কিছু গুরুত্বপুর্ন টিপস For Mobile + দুটি সফটওয়ার : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

আমার গত টিউনটি ছিল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া নিয়ে। আসলে যখন লিখি তখন সব খুটিনাটি বিষয় লিখা সম্ভব হয়না । কারন এত এত বিষয় কোনটা ছেড়ে কোনটা লিখি। আমার আগের টিউনটি সম্পুর্ন করতে আরোও কিছু বিষয় লিখা দরকার ছিলো যেগুলো আজকে লিখবো।

প্রথমেই আপনাদেরকে ডাউনলোড করতে হবে একটি ছোট্ট সফটওয়ার। এতে আপনারা Nokia, Samsung, Motorola, Siemens এবং আমাদের দেশে বহুল প্রচলিত চায়না সেটের বেশ কিছু কোড।

আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। আগেই বলে দেয়া ভালো যদি কোনটা কাজ না করে তবে আমাকে দায়ী করতে পারবেন না।  কারন আমার পক্ষে সবগুলো কোড যাচাই করা সম্ভব হয়নি। গুটিকতক চেকিং করেছি কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে। কোড ছাড়াও বেশ কিছু ট্রিকস পাবেন এই সফটওয়ারটিতে। তাররেও যদি এটার উপর খুশী না হর তবে যারা Jaf কিনেছেন তারা নিচের দিকে Nokia Cable Finder এর উপর ক্লিক করুন। এখনে আপনি দেখতে পারবেন কোন সেটের কেবল কোন সেটে চলবে। যেমন আপনি কিনলেন নোকিয়া ১৬০০ এর কেবল। এখন এটি 1100, 1110, 1200, 1208, 2300, 2600, 2610, 6030 ইত্যাদি সেটে কাজ করবে।

আরোও একটি বোনাস : আমরা অনেকেই মোবাইলে গেম খেলতে পছন্দ করি। কিন্তু মোবাইলের গেমগুলি যদি কম্পিউটারেই খেলা যায় তবে কেমন হয়? এধরনেরই একটি সফটওয়ার হচ্ছে Midpx । ছোট্ট এই সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে

সেই সাথে আরোও কিছু টিপস :

১। Nokia 3110c যদি হয় আপনার সেট তবে আগেভাগেই ফ্লাশ করবেন না। কারন এই সেটে একবার যদি Calculator হারিয়ে যায় তবে সেটা আনা বড়ই কঠিন। আমি দেখেছি এই ধরনের সেটে বেশিরভাগ সময়ই Music Player নিয়ে ঝামেলা হয়। এজন্য প্রথমে Phone setting এ গিয়ে Restore Factory Setting দিয়ে দেখুন। আর যদি কাজ না হয় বা সেট পুরোপুরি চালু না হয় তবে Jaf চালু করে চিত্রে দেখানো টিকগুলো দিয়ে Service এ ক্লিক করে দেখুন।

আর যদি এই সেটে ফ্লাশ দিতেই হয় আর Calculator না আসে তবে এখান থেকে একটি সুন্দর Calculator ডাউনলোড করে নিন। সকল Java Supported সেটে চলবে।

২। Nokia N-series বা E-Series টাইপের সেটের ক্ষেত্রে Flash না দিয়েও  আপনি সেটিকে নতুনের মত করতে পারেন।

এক্ষেত্রে সেটের সিম এবং মেমোরি কার্ড খুলে নিয়ে (*, 3, Send) এই তিনটি বাটন একত্রে চেপে ধরে Power চাপুন। সেট পুরোপুরি চালু না হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন এবং ফলাফল দেখুন।

৩। আপনার সেট যদি হয় নোকিয়ার বর্তমান আধুনিক সেটগুলো যেমন 5800xm ।

তাহলে এগুলোতে send, menu এবং camera একসাথে চাপুন এবং তারপরে Power চাপুন। সেট পুরোপুরি On না হওয়া পর্য়ন্ত  উক্ত বাটনগুলো ছাড়বেননা। প্রয়োজনে কারোও সাহায্য নিন। এবার সেট অন হবার পর দেখেন একেবারে নতুন সেটের মতো কি সুন্দর কাজ করে।

৪। মাঝে মাঝে দেখি কিছু কিছু নোকিয়া সেট যেমন ১২০০, ১৬৫০ ইত্যাদি সেটে কল আসলে রিংটোন বাজেনা আবার সেটের রিংটোন বাজাতে গেলে সেট রিষ্টার্ট হয়। এক্ষেত্রে প্রথমে Phone setting এ গিয়ে Restore Factory Setting দিয়ে দেখুন। কাজ না হলে তারপরে ফ্লাশ দিন।

