সকল নোকিয়া সেটের ফ্লাশ দেয়া : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

আজকে লিখতে চেয়েছিলাম মোবাইলের কিপ্যাড নিয়ে কিন্তু আমার গত টিউনটি শেষ দিকে অসমাপ্ত রেখেছিলাম। তাছাড়া বেখেয়ালে কমেন্টস ডিজেবল হয়ে গিয়েছিলো।  এজন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেইসব ভাইকে যারা মেইল করে মতামত জানিয়েছেন এবং আমাকে উৎসাহিত করেছেন।

এখানে বলে দেয়া যেতে পারে অনেক ভাই আমাকে মেইল করে মোবাইল নম্বর চাচ্ছেন। তাদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে বলছি আপনাদের সমস্যাগুলো আমাকে মেইল করেই বিস্তারিত জানালে ভালো হয়। আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। আসলে আমি সারাদিন অতিরিক্ত ব্যস্ত থাকি এবং আমার ফোন অধিকাংশ সময় বন্ধ থাকে বা সাইলেন্ট করা থাকে। রাত্রেই যা একটু সময় পাই নেটে থাকি এবং আপনাদের মুল্যবান টিউনগুলো পড়ি।

আজকে আপনাদের শেখাবো কি ভাবে নোকিয়া সেটে ফ্লাশ বা সফটওয়ার লোড করা যায়। এ বিষয়ে আমার আগেই একজন ভাই টিউন করেছিলেন। টিউনটি খুব সুন্দর হয়েছিলো। আমি তাকে ধন্যবাদ জানাই। টিউনটি দেখতে ক্লিক করুন। কিন্তু তার সফটওয়ারটি আলাদা এবং মোটামুটি বড় আকারের। আমি আজকে JAF দিয়ে নোকিয়া সেট ফ্লাশ দেয়া নিয়ে আলোচনা করবো।

প্রথমেই JAF এর সফটওয়ার ডাউনলোড করুন। আমি বেশ পুরনো ভার্সন দিয়ে টিউনটি করলাম। আপডেট গুলো আপনি http://www.odeon.com থেকে নিতে পারেন। আমি যেটা ব্যাবহার করি সেটাই আপনাদের দিলাম কারন আমার জানামতে এই সফটওয়ারটি কাজে হালকা। প্রথমে JAF 1.68.92 এবং  Emulator ডাউনলোড করুন  । এখন সমস্যা হলো আপনার সেটের ফাইল। একটুখানি গুগল করলেই অনেক ফাইল পাবেন। তারপরেও আমি একটি নিয়ম বলে দিচ্ছি গুগলে গিয়ে এভাবে লিখুন site:mediafire.com<>Rh-64 এখানে আমি মিডিয়াফায়ার লিখেছি। অন্য ফাইল শেয়ারিং সাইটের নামও লিখতে পারেন। আর Rh-64 হলো নোকিয়া ১৬০০। আপনার সেটের ব্যাটারি খুলে স্টিকারটিতে দেখুন Rh বা Rm দিয়ে কোন সংখ্যা দেয়া আছে। সেটা এখানে লিখুন। আশা করি আপনার সফটওয়ার পেয়ে যাবেন।

ডাউনলোড করার পর প্রথমে JAF সেটাপ দিন। এবার Emulator  এবং সবশেষে আপনার সেটের ফাইল। সেটাপ দেয়া শেষ। এবার আপনার JAF বক্সটি কানেক্ট করুন। ড্রাইভার সেটাপ দিন। ডেক্সটপে All JAF PKEY Emulator  এ ক্লিক করুন। Open বাটনে ক্লিক করুন। নিচের মতো হবে।

