অনেকদিন পর আবার ফিরে এলাম আমার মোবাইল সার্ভিসিং বিষয়ক লেখায়। এর মাঝে বেশ কয়েকদিন অফলাইনে ছিলাম (নেট ছিলোনা) । আমাদের গ্রাম নেটওয়ার্কের যে অবস্থা মাঝে মাঝে বিরক্ত হয়ে মনে করি আর নেটই ইউজ করবনা। আবার নেট ছাড়া থাকতেও পারছিনা। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিনা, কোন পরিচয় নাই আবার মনে হচ্ছে সবাই সবার কত আপন। আমাদের আন্তরিকতার প্রতিফলন ঘটলো গতকাল হয়ে যাওয়া টেকটিউনস মিটআপে। এই টিউনটি ঢাকায় বসেই লিখছি। তবে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব সম্ভবত ট্রেনে বসে। আমি বেকায়দায় না পড়লে বাসে চড়িনা। মাথা ঘোরার অভ্যাস আছে। বাড়ী থেকে দুই আড়াইশ কি:মির মধ্যে হলে মোটরসাইকেলেই ট্যুর করি। আমাদের পাশের জেলাগুলো যেমন নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ইত্যাদি আমি মোটরসাইকেলেই যাতায়াত করি। আর রাজশাহীতো সপ্তায় দুইবার হয়ে যায়। যাহোক অনেক বকবক করলাম। নিজের বকবকানিতে আমি নিজেই মুগ্ধ। এবার মুল কথায় আসা যাক।
আমি আজকে লিখবো মোবাইলের আরেকটি প্রয়োজনীয় ডিভাইস Speaker নিয়ে।
Speaker সম্পর্কে মনে হয় আলাদা করে পরিচয় দেয়ার নাই।
কারন আমাদের সবারই কমপক্ষে একখানা মোবাইল আছে এবং আমরা রিংটোন, গান ইত্যাদি শুনে অভ্যস্ত।
হঠাৎ করেই একদিন দেখলেন আপনার সেটে কোন ধরনের সাউন্ড আসছেনা। হতে পারে সেটা কথার সাউন্ড অথবা রিংটোন বা গান/মিউজিক। অথবা সাউন্ড আসছে কিন্তু কোয়ালিটি অত্যান্ত খারাপ। হয়ত ফাটা ফাটা সাউন্ড বা খুবই আস্তে। যেটাই হোক আপনি সেটা সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে একশ থেকে আড়াইশ/তিনশ টাকা পর্যন্ত খরচ করেন। খরচ করতে আমার আপত্তি নাই। কিন্তু আপনার অন্তত জানা দরকার Speaker কি এটার চেহারা কিরকম, দাম কত, কিভাবে কাজ করে ইত্যাদি। আর মোবাইলের সবচেয়ে সহজ কাজগুলোর একটি হচ্ছে এই Speaker চেঞ্জ করা। আমরা প্রথমে মোবাইলগুলোকে Speaker অনুসারে তিন ভাগে ভাগ করে নিই।
১। শুধুমাত্র একটাই Speaker আছে। একটাতেই রিংটোন, ভয়েস, মিউজিক সবগুলো বাজানো হয়। যেমন নোকিয়া ১১১০।
২। রিংটোন এবং গানের জন্য একটা আর ভয়েসের জন্য আরেকটা মোট দুইটা Speaker আছে। এখনকার ম্যাক্সিমাম সেটেই এই ব্যবস্থা আছে।
৩। ভয়েসের জন্যতো একটা Speaker আছেই। সেইসাথে Stereo সাউন্ড অর্থাৎ দুউ বা ততোধিক Speaker আছে।
আপনাকে আগে নির্ধারন করতে হবে। আপনি কোন ধরনের সাউন্ড শুনতে পাচ্ছেন না। যদি কোন সাউন্ডই না আসে তবে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে ডিসপ্লেতে হেডফোন বা কার ইত্যাদি চিন্থ দেখাচ্ছে কি না। যদি দেখায় তবে আপনার স্পিকার নির্দোষ। এক্ষেত্রে আপনার সেটে যে স্থানে হেডফোন লাগান সেটা ব্রাশ জাতীয় কোন কিছু দিয়ে ভালো ভাবে পরিষ্কার করে দেখুন (সুই দিয়ে খুচিয়ে ভিতরের ময়লা বের করা যায় কিন্তু ব্যাটারি খুলে সাবধানে করতে হবে)। অনেক সময় এখানে প্রচুর পরিমানে ময়লা জমে।