৫। Symbian অপারেটিং সিষ্টেমের সেটগুলোর একটি সমস্যা হতে পারে আপনি কোন সফট্য়ার সেটে ইনষ্টল করবেন কিন্তু Certificate Error, Unsigned Application  বা এধরনের নানা রকম ডায়লগ দেয়। এই সমস্যা হলে প্রথমে সেটটিকে হ্যাক করে নিন। HelloOx এধরনের একটি সফটওয়ার। আপনি এটি http://helloox2.com/ থেকে ডাউনলোড করুন। আর যদি সেটটিকে হ্যাক না করতে চান তবে যে সফটওয়ারটি ইনষ্টল হচ্ছেনা সেটিকে http://cer.opda.cn/en/ থেকে Sing করে নিন। আপনাকে এখানে প্রথমে সাইন ইন করে সেটের মডেল, আইএমই দিয়ে ১২ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর আপনি যে সফটওয়ার দিবেন প্রায় সাথে সাথেই পাবেন। তবে এখানে একটি কথা বলি প্রয়োজন না থাকলেও সাইটটি থেকে একবার ঘুরে আসুন। অনেক কিছু দেখতে পাবেন।

৬। আমি মোবাইল সফটওয়ারের যতগুলো ওয়েবসাইট দেখেছি আমার দৃষ্টিতে সেরা হচ্ছে এই সাইটটি http://gallery.mobile9.com/ । কি নেই এখানে! Themes, Ringtones, Wallpapers, Software, Videos, Screensavers, SMS, Operator Logos, Flash, Games সব। আপনার সেটের মডেল সিলেক্ট করুন। এখন শুরু করুন ডাউনলোড। কোন সফটওয়ার না পেলে Search এ গিয়ে আপনার প্রয়োজনীয় সফটওয়ারের নাম দিন । এবার ডাউনলোড করুন।

৭। নোকিয়া সেটে জিপি ইন্টারনেট, এম.এম.এস চালু করতে চান? স্রেফ all লিখে 8080 তে পাঠিয়ে দিন।

আমার আগের টিউনে যেতে চাইলে ক্লিক করুন

সকল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

পুনশ্চ : টিউনটির জন্য হাসান যোবায়ের আল ফাতাহ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয়। কারন আমি টিউনটি ড্রাফট করার পর কোনভাবেই ছবি আপলোড করতে পারছিলামনা। উনি সাহায্য/জিজ্ঞাসা বিভাগে আমাকে হেল্প করেছেন। ধন্যবাদ আপনাকে।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমার Nokia 7210 Supernova ফোনটিতে একদিন কথা বলতে বলতে off হয়ে গিয়েছিলো; তারপর on করার জন্য power button চাপলে ‘contact service’ লেখাটি উঠত। এরপর ফোনটিতে flash দেয়ার পর ফোন ঠিক হলেও কোনোভাবেই network আসছে না। উল্লেখ্য, ফোনটির Hardware খোলা হয়েছিল। এখন বলেন ফোনটিতে Network আনা আদৌ সম্ভব হবে কি? হলে কিভাবে?

    Phone Setting এ গিয়ে Network Slection থেকে Manual সিলেক্ট করে দেখুনতো সার্চ এর পর কোন Network এর নাম দেখায় কিন? যদি দেখায় তবে সফটওয়ারের সমস্যা আর না দেখালে হার্ডওয়ার এর সমস্যা। আর যেহেতু বলছেন সেটটি খোলা হয়েছিল সুতরাং আপনি নিজে বড়জোর সেটটি ওয়াশ করে দেখতে পারেন। তাছাড়া মাদারবোর্ড ওঠানোর পর সেটের চেসিসটি খেয়াল করুন। চতুর্দিকে পিনগুলো মাথাচাড়া দিয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে আরোও একটু উঠিয়ে দিন। আবার ভেংগে যায়না যেন।

সুন্দর অ গছাল টিউন… প্রিয়তে … ধন্যবাদ

    দুঃক্ষিত । সুন্দর ও গোছাল টিউন… প্রিয়তে … ধন্যবাদ

    আসলেই অগোছাল টিউন। কমেন্টসটা ঠিকই ছিল।

Level New

FUNMAZA.com BEST MOBILE SITE

    হুমমমমমমমম হতে পারে।

Level 0

(এক্ষেত্রে সেটের সিম এবং !!!ব্যাটারি!!! খুলে নিয়ে (*, 3, Send) এই তিনটি বাটন একত্রে চেপে ধরে Power চাপুন। সেট পুরোপুরি চালু না হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন এবং ফলাফল দেখুন।) !!!ব্যাটারি!!! খুলে আমরণ চাপলেও মনে হয় মোবাইল চালু হবে না !! বিষয়টি বুঝলামনা মনে হয় !!
syed jafar ullah
Qatar,Doha.

    ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আসলে এখানে হবে মেমোরি কার্ড।

ধন্যবাদ

jara mobile servicing er kaj koren tara ei site ti dekhte paren. eti bangladesh er mobile bisoyok sera site. http://gsmsolutionforum.blogspot.com

ধন্যবাদ ভাইয়া ,আমার ৫২৩৩ তে কি হবে ? ৫৮০০ তে যেটা আপনি দেখিয়েছেন।

আমি e 63 ব্যবহার করছি। কিছুদিন আগে কিছু সফ্টওয়্যার ইনস্টাল্ড হয়ে আমার ফোন স্লো হয়ে গিয়েছিলো । আর সেইসব সফ্টওয়্যার অনইনস্টল করাও যাচ্ছিল না। আমি পড়ে ফ্লাশ দীতে বাধ্য হই। এসব সমস্যার সমাধান কী? আপনার উল্লেখিত 3 বাটন প্রেস পদ্ধতি কী প্রযোজ্য হবে?

আর অনেক সুন্দর টিউন হয়েছে। আমি এসব খুবই পছন্ধ করি। আপনাকে অনেক ধন্যবাদ আর আরো জানতে চাই।

    এসব সেটে ফ্লাশ না দিয়ে আমার পদ্ধতি অবলম্বন করেও সুন্দর কাজ করে।

    ধন্যবাদ।

যাক তাহলে শেষ পর্যন্ত টিউন পাবলিশ করতে পেরেছেন।
তবে এখন আর কোন সমস্যা নেই। আগের মতো টিউন পাবলিশ করতে পারবেন।
আর টিউন জটিল হয়েছে। 😀

ভাইয়া GP net configeretion আনতে হলে 8080 লিখে পাঠাতে হবে। 5000তে নয়। কারন 5000 তে SMS করলে Pakeg active করার জন্ন করতে হয়। যেমন P1>5000,P2>5000,P3,P4,P5,P6,P7.

    সরি ভাইয়া আসলে মাথায় যে কি হয়েছে এই টিউনে কয়েকটি ভুল। ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আপডেট করছি এখনই।

সুন্দর টিউন

Level 0

KHUB KHUB KHUB VALO. MANY MANY THANK YOU. PLS SHARE MORE BHAIYA.

ভাই এক কথায় দারুন হয়েছে।

    ধন্যবাদ। উৎসাহ পাচ্ছি।

Level 0

BHAIYA AMAR MOBILER 1TA PROBLEM HOIECHE
NOKIA 5130 xpress music.

ON KORLE SUDHU WHITE SKIN DEKHAI R KICHUI HOI NA. ONEKE BOLE ATAR NAKI SOFTWEAR CHOLE GACHE.

TO AMI ETA KIVABE THIK KORTE PARI.
ONUGRHO KORE THIK KORAR KONO UPAI BOLUN PLS.

THANK YOU.

    White Skin দেখানোর পর যদি সেটে কাজ করে অর্থাৎ কিছু দেখা যাচ্ছেনা অথচ বাটন চাপলে শব্দ হচ্ছে কল আসছে তাহলে আপনার ডিসপ্লের সমস্যা। আর যদি কোন কাজ না হয় তাহলে ফ্লাশ দেয়ার ব্যবস্থা করুন। আমার পুর্বের টিউনে এ বিষয়ে বিস্তারিত দেয়া আছে। আপনি একটি ডাটা কেবল দিয়েই ফ্লাশ দিতে পারবেন।

Level 0

BHAIYA,
(NOKIA=5130xpress) AMAR FLASH OI DITE HOBE KINTU A BAPPARE EKDOM KACHA TAI ONUGRHO KORE FLASH DITE KI KI LAGBE, PROJONIO SOFTWEAR AND KIVABE KORTE HOBE, EKTU ONUGRHO KORE AMAKE MAIL KORE DIN.
=>[email protected]

APNAKE ONEK ONEK THANK YOU BHAIYA. ASHA KORI EK ABUJ BHAI K NIRASH KORBEN NA.

Level 0

BHAIYA,
KONO KICHUI KAJ KORE NA, SO (NOKIA=5130xpress) AMAR FLASH OI DITE HOBE KINTU A BAPPARE EKDOM KACHA TAI ONUGRHO KORE FLASH DITE KI KI LAGBE, PROJONIO SOFTWEAR AND KIVABE KORTE HOBE, EKTU ONUGRHO KORE AMAKE MAIL KORE DIN.
=>[email protected]

APNAKE ONEK ONEK THANK YOU BHAIYA. ASHA KORI EK ABUJ BHAI K NIRASH KORBEN NA.

Level 0

very very nice tune.ami 5530 xm use kori.ki korbo.

Level 0

very very nice tune.pls continue.nokia 5530 hack korer kono upai ace?

bhaia amar সেট নোকিয়ার বর্তমান আধুনিক 5800xm .amar set er screentouch er contact key ebong je button dia number uthay ta kaj korche na. ki korbo bolle valo hoto.