উপরে ট্যাবগুলো লক্ষ করুন। আপনার সেটটি যদি মাল্টিমিডিয়া সাপোটের্ড না হয় অর্থাৎ নোকিয়া ১১০০/১১১০/১১১২/১২০০/১২০২/১২০৮/১৬০০/২৩০০/২৩১০ ইত্যাদি মডেল হয় তবে DCT4 এ ক্লিক করুন। আর যদি মাল্টিমিডিয়া সাপোর্টেড অর্থাৎ ৩১১০/৬৩০০/৭২১০/৫৩০০/৫২০০/৫১৩০ইত্যাদি হয় তবে BB5 এ ক্লিক করুন। এবার লাল মার্কিং করা চেকবক্সগুলো ভালো করে খেয়াল করুন। কারন আপনাকে এভাবেই টিক দিতে হবে।

Use Ini তে ক্লিক করার পর আপনার কাছে সেটের মডেল জানতে চাইবে। জানিয়ে দিন। এবার সেটটি Jaf এর সাথে কানেক্ট করুন। সেটের ব্যাটারি খুলে কেবল টি একটু মাথা খাটালেই লাগাতে পারবেন। CHK বাটনে ক্লিক করুন । যদি সবকিছু ঠিক থাকে তবে নিচের মতো দেখাবে।

এবার আপনি যদি আপনার সেটের জন্য বাংলা ভাষা চান তবে এই লিষ্ট থেকে MJ খুজে বের করুন এবং সিলেক্ট করুন।

এবার সেই কাঙ্খিত ফ্লাশিং শুরু হবে। ক্লিক করুন FLASH বাটনে। Warning ম্যাসেজ আসতে পারে । আসলে Yes করুন। খেয়াল করুন ফ্লাশ চলাকালে যে কোনভাবেই সেটটি ডিসকানেক্ট না হয়। আমরা এই কাজে বড় আকারের ক্লিপ ব্যাবহার করি বা শক্ত রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেই। মোটামুটি ৫-৭মিনিটের মাঝেই ফ্লাশ কমপ্লিট হয়ে যাবে।

আপনার যদি Jaf বক্স না থাকে এবং মাল্টিমিডিয়া সেট হয় তবে বক্স ছাড়াই সফটওয়ার চালু করুন, Usb ডাটা কেবল দিয়ে সেট কানেক্ট করুন এবং এভাবে টিক দিন। এবার উপরের নিয়মে ফ্লাশ দিয়ে নিন।

আশা করি ফ্লাশ দিতে আপনাদের সমস্যা হবেনা।

আমি পুর্বে এবং পরে হার্ডওয়ার নিয়ে যে টেউনগুলো করেছি বা করবো সেগুলো হয়ত সবাই ট্রাই করতে পারবেন না। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে সফটওয়ার জনিত সমস্যার কারনে আপনাদের আর কারো কাছে যেতে হবেনা। অন্তত আমার লিখাগুলো যদি বুঝে থাকেন।

এবার Jaf এর আরোও কিছু কাজ যেগুলো আপনারা বোনাস মনে করতে পারেন : Service Setting  এর নিচে অনেকগুলো অপশন আছে তন্ম্যধ্যে

Factory Setting এ গিয়ে আপনার সেটটি ইচ্ছামতো রিষ্টোর করতে পারেন।

File System Format অপশনে গিয়ে মাল্টিমিডিয়া সেটের ইন্টারনাল মেমোরি ফরম্যাট দিতে পারেন।

User Code Edit এ গিয়ে Security Code জানতে/চেন্জ করতে পারেন।

Life Time Reset করতে পারেন।

সতর্কতা : ভাববেন হার্ডওয়ারে না হয় সতর্কতা আছে কিন্তু সফটওয়ারে আবার কি?