ডিসপ্লেতে কোন কিছু দেখাচ্ছে না? সবকিছু ঠিক আছে? তবে আপনার স্পিকারটা চেক করতেই হয়। মোবাইলটি সাবধানে খুলুন। আমার আগের টিউনগুলো একটু দেখে আসলে খোলা মনে হয় কিছুটা সহজ হবে। এবার দেখুন কোথায় আপনার স্পিকারটি অবস্থান করছে। এখানে বলে রাখা ভালো আপনার সেটে যদি দুইটি স্পিকার থাকে তবে খেয়াল করুন ভয়েস না আসলে সবসময় উপরের আপনি যেখানে কান লাগান সেখানে ছোট সাইজের একটি Speaker পাবেন। আর মিউজিক না আসলে মাদারবোর্ডের উপরে বা নিচে বিভিন্ন স্থানে হতে পারে। এখনকার চায়না সেটগুলোর প্রায় সবগুলো এবং স্যামসাং বা অনান্য সেটেও Speaker গুলো সোল্ডারিং এর মাধ্যমে লাগানো থাকে। আর নোকিয়ার মজা আলাদা। এগুলোতে সাধারনত কোন সোল্ডারিং করা থাকেনা। স্রেফ চেসিস এর মাঝে একটি খাঁজে বসানো থাকে। একপাশ দিয়ে চাড় দিলেই দেখবেন কি সুন্দর হাতে উঠে আসে।
এখন Speaker টি চেক করার পালা। মিটার এর ব্যাবহার জানেন? না জানলে আমি এটা নিয়ে লিখছি অপেক্ষায় থাকুন। আর এখনকার মতো কাজ চালানোর জন্য আপনার মোবাইলের ব্যাটারিটিকেই বেছে নিন। Speaker এর দুইটি লাইন আপনার ব্যাটারির দুই টার্মিনালে লাগিয়ে দেখুন। যদি ঠিক থাকে তবে কর্কশ ধরনের সাউন্ড হবে। একটু কান লাগিয়ে দেখুন। নোকিয়া সেট হলে Speaker এর পিনগুলো এবং মাদারবোর্ডটি একটু ওয়াশ করে আবার Speaker টি লাগিয়ে দিন। কাজ করার কথা (অবশ্য ঠিক থাকলে)। আর অন্য সেট হলে প্রথমে তাতাল দিয়ে সাবধানে Speaker টি খুলে আনুন। এবার মিটারে বা ব্যাটারি টেষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই Speaker টি নষ্ট পাবেন। এটির সাথে মিলিয়ে একটি কিনে আনুন। সফলভাবে সেটে লাগিয়ে এভারেষ্ট জয়ের আননন্দ উপভোগ করুন। 😛
আরেকটি কথা এখানে বলে দেয়া ভালো কিছু কিছু সেট যেমন Motorola c115 এগুলোতে যে রিংগার লাগানো থাকে সেগুলো খুলতে যাবেন না। অভিজ্ঞ এবং এক্সপার্ট লোক ছাড়া এগুলো খোলা বা লাগানো সম্ভব নয়।
আমরা সাধারনত Speaker গুলো কিনি ১২ থেকে ৩০ টাকার মধ্যে। তবে কিছু কিছু স্পিকারের দাম অনেক। যেমন নোকিয়া 7210c। এগুলো আপনার কাছে একশ টাকাও নিতে পারে। আবার কিছু কিছু Speaker তার চেয়েও বেশি। তবে চায়না সেটের সব Speaker ৩০টাকার মধ্যেই পাবেন।
আর যদি কাজ না হয় তবে পুরো মাদারবোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে বাল্ব থেরাপী দিতে পারেন। এতেও যদি কাজ না হয় তবে কি আর করা! 🙁 আমাদেরকেওতো ব্যাবসা করতে হবে।
আজকে আর কিছু লিখবোনা। কাজ সেরে ব্যাগ গুছিয়ে রওনা দিতে হবে। ঢাকা শহরে যত কম থাকা যায় ততই মঙ্গল। ট্রেনে বসে আপনাদের সাথে কথা হবে। আমার নেটবুকের চার্জ ধারন ক্ষমতা অসাধারন!!!!
কিছু গুরুত্বপুর্ন টিপস For Mobile + দুটি সফটওয়ার : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
সকল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
মোবাইল চালু হচ্ছেনা : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
মোবাইলের মাইক্রোফোন : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
মারুফ দা আমি মোবাইল রিপিয়ার সিকচি । তাই আপনার কাছে ওনুরোদ আমাকে মোবাইল রিপিয়ারিং এর বাংলা কিছু ভালো ওয়েব সাইট মেইল করেন তাহলে খুব উপোকার হতো।
ধন্যবাদ ,আমার দরকার হলে আগে আপনি জানবেন।কখন আসছেন রাজশাহীতে।