প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমি গত কিছু দিন ধরে ইংরেজিতে অনেকের পোস্ট এ কমেন্ট করেছি কিন্তু আমি সেটা ইচ্ছে করে নাই আমার কম্পিউটার নষ্ট থাকার কারনে মোবাইল থেকে ব্রাউস করতাম তাই ইংরেজিতে কমেন্ট করেছি । যাক সেই সব কথা এখন কাজের কথায় আসি ।
আপনারা অনেকেই হয়ত ভাবছেন আমার আমার কম্পিউটার নষ্ট ছিল কেন হে আমি এখন আপনাদের সেই কথাই বলব ১ দিন আমি কম্পিউটার এ বসে নেট browse করছি আর পাশাপাশি অন্য কাজ করছি কাজ করতে করতে আমার পিসি টা স্লও হয়ে যায় তখন আমি পিসি টা রিস্টার্ট দেই রিস্টার্ট দেয়ার পর আমার পিসি তা আর চালু হয় না সুধু কাল স্ক্রীন আসে কিন্তু হার্ড ডিস্ক থেকে boot নেয় না তখন আমি বুজতে পারলাম windows এ প্রব্লেম হয়সে নতুন করে windows দিতে হবে তখন আমি মহা চিন্তায় পরলাম কারন আমার ল্যাপটপ এর সিডি রম নষ্ট তখন আমি পেন ড্রাইভ থেকে windows দেবার জন্য TTর কয়েক টা পোস্ট দেখলাম কিন্তু আমার দুর্ভাগ্য আমি পেন ড্রাইভ থেকে windows দিতে পারলাম না তখন আমি আর চিন্তায় পরলাম তারপর ১ দিন ১ জনের কাছে শুনলাম SATA to Usb converter এর কথা কিন্তু সেটা আমাদের এখানে পাওয়া যায় না তাই ঢাকা থেকে আনতে হবে কিন্তু জাকে ঢাকা থেকে আনতে বললাম আসার সময় তার মনে নাই জার ফলে আমার পিসি টা ১২ দিন বন্ধ ছিল সেশ পর্যন্ত আমি নিজে গিয়ে আনলাম এবং তা লাগিয়ে আমার পিসি তে windows দিলাম । যেটার কথা আমি এতখন বললাম এটার নাম R Driver আবার Usb to sata/Ide converter নামেও পরিচিত ।এখন চলুন জেনে কি থাকে এই কনভার্টার এর সাথে
স্ক্রীন শট টি তে আপনারা দেখতে পাবেন
১। sata power cable ২। sata data cable ৩। কনভার্টার ৪। Ac power input cable ৫। এক্সট্রা cd rom বা hard disk এ পাওয়ার দেবার জন্য পাওয়ার সাপ্লাই এই ৫ টি জিনিস আপনি পাবেন একসাথে এবং এটি দিয়ে এক্সট্রা সাটা অথবা IDE HDD বা সিডি rom লাগাতে পারবেন usb পোর্ট এর মাধ্যমে । এটি use এর সবচেয়ে বর সুবিধা হল এটি লাগানুর সাথে সাথেই কম্পিউটার এ পেয়ে যায় কন ড্রাইভার এর দরকার পরেনা । আর উইন্ডোজ দেবার জন্য cd/dvd রম টি লাগিয়ে পাওয়ার অন করে সুধু bios থেকে first boot হিসাবে আপনার লাগানু এক্সট্রা সিডি রম দেখিয়ে দিন তারপর আপনার কম্পিউটার এ উইন্ডোজ কিংবা যে কন OS ইন্সটল দিন আনন্দে । আমি আজ এই ভাবে আমার ল্যাপটপ এ উইন্ডোজ দিয়েছি । তাই আমি চাই কারও জাতে আমার মত দিরঘ দিন কম্পিউটার বন্ধ রাখতে না হয় ।সবাই ভাল থাকেন।
এটির দাম ঢাকা থেকে কিনলে ৩০০/৪০০ টাকা নিতে পারে আমি কিনেছি ভৈরব থেকে ৫৫০ টাকা দিয়ে কারন ঢাকা গেলে আমার আসা যাওয়া ভারাই লাগবে ৩০০ টাকা
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। জেনে নিলাম ভবিষ্যতে হয়ত কাজে লাগতে পারে।