মনে রাখবেন এটাও অত্যান্ত রিস্কি কাজ যদি আপনি ভালো মতো বুঝে না করেন। একটু ভুলের জন্য আপনার সেটটি চিরস্থায়ী ডেড হয়ে যেতে পারে।

১। যেভাবে দেখানো হয়েছে তার বাইরে কোন টিক দিবেননা বা কোনটা ছাড়বেন না।

২। চালু সেটে পরীক্ষামুলকভাবে ফ্লাশ দেয়া বোকামী।

৩। কিছু কিছু বাটন যেমন Imei Tool, Erase Fls ইত্যাদি আপনার সেটকে ব্যাবহারের অনুপযোগী করে তুলবে। সুতরাং এগুলোতে কোনভাবেই ক্লিক করবেন না।

৪। একবার বলেছি আবার বলছি ফ্লাশ দেয়ার সময় খেয়াল করুন সেটটি যেন ডিসকানেক্ট না হয়।

৫। ফ্লাশের শেষদিকে  এসে অনেক সেটে Error দেখায়। এক্ষেত্রে মাদারবোর্ডটি ওয়াশ করে আবার ট্রাই করুন।

মোবাইল সার্ভিসিং বিষয়ক আমার পুর্বের টিউনগুলো এক নজরে দেখে নিতে পারেন:

মোবাইল চালু হচ্ছেনা : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

মোবাইলের মাইক্রোফোন : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন কাজটি নিষ্ঠার সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য,আপনাকে আন্তরিক মোবারক বাদ।
চালিয়ে যান গুরু সাথে পাবেন সর্বদা,
আপনাকে ধন্যবাদ গুরুত্বপুর্ন টিউনটির জন্য।

    আমি তো মোটামুটি কনফিউশানেই থাকি আপনারা বুঝতে পারলেন কিনা। কারন মাঝে মাঝে নিজেরই মনে হয় কি আবোল তাবোল লিখছি। আমার হ-য-ব-র-ল টিউনটি যদি আপনারা একটুখানি কাজেও পান তবেই স্বার্থকতা। ধন্যবাদ।

Level New

মারুফ ভাই ভালো হচ্ছে চালিয়ে জান।
সব কয়টা পোস্ট প্রিয়তে আছে।

Level 0

মারুফ ভাই টিউনটি অসম্ভব ভালো হয়েছে। ফ্ল্যাশ দেয়ার পদ্ধতি শেখার ইচ্ছা অনেক দিন থেকে ছিলো। আপনার টিউনের জন্য সেই ইচ্ছা আজ পূরণ হলো। আপনাকে অনেক ধন্যবাদ।

    হুমমমমমমমমমমমম………. ইচ্ছাতো পুরন হলো। এবার ভোজনপর্বটা কখন হচ্ছে?

Level 0

দয়া করে আমার Nokia 6120c RM-243 টা খুজে দিবেন? পাচ্ছি না।

ভাই USB দিয়ে flash দেয়ার নিয়মটা একটু ভালোভাবে বললে ভালো হয়।

    নিয়মতো একই শুধু usb তে Fast Phone অপশনটি ডিজেবল থাকে এবং আপনাকে তার উপরেই Dead Usb তে চেক দিতে হবে। আর Flash এ ক্লিক করার পর Phone এর Power বাটন চেপে ধরবেন।

অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই। দারুন টিউন হয়েছে। আপনার কাছ হতে mx key দিয়ে নকিয়া সেট ফ্লাশ করার টিউটোরিয়াল আশা করছি বিশেষ করে কন্ট্রাক্ট সার্ভিস সমস্যাটা। আশা করছি আমাকে নিরাশ করবেন না।

    আমি আপনাকে এড করে নিলাম। আমার আইডি montaj1966[a]gmail.com

    অনেক ধন্যবাদ আপনাকে। Contact Service নিয়ে একটি টিউন করবো ভাবছি। সাথেই থাকুন।

    আমি সত্যিকার অর্থেই অপেক্ষায় রইলুম। ধন্যবাদ

Level 0

একেই বলে টিউন। অনেক কষ্ট করে সময় দেয়ার জন্য আবারও ধন্যবাদ।

জটিল টিউন অনেক অনেক ধন্যবাদ

    আপনাকেও জটিল ধন্যবাদ

JAF পামু কই?

