলে কি আর হেফাজতে থাকে?

    খুবই জটিল কথা বলেছেন 😛

আপনার বুদ্ধির আরও একটু আপডেট করে ড্রয়ারে সিডি রাথতে পারেন তখন নামে একটু পরিবর্তন হবে সিডি রম নয় সিডিস্টো হয়ে যাবে। নাম টি ভাল না লাগলে বলবেন আরও চয়েস আছে।

    বলতে থাকুন। আমি ততক্ষনে বিস্কুটগুলো শেষ করি। 😛

আসলেই ধারুন টেকি পোস্ট। ভালো বুদ্ধি। আমার ডেক্সটপ এখন পারিবারিক যাদুঘরে দেখি ল্যাপিরে নাড়ায়ে চাড়ায়ে। যদি কোন ফাকফোকড় পাই। হি হি হি হি।

    Level 0

    ভাই, আমার Laptop এ কিন্তু আমি একটা ফাক পাইছি: SD Card ফাক । আমার মাথায়তো ভাই আর বুদ্ধি আসছেনা । মারুফ ভাইকি এবার Laptop এর SD Card ফাক নিয়ে একটা Tune করবেন ?

    আইডিয়া একটা আছে। কিন্তু আমার ল্যাপটপে আরোও কিছুদিন ওয়ারেন্টি আছে। 🙂 সুতরাং এর মধ্যে খোলাখুলির ঝালেমায় যাবনা। ওয়ারেন্টি শেষ হলেই ল্যাপটপকে একেবারে হেলিকপ্টার বানিয়ে ফেলার অপ!!চিন্তা আছে। 😀

ওরে বুদ্ধিরে !! আমি কালকেই আমার ল্যাপি ফেলে দিয়ে একটা ডেক্সটপ কিনব, শুধু মাত্র এই (কু)বুদ্ধি-টি কাজে লাগানর জন্য।

আচ্ছা, এখানে কনো লক সিস্টেম করা যায়না ??

    ভাইজান ফেলে না দিয়ে সেটা আমাদের জন্য উৎসর্গ করদেও পারেন 😀
    লক সিষ্টেমের কথা টিউনটির শেষ অংশে বলা আছে। ৫০-১০০টাকায় ড্রয়ারের তালাগুলো পাওয়া যায়।

ভাই আমি হাসতে হাসতে শ্যাষ……… চিন্তা করতাছি এই কারনে মারুফ ভাইর বিরুদ্ধে একটি পিটিশন করতে হাইকোর্টে যামু। ক্ষতিপুরণ মামলা করমু কলাম….

    ভাইজান আপনি কি হাসতে হাসতে পুরোপুরি শ্যাষ হই গ্যাছেন? মামলাটা না করলে হয়না? 😀

হুম,একবার চেষ্টা করব নিশ্চয়।
ভাল একটা কিছু মনে করিয়ে দিলেন,
আসলেই কাজটা করলে খারাপ হয়না।
ধন্যবাদ মারুফ ভাই আইডিয়াটার জন্য।

    চেষ্টা করে দেখুন। ধন্যবাদ আপনাকে।

মারুফ ভাই আইডিয়াটা এমনি দারুন হল, যারা কম্পিউটারে কাজ করতে করতে পটের খবর থাকেনা তাদের জন্য অসময়ের আশির্বাদ।

Level New

this is a hide box. you are big invator. you can do anything.
thank u.

    হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমম। Thanks

এক বছর চার মাস পর কমেন্ট করছি কারণ টিউনটা জটিল । তবে একটা অভিযোগ আছে এমন টিউন আর নাই কেন ।

amr pc te dvd rom 1ta. so ami ki eta korte parbo? r amr korar jonno ki korte hobe?/