আমার গত টিউনটি ছিল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া নিয়ে। আসলে যখন লিখি তখন সব খুটিনাটি বিষয় লিখা সম্ভব হয়না । কারন এত এত বিষয় কোনটা ছেড়ে কোনটা লিখি। আমার আগের টিউনটি সম্পুর্ন করতে আরোও কিছু বিষয় লিখা দরকার ছিলো যেগুলো আজকে লিখবো।
প্রথমেই আপনাদেরকে ডাউনলোড করতে হবে একটি ছোট্ট সফটওয়ার। এতে আপনারা Nokia, Samsung, Motorola, Siemens এবং আমাদের দেশে বহুল প্রচলিত চায়না সেটের বেশ কিছু কোড।
আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। আগেই বলে দেয়া ভালো যদি কোনটা কাজ না করে তবে আমাকে দায়ী করতে পারবেন না। কারন আমার পক্ষে সবগুলো কোড যাচাই করা সম্ভব হয়নি। গুটিকতক চেকিং করেছি কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে। কোড ছাড়াও বেশ কিছু ট্রিকস পাবেন এই সফটওয়ারটিতে। তাররেও যদি এটার উপর খুশী না হর তবে যারা Jaf কিনেছেন তারা নিচের দিকে Nokia Cable Finder এর উপর ক্লিক করুন। এখনে আপনি দেখতে পারবেন কোন সেটের কেবল কোন সেটে চলবে। যেমন আপনি কিনলেন নোকিয়া ১৬০০ এর কেবল। এখন এটি 1100, 1110, 1200, 1208, 2300, 2600, 2610, 6030 ইত্যাদি সেটে কাজ করবে।
আরোও একটি বোনাস : আমরা অনেকেই মোবাইলে গেম খেলতে পছন্দ করি। কিন্তু মোবাইলের গেমগুলি যদি কম্পিউটারেই খেলা যায় তবে কেমন হয়? এধরনেরই একটি সফটওয়ার হচ্ছে Midpx । ছোট্ট এই সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে।
সেই সাথে আরোও কিছু টিপস :
১। Nokia 3110c যদি হয় আপনার সেট তবে আগেভাগেই ফ্লাশ করবেন না। কারন এই সেটে একবার যদি Calculator হারিয়ে যায় তবে সেটা আনা বড়ই কঠিন। আমি দেখেছি এই ধরনের সেটে বেশিরভাগ সময়ই Music Player নিয়ে ঝামেলা হয়। এজন্য প্রথমে Phone setting এ গিয়ে Restore Factory Setting দিয়ে দেখুন। আর যদি কাজ না হয় বা সেট পুরোপুরি চালু না হয় তবে Jaf চালু করে চিত্রে দেখানো টিকগুলো দিয়ে Service এ ক্লিক করে দেখুন।
আর যদি এই সেটে ফ্লাশ দিতেই হয় আর Calculator না আসে তবে এখান থেকে একটি সুন্দর Calculator ডাউনলোড করে নিন। সকল Java Supported সেটে চলবে।
২। Nokia N-series বা E-Series টাইপের সেটের ক্ষেত্রে Flash না দিয়েও আপনি সেটিকে নতুনের মত করতে পারেন।
এক্ষেত্রে সেটের সিম এবং মেমোরি কার্ড খুলে নিয়ে (*, 3, Send) এই তিনটি বাটন একত্রে চেপে ধরে Power চাপুন। সেট পুরোপুরি চালু না হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন এবং ফলাফল দেখুন।
৩। আপনার সেট যদি হয় নোকিয়ার বর্তমান আধুনিক সেটগুলো যেমন 5800xm ।
তাহলে এগুলোতে send, menu এবং camera একসাথে চাপুন এবং তারপরে Power চাপুন। সেট পুরোপুরি On না হওয়া পর্য়ন্ত উক্ত বাটনগুলো ছাড়বেননা। প্রয়োজনে কারোও সাহায্য নিন। এবার সেট অন হবার পর দেখেন একেবারে নতুন সেটের মতো কি সুন্দর কাজ করে।
৪। মাঝে মাঝে দেখি কিছু কিছু নোকিয়া সেট যেমন ১২০০, ১৬৫০ ইত্যাদি সেটে কল আসলে রিংটোন বাজেনা আবার সেটের রিংটোন বাজাতে গেলে সেট রিষ্টার্ট হয়। এক্ষেত্রে প্রথমে Phone setting এ গিয়ে Restore Factory Setting দিয়ে দেখুন। কাজ না হলে তারপরে ফ্লাশ দিন।
৫। Symbian অপারেটিং সিষ্টেমের সেটগুলোর একটি সমস্যা হতে পারে আপনি কোন সফট্য়ার সেটে ইনষ্টল করবেন কিন্তু Certificate Error, Unsigned Application বা এধরনের নানা রকম ডায়লগ দেয়। এই সমস্যা হলে প্রথমে সেটটিকে হ্যাক করে নিন। HelloOx এধরনের একটি সফটওয়ার। আপনি এটি http://helloox2.com/ থেকে ডাউনলোড করুন। আর যদি সেটটিকে হ্যাক না করতে চান তবে যে সফটওয়ারটি ইনষ্টল হচ্ছেনা সেটিকে http://cer.opda.cn/en/ থেকে Sing করে নিন। আপনাকে এখানে প্রথমে সাইন ইন করে সেটের মডেল, আইএমই দিয়ে ১২ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর আপনি যে সফটওয়ার দিবেন প্রায় সাথে সাথেই পাবেন। তবে এখানে একটি কথা বলি প্রয়োজন না থাকলেও সাইটটি থেকে একবার ঘুরে আসুন। অনেক কিছু দেখতে পাবেন।
৬। আমি মোবাইল সফটওয়ারের যতগুলো ওয়েবসাইট দেখেছি আমার দৃষ্টিতে সেরা হচ্ছে এই সাইটটি http://gallery.mobile9.com/ । কি নেই এখানে! Themes, Ringtones, Wallpapers, Software, Videos, Screensavers, SMS, Operator Logos, Flash, Games সব। আপনার সেটের মডেল সিলেক্ট করুন। এখন শুরু করুন ডাউনলোড। কোন সফটওয়ার না পেলে Search এ গিয়ে আপনার প্রয়োজনীয় সফটওয়ারের নাম দিন । এবার ডাউনলোড করুন।
৭। নোকিয়া সেটে জিপি ইন্টারনেট, এম.এম.এস চালু করতে চান? স্রেফ all লিখে 8080 তে পাঠিয়ে দিন।
আমার আগের টিউনে যেতে চাইলে ক্লিক করুন
সকল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
পুনশ্চ : টিউনটির জন্য হাসান যোবায়ের আল ফাতাহ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয়। কারন আমি টিউনটি ড্রাফট করার পর কোনভাবেই ছবি আপলোড করতে পারছিলামনা। উনি সাহায্য/জিজ্ঞাসা বিভাগে আমাকে হেল্প করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
ভাই, আমার Nokia 7210 Supernova ফোনটিতে একদিন কথা বলতে বলতে off হয়ে গিয়েছিলো; তারপর on করার জন্য power button চাপলে ‘contact service’ লেখাটি উঠত। এরপর ফোনটিতে flash দেয়ার পর ফোন ঠিক হলেও কোনোভাবেই network আসছে না। উল্লেখ্য, ফোনটির Hardware খোলা হয়েছিল। এখন বলেন ফোনটিতে Network আনা আদৌ সম্ভব হবে কি? হলে কিভাবে?