    আপনি যদি ঢাকায় থাকেন তবে দৌড় দিতে পারেন গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেটে। আর অন্য কোথাও হলে জেলা শহরগুলোতে খোজ করুন। আপনার পাশে যে মোবাইল সার্ভিসিং করেন তাকে জিজ্ঞাসা করুন পাইকারী মাল কোথায় কিনে।

আপনার লেখাগুলো ভাল লাগছে। সামনে এগিয়ে যান। নিয়মিত আপনার লেখাগুলো পড়ি এবঙ সঙগ্রহে রাখি কিন্তু কমেন্ট করা হয় না বলে দু:খিত। আবারো বলি আপনার লেখাগুলি ভাললাগছে। আর একটি কথা China সেট এ কিভাবে সফট সেটাপ দেয়া অর্থাৎ Flash দেয়া যায় জানাবেন। এ নিয়ে বিস্তারিত টিউন করার ইচ্ছা আছে কি আপনার।

    চায়না সেটের জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি আপাতত নোকিয়া নিয়েই লিখবো। লেখা ভালো লাগছে জেনে আমিও উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ

vaia apnake onek dhonnobad……….amader khub upokar korlen……kintu vaia amra n-3110c er flash deoar shomoi jodi data cable die dei tahole o ki betarry khulte hobe ki hobe na aktu kindly janaben ki…………….ar data cable laganor por set e kno kaj ase ki na?????

    ডাটা কেবল দিয়ে ফ্লাশ দিলে ব্যাটারি খুলতে হবেনা। কারন আপনার সেটের একটি পাওয়ার সোর্স প্রয়োজন। আর ডাটা কেবল লাগানোর পর আপনার সেটে বিশেষ কোন কাজ নেই শুধু Flash এ ক্লিক করার পর পাওয়ার বাটন চাপতে হবে।

দয়া করে আমার Nokia ২৭৩০c RM-578 টা খুজে দিবেন? পাচ্ছি না।

অসীম ধন্যবাদ মারুফ ভাই।
চিন্তা করছি এখন সার্ভিস সেন্টারে গিয়ে গাধা গুলারে কিছু শিখিয়ে আসি। 😛 😆

    হা: হা: হা: ইইইইইইইইঁ ওক এ্যঁক কিক কি বললেন? গাধা? তাহলেতো আমিও!!! জাতভাই বলে কথা আছেনা!!!!

    Level 0

    সার্ভিস ম্যানরা গাধা হয় কি করে ? আপনি গাধা,মোইলের সাধারন জ্যাফ সার্ভিসর কথা শুনতে না শুনেত গাধা বলেন।একটি সার্ভিস সেন্টারে আসুন নিজেকে গুড়া মাছ মনে হবে।

পেরেছি…
usb আচ্ছা usb আমার তো jaf নাই…..
usb দিয়ে কি কাজটা করা যাবে।ডাটা কেবলের সাহায্য

    নিশ্চিন্তে করতে পারেন। আমি 2730c সেটেও টেষ্ট করেছি।

Level 0

onek donnobad tune korer jonno.amer apatoto lagce na.prio te raklam.pore jodi lage…..

    আপনার সেটের দীর্ঘায়ু কামনা করছি। চাইনা কারোও সেট নষ্ট হোক। (আমার এলাকারগুলো বাদে!)

vai set er file gula set up dibo kivabe??? ogula to pm file………..

    pm ফাইল অন্য জিনিস। এটারও প্রয়োজন আছে। এটা নিয়ে আমি পরের টিউনে লিখবো। সেটের ফাইলগুলো আপনি যদি নেট থেকে নামান তবে .exe আকারে থাকবে। এটা সেটাপ দিলেই হয়। আর যদি অন্য কোথা থেকে কালেকশন করেন তবে দেখুন .mcu + .ppm +.cnt এই তিন ধরনের ফাইল আছে কিনা। যদি থাকে তবে সবগুলো .C:\Program Files\Nokia\Phoenix\Products\ এ গিয়ে আপনার সেটের rh বা rm দিয়ে যেটা লিখা আছে সে নামে একটি ফোল্ডার তৈরি করে কপি করুন।

    dhonnobad vaia……..ami flash deoar chesta korbo…….jodi problem hoi apnar help lagbe.tai kindly apnar mail id ta den……….

অনেক কাজের একটি টিউন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

জটিল, জসিলা এবং জটিল ভাল টিউন।

ZAF বক্স এর দাম কতো? আপনার কি সেটা জানা আছে? সবাই তো আর ZAF বক্স কিনতে পারবে না। টিউন করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

    Jaf বক্স এর দাম বর্তমান বাজারে দুই হাজারের আশেপাশে হবার কথা। আর সবাই যদি এটা কিনে ফেলে তবে আমাদের ব্যবসার কি হবে? তবে মাল্টিমিডিয়া সেট হলে এটি না কিনলেও চলে।

আমার ইচ্ছা ছিলো…..মোবাইল unlock করা অর্থাৎ number lock কিভাবে খোলা যায়
এবং company থেকে একটি বিশেষ সিম ব্যবহারে বাধ্য করা… (মানে ওই সিমটি একমাএ ওই সেটের জন্যই) থেকে মুক্তির উপায় বার করা
নিয়ে টিউন করবো……
কিন্তু আপনি এটা আমার থেকে ভালো বুঝবেন……..তাই আপনিই এই বিষয়ে টিউন লিখুন…..
টিউন করার জন্য অনেক ধন্যবাদ……

    আমি আপনাকে একবার নয় অনেকবার রিকোয়েষ্ট করবো এই বিষয়ে একটি টিউন করার জন্য । কারন আপনার উপস্থাপনা আমার চাইতে অনেকগুনে ভালো। সেইসাথে আরেকটি কথা বলতে হয় আমি সার্ভিসিং নিয়ে টিউন করতে গিয়ে টিউনের জগতে নি:সঙ্গ হয়ে আছি। সবাই ব্যাস্ত কোন জায়গায় ক্লিক করলে ডলার পাবে। আপনি যদি এ বিষয়ে দুচারটা টিউন করেন তবে আমি একজন সঙ্গী পাই।

vai amar nokia 5130c-2 made in india. amar phone ektu porpor restart nei ar theme sob delete camera nosto evabe flash dile ki somadhan hobe.

    একটু পর পর রিষ্টার্ট নেয়াটা সাধারনত ঠিক হয়ে যায়। কিন্তু ক্যামেরা যদি ভিতর থেকে নষ্ট হয় তবে ঠিক করার উপায় নাই।

USB (ডাটা কেবল) দিয়ে কি আমি এই কাজটা করতে পারব।
আর করলে কি ভাবে করব?
যখন মোবাইল pc তে কানেট করব তখন তিনটি কোন অপশনটা সিলেক্ট করব?
১.pc suite
2.printe nd medai
3.data strong
আর আমাকে যদি nokia 2730 c এর সেটের ফাইলNokia ২৭৩০c RM-578 এর ডাউনলোড লিংকটা খুজে দিতেন।
তাহলে ভাল হত। খুজে পাচ্ছি না।

http://www.mediafire.com/?zuk3xwiun4vfraz থেকে ডাউনলোড করেন। সাইজ ৩৬মেগাবাইট। আর ফ্লাশ দেয়ার জন্য সেট বন্ধ অবস্থায় usb কানেক্ট করুন। এখন সবকিছু ঠিকঠাক করে Flash এ ক্লিক করার পর সেটের পাওয়ার বাটনটা কয়েক সেকেন্ড চেপে রাখুন। ধন্যবাদ

    আপনাকে ধন্যবাদ ট্রা্ই করে দেখি। আবার সমস্যা হলে বলব। ধন্যবাদ

আসলে সত্যি আপনার তুলনা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রিয়তে রাখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে । এন ৯৫ চায়না ও নোকিয়া ৫৮০০ এর ফাইল ডাউনলোডের লিংকটা যদি দিতেন। আর এর আগে যে একজন টিউন করেছিল তিনি যে সফটওয়্যার টি দিয়েছেন সেটা আর আপনার টা মধ্যে ভালো কোনটি??

    আগের টিউনটি থেকে এই টিউনটি অনেক ভাল। আগের টিউনটির ডাউনলোড কারার পর সঠিক ভাবে কাজ করে না। আমি ১৩৮ মেগাবাইট ফাইলা ডাউনলোড করলাম। কিন্তু ফাইল টা কাজ করে না। এই টিউনটা অনেক ভাল আগের থেকে

    http://www.mediafire.com/?wwjm2hetmom এখানে নোকিয়া 5800 এর ফাইল পাবেন। আর এন 95 এর লিংক হলো- http://www.mediafire.com/?zmxmmndniw3 । আর আপনি ব্যবহার করে দেখুন কোনটা ভালো লাগে। ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ গুরুত্বপুর্ন টিউনটির জন্য।
প্রিয়তে …

    আপনাকেও গুরুত্বপুর্ন ধন্যবাদ

Level 0

ami ufs use kori jaf sara kaj hoi ………………..-

    একই হিসাব। আমিতো HWK এর কথা উল্লেখ করেছিই। Hwk হলো Ufs এর আপেডট। কিন্ত লিখেছি Jaf নিয়ে। আপনি সফটওয়ারটি ডাউনলোড করুন। দেখুন ufs দিয়েও কাজ করবে।

Valo abong kajer tune, amar ak ta Sony ericsson set o ase, atar flash er upay o ki likhben?

    আপাতত নোকিয়া নিয়েই লিখছি। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ

vai flashe click korarpor power buton caplam set on holo tarpor set off korbo na on rakhbo ar ki vabe buzbo sete flash hochche ektu janale upokar hoto

    ভাইজান Flash এ ক্লিক করার পর দেখবেন নিচে লিখা উঠবে Press the power button । এখানে power চাপুন। তার আগে চেক করে নিন আপনার ডাটা কেবল ঠিক আছে কিনা অথবা আপনার সেট আমার শর্তগুলো পুরন করছে কিনা। ধন্যবাদ

এই সফটওয়্যারটা দিয়ে কি Nokia 2700c flash দেয়া যাবে? আমি এর flash file টা পেয়েছি, কিন্তু Program এর ভেতর RM-561 মানে আমার Nokia 2700c এর নাম নাই, অনেকে দেখি Nokia 2730, Nokia 5130 এর ফাইল নিয়ে গেলেন, কিন্তু ওইগুলোরও নাম নাই, সেক্ষেত্রে কি করতে হবে? আর এর আগে একজন ভাই এরকমই একটা টিউন করেছিলেন এবং উনি বলেছিলেন যে ওনারটা দিয়ে flash দিলে firmware টা original হবে, এই সফটওয়্যারটা দিয়ে দিলেও কি original হবে? আর Nokia 3110c এর ফাইলটা একটু খুজে দিলে ভালো হত, এটা খুজে পাচ্ছিনা। পরিশেষে এই সুন্দর সফটওয়্যারটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Firmware টা যেহেতু একই জায়গা থেকে আসছে সুতরাং এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কারন এই ফাইলগুলো আমি বানাই নি। এগুলো যারা সেট তৈরি করে তারাই পাঠায়। সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর আপনি যে মডেলগুলোর কথা বললেন আমি টিউনেই উল্লেখ করেছি এটা পুরনো ভার্সন (1.98.62) । এটা আমার কাছে ভালো কাজ করে তাই এটা নিয়েই লিখেছি। আপনি এটা আপডেট করে নিতে পারেন। ধন্যবাদ।

ভাই, সবাই এত এত ধন্যবাদ দিছে জে, আমি পরে এসে জায়গাই খুজে পাছছিলাম না।তারপরও ধন্যবাদ।

    হা হা হা ভাইয়া দুরত্ব যতই হোক কাছে থাকুন।

vai flash button e click korar por dekhai …searching phone tarpor dekhai…no phone found……..amar nokia 3110, ar ami usb die dibo……ar kindly amar set er filer linkta aktu bolben…………….