Level 0

vaia amr nokia 5530 te hallo ox kaj korce na.hallo ox unsign ver k sign kore install dilam.install kore run koroam but sudu unpacking file show korce.

নতুন অনেক কিছু শিখলাম , জানলাম , ধন্যবাদ মারুফ ভাই ।

এক কথায় অসাধারন,
আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে টিউন গুলু চালিয়ে যাওয়ার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Level 3

অসংখ্য ধন্যবাদ

মারুফ ভাই আমি আপনার এলাকার লোক। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। আমার একটি নোকিয়া এন ৭৩ সেট রয়েছে কিন্তু একটি থীম দেয়ার জন্য আমার ফোনটি হ্যায় হযে যায় এবং পরে শুধু চালু হয় কিন্তু স্কিনে কিছুই আসে না শুধু সাদা রং আছে আর নোকিয়া লিখাটি আসে। পরে আমি আমার এক পরিচিত সার্ভিস ম্যানের কাছে এটি ফ্লাশ দিয়ে নিয়ে আসি কিন্তু আমার IMEI নম্বর ১২৩৪৫৬১০৬৫৪৩২১? এটি দেখায়। এবং আমার ফোন কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। আমি এখন কি করতে পারি পারলে দয়া করে জানাবেন। আমার ইমেইল[email protected], মোবাইল নম্বর-০১৭২২০৪৪৮৪২।

    আপনার অরিজিনাল আইএমই কত?

চায়না সেট সম্পর্কে লেখার প্রতিক্ষায় আছি।

amr Nokia 2630 st ta kotha bolte bolte off hoe jai…on korar por contact service ase…dokane nie flash deoalam…network asto na…abar flash dilo..tate set dead hoe jai…ata ki konovabei ar thik kora jabe na??

মারুফ ভাই……………..আপনার ফোন নাম্বারটা দেয়া যায় কি?
আপনার সাথে সরাসরি কথা বললে উপকৃত হতাম…………
আমার মেইল: [email protected]

ভাই ভীষণ বিপদে আছি দয়া করে সাহায্য করেন। আমি Nokia X6 16GB মোবাইল ব্যবহার করি। আমার জন্য এটি সম্প্রতি দেশের বাহির থেকে পাঠিয়েছে। ২/৩ মাস আরামে ব্যবহার করেছি আর ভেবেছি এত শান্তি। কিন্তু সম্প্রতি ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমার মোবাইলে কোন প্রকার নেটওয়ার্ক নেই। অন্য সিম দিয়ে ট্রাই করে দেখেছি একই সমস্যা। ম্যানুয়ালী নেটওয়ার্ক ঠিক করার চেষ্টা করেছি তাও পারিনি। এক কথায় কোন প্রকার নেটওয়ার্কই আসেনা। একজন বলেছে মাদারবোর্ডে সমস্যা হয়েছে এটি পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে। আমার কথা হচ্ছে আমার জানামতে সেটটি কখনো হাত থেকে পড়েনি কিংবা কোন প্রকার খোলাখুলিও হয়নি মাদারবোর্ডে সমস্যা হবে কেন?
টিউনটি করা কালীন আমি নেট থেকে সফটওয়্যারের আপডেট ভার্সন নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কোন সমাধান হয় কিনা।
আপনার যদি কোন পরামর্শ থাকে তাহলে জানালে খুশি হব কারণ আপনার প্রায় টিউনে দেখি আপনি মোবাইল বিষয়ে ওস্তাদ। প্লিজ ভাই তাড়াতাড়ি একটা সমাধান দেন।

ভাই, অসাধারন টিউন। তবে midpx-এর লিংকটা ঠিক নাই। http://www.mediafire.com/?jkjjj8ja3cq1a21 হবে। আপডেট করুন প্লীজ। আপনার কাছ থেকে এরকম টিউন ঘন ঘন আশা করি।

আিম এক জন নতুন বন্ধু ,ইক খবর সবার।

Level 0

টিউন টা সুন্দর হয়েছে। এ রকম আরো আশা করছি। আশা পূরণ করবেন। তবে এর JAF মধ্যে Life Time Reset না User Code Edit কোন টা তে টিক দেব বুঝতে পারলাম না।দয়া করে বলে দেন কোন টা তে টিক দেব।

Level 0

Bhai amar Nokia N72 mobile ja aponer deoa sof list er modde nay.but akhon amar very very need heck kora.kevabe korbo kindly sof link soho help koren.thank’s my [email protected].

আমার Nokia-2700c সেটে ক্যালকুলেটর ফাংশনটা এবং বিল্ট ইন অপেরা হারিয়ে গেছে, সেটা কি কোনভাবে ফিরিয়ে আনার কোন উপায় আছে। জানালে উপকৃত হবে।