সাটা টু ইউ এস বি কনভার্টার জাদের ল্যাপটপ এর সিডি/ডিভিডি রম নষ্ট তারা ১ বার হলেও দেখে জান

প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমি গত কিছু দিন ধরে ইংরেজিতে অনেকের পোস্ট এ কমেন্ট করেছি কিন্তু আমি সেটা  ইচ্ছে করে নাই আমার কম্পিউটার নষ্ট থাকার কারনে মোবাইল থেকে ব্রাউস করতাম তাই ইংরেজিতে কমেন্ট করেছি । যাক সেই সব কথা এখন কাজের কথায় আসি ।

আপনারা অনেকেই হয়ত ভাবছেন আমার আমার কম্পিউটার নষ্ট ছিল কেন হে আমি এখন আপনাদের সেই কথাই বলব ১ দিন আমি কম্পিউটার এ বসে নেট browse করছি আর পাশাপাশি অন্য কাজ করছি কাজ করতে করতে আমার পিসি টা স্লও হয়ে যায় তখন আমি পিসি টা রিস্টার্ট দেই রিস্টার্ট দেয়ার পর আমার পিসি তা আর চালু হয় না সুধু কাল স্ক্রীন আসে কিন্তু হার্ড ডিস্ক থেকে boot নেয় না তখন আমি বুজতে পারলাম  windows এ প্রব্লেম হয়সে নতুন  করে windows দিতে হবে তখন আমি মহা চিন্তায় পরলাম কারন আমার ল্যাপটপ এর সিডি রম নষ্ট তখন আমি পেন ড্রাইভ থেকে windows দেবার জন্য TTর কয়েক টা পোস্ট দেখলাম কিন্তু আমার দুর্ভাগ্য আমি পেন ড্রাইভ থেকে windows দিতে পারলাম না তখন আমি আর চিন্তায় পরলাম তারপর ১ দিন ১ জনের কাছে শুনলাম SATA to Usb converter এর কথা কিন্তু সেটা আমাদের এখানে পাওয়া যায় না তাই ঢাকা থেকে আনতে হবে কিন্তু জাকে ঢাকা থেকে আনতে বললাম আসার সময় তার মনে নাই জার ফলে আমার পিসি টা ১২ দিন বন্ধ ছিল সেশ পর্যন্ত আমি নিজে গিয়ে আনলাম এবং তা লাগিয়ে আমার পিসি তে windows দিলাম । যেটার কথা আমি এতখন বললাম এটার নাম R Driver আবার Usb to sata/Ide converter নামেও পরিচিত ।এখন চলুন জেনে কি থাকে এই কনভার্টার এর সাথে

স্ক্রীন শট টি তে আপনারা দেখতে পাবেন

১। sata power cable ২। sata data cable ৩। কনভার্টার ৪। Ac power input cable ৫। এক্সট্রা cd rom বা hard disk এ পাওয়ার দেবার জন্য পাওয়ার সাপ্লাই  এই ৫ টি জিনিস আপনি পাবেন একসাথে এবং এটি দিয়ে এক্সট্রা সাটা অথবা IDE HDD বা সিডি rom লাগাতে পারবেন usb পোর্ট এর মাধ্যমে । এটি use এর সবচেয়ে বর সুবিধা হল এটি লাগানুর সাথে সাথেই কম্পিউটার এ পেয়ে যায় কন ড্রাইভার এর দরকার পরেনা । আর উইন্ডোজ দেবার জন্য cd/dvd রম টি লাগিয়ে পাওয়ার অন করে সুধু bios থেকে first boot হিসাবে আপনার লাগানু এক্সট্রা সিডি রম দেখিয়ে দিন তারপর আপনার কম্পিউটার এ উইন্ডোজ কিংবা যে কন OS ইন্সটল দিন আনন্দে । আমি আজ এই ভাবে আমার ল্যাপটপ এ উইন্ডোজ দিয়েছি । তাই আমি চাই কারও জাতে আমার মত দিরঘ দিন কম্পিউটার বন্ধ রাখতে না হয় ।সবাই ভাল থাকেন।

এটির দাম ঢাকা থেকে কিনলে ৩০০/৪০০ টাকা নিতে পারে আমি কিনেছি ভৈরব থেকে ৫৫০ টাকা দিয়ে কারন ঢাকা গেলে আমার আসা যাওয়া ভারাই লাগবে ৩০০ টাকা

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। জেনে নিলাম ভবিষ্যতে হয়ত কাজে লাগতে পারে।

ধন্যবাদ ভাই, আমার সিডি রম এখনও নষ্ট হয়নি। নষ্ট হলে কাজে লাগবে আশা করি। দাম টাও বলেন জেনে রাখি।

    আপডেট করে দিছি দাম দেখে নেন

সুন্দর ও কাজের টিপস।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ভাল করেছ।ধন্যবাদ তোমাকে।

ami elephant road a multiple center theke kinesilam 550 TK diey

    ধরা খাইছেন আর কার কাছে বইলেন না

ধন্যবাদ।
এর মাধ্যমে অন্য PC-র USB থেকে যেকোনো IDE/Sata Hard Diske Data transfer করা যাবে?

aponar eto kostor ki dorkar ekta usb cd\dvd room hola somosa shas.

    are vai sei ta bujlam kinto 1 ta usb dvd rom kinte gele 4000 taka lagbe sei dik diye etai amar mone hoy valo hobe ki bolen apnara sobai

আমি আজ মোটামুটি ১ বছর আগে রাজশাহী থেকে কিনেসিলাম ৭০০ টাকা নিয়েসিল ! ধরা খাইছি ……।

ভালো পোস্ট। বানানের প্রতি আরেকটু সচেতন হলে ভালো হয়। ধন্যবাদ্।

    vai banan bhool hoyse onek kintu bhool gulu hoyse amar ojante chokhe kisuta ghum chilo tai. Asha kori aar eto beshi bhool hobena.

Level 0

Thank U very for this helpful tune.
Could U tell me the brand name of your converter, Please ?
And also the location where U brought it.

    এটার কোন নির্দিষ্ট Brand নাই আপনি যেকোন টা কিনতে পারেন তাছাড়া আমার টাতে কোন warantee/ guarantee নাই।
    আর আমি এটা কিনেছি ভৈরব থেকে।

Level 0

আপনার পোষ্ট টির জন্য অনেক ধন্যবাদ। তবে এখন যদি ওই ডিভাইসটার একটা এনাটমি দিতেন তাহলে আমরা যারা টি টি ঘাটা ঘাটি করি তারা হয়তো নিজে নিজেই সেটা তৈরী করার চেষ্টা করতাম। নিজের তৈরী জিনিস ব্যবহার করার মজাই আলাদা। কি বলেন সবাই?

    এনাটমি মানে কি বুজিয়ে বললে দিতে পারতাম

আপনাকে ধন্যবাদ এই সুন্দর টিউনটির জন্য।

স্ক্রীন শট টি তে আপনি কানেক্শন পদ্ধতির একটি স্ক্রীনশট দিলে আমরা নতুনরা ব্যপারটি ভাল ভাবে বুঝতে পারতাম। ধন্যবাদ।

    Level 0

    এ ভাবে connect করুন
    1. connect HDD Data cable.
    2. connect HDD Power cable.
    3. connect HDD USB into your PC.
    NB: এটিকে R-Drive বলে।

TT ভাইরা আপ্নারা এই কনভারতার ব্যবহার করা থেকে বিরত থাকুন কারন এটার কারনে আপনার CD/DVD Hard disk SATA/PATA ক্রাশ হবার সম্ভবনা থাকে এবং বেসি ব্যবহার এর ফলে আপনার CD/DVD Hard disk SATA/PATA ক্রাশ হবে (এতা ১০০% নিসছিত) এমনকি আপনার Netbook এর সমসসা হতে পারে যদি বিসসাস না করেন তা হলে কম্পিউটার মার্কেট IDB অথবা Multiplan এ কথা বলে ধেক্তে পারেন।

    Level 0

    এটি আমি ৪ বছর ব্যবহার করছি। সমস্যা হয়নি।

আমিও সহমত… আমি ঠকেছিলাম কিনে তাও আবার ৩ বছর আগের কথা… ১ মাস ও ব্যবহার করতে পারিনি ।
পাওয়ার সাপ্লাই গরম হয়ে যেত যার কারনে… প্রথম প্রথম ত আমার ডিভিডি ই রিড করতেই পারত না । আর কিছুদিন পরেই … BrUsTt… 🙁
আমি বলব ইউএসবি এ্কসটার্নাল ডিভিডি রোম ব্যবহার করার জন্য… এখন ত দাম ও বেশ কম— ২০০০ – ৩০০০ টাকা ।

ধন্যবাদ ।

    external DVD কেনা ভাল হবে।কারণ এইটা বেশি দিন টিকেনা.আমি জানি
    আমার কম্পিউটার এর দোকান আচে

Level 0

অনেক বড় উপকার হল আমার। ধন্যবাদ।
আমি এমন একটা জিনিস এর খোজ করছিলাম। যাই হোক সব শুনে এখন মনে হচ্ছে external DVD কেনা ভাল হবে।

Level New

ভাই আগুলো আমি এখন ব্যবহার করতাছি।
কাজের জিনিস।

ভালো পোস্ট। বাংলাদেশে কী eSATA কেবল পাওয়া যায়?

    জি ভাইয়া পাওয়া যায়। দাম খেয়াল নেই, BCS এ খুজলে পাবেন। আরো মজার একটা জিনিস পাওয়া যায়, eSATA ব্রাকেট – SATA to eSata coverter 😀

    ধন্যবাদ সাইমন ভাই। আসলে আমার eSATA Bracket ই দরকার। আমি রাজশাহীতে। দেখি কি করা যায়।

Level 0

My dear friends amar ekta problem.ami kichudin age new hard disk kinchi.but xp setup nicche na.pc start korle screen e lekha uthe 'OS NOT INSTALLED INSERT BOOTABLE CD AND PRESS ANY KEY'but cd dhukaile abar lekha othe'Bootable device exiting. no bootable device.' abar majhe modhe lekha uthe 'mediua cable test falure.' ki korbo ekhon!

Level 0

Thanks

Level 2

ভাই আমি ১ মাস আগে IDB তে দাম করছিলাম ৮০০ টাকা