    searching phone দেখার সাথে সাথে সেটের Power চেপে ধরুন। দেখবেন কানেকশন পেয়ে যাবে।
    ডাউনলোড লিংক : http://www.mediafire.com/?2jy1442dmdo

    vaia amar set er problem hosse je- amar set e power chepe dhorle shudhu nokia lekhata uthe tarpor tinbar shada display die bondho hoye jai…tai akhon ami jodi flash dei tobe kivabe set connect korte pari karon ami koek chesta koresi flash deoar shomoy power button chepe dhore but kaj hoini dekhai phone noi found……….kindly apni aktu taratari help koren……………..flash deoa shomvob kina

    আপনার সমস্যাতো বেশ জটিল মনে হচ্ছে । আপনার usb কেবল কি ঠিক আছে? আমি যতটুকু বুঝতে পারছি আপনার সেটে ফ্লাশ দেয়া ফরজ। কিন্তু এটাতো কানেক্ট হওয়ার কথা। আপনার usb কেবলটি অন্য সেটে দিয়ে চেক করুন বা কারো একটা ধার করুন। আশা করি সাকসেস হবেন।

    vaia ami akta jinish bujte partesi na je amar set to chalui hosse na tahole software ti kivabe connect hobe. amar usb port ta thik ase….ami sondihan je set bondho obosthai ki ai software e flash deoa jabe………amar set e praie ai somossha hoi…a jonno amake prpti mshe taka khoroch korte hoi ….tai kindly give me a solution….thank u

Level 0

মারুফ সাহেব কোথায় কি শেখাতে আসলেন নিজেই যে গাধা হলেন

    sajal1986 আপনাকে বলছি টেকটিউনসে এসেছেন ভালো কথা কিন্তু ভাষা সংযত করুন। এখানে কেও যদি কম্পিউটার শাটডাউন দেয়া নিয়েও টিউন করে তবে আমরা সকলে মিলে উৎসাহ দেই। যদি একান্তই মনে জ্বালা ধরে তবে গালি দেয়ার উপযুক্ত স্থান সামহোয়ার আছে বা অনান্য সাইট আছে সেখানে যান। টেকটিউন্সে আসবেন নিজেকে সংযত করে।
    আপনি লিখেছেন (((sajal1986 says: সার্ভিস ম্যানরা গাধা হয় কি করে ? আপনি গাধা,মোইলের সাধারন জ্যাফ সার্ভিসর কথা শুনতে না শুনেত গাধা বলেন।একটি সার্ভিস সেন্টারে আসুন নিজেকে গুড়া মাছ মনে হবে।))))
    আপনার দুইটি কমেন্টস পড়ে মনে হচ্ছে আপনি সার্ভিস সেন্টারে কাজ করেন। একটি সাধারন টিপসেই আপনার গায়ে আগুন ধরলো কেন? কি বলছেন সার্ভিস সেন্টারে গেলে নিজেকে গুড়া মাছ মনে হবে? এখানে আপনি প্রথমে একজন জনপ্রিয় ব্লগার হাসান যোবায়ের আল ফাতাহ ভাইকে গালি দিয়েছেন। আবার পরে আমাকে উদ্দেশ্য করেছেন। আমরা গাধা বলি আর যাই বলি নিজেদের মধ্যে ফান করে বলেছি।
    শুদ্ধভাবে মোবাইল বানানটি লিখার যোগ্যতা নাই, একটা কমেন্টসে ছয় জায়গায় বানান ভুল আবার জ্ঞান দিতে এসেছে। যত্তসব।

Level 0

মারুফ সাহেব সংযত হতে বলছেন,ফান করবেন বাসায় বসে করবেন কোন আসুবিধা নাই। টেকটিউনসে ভাল জায়গা ফানের জায়গা নয়,গায়ে আগুন ধরবে কেন আপনি টিপস দিয়ে যান । শুদ্ধ বানানের কথা বলেন আমি (বিজয় কি) দিয়ে লিখি অভ্যস টেকটিউনসেতো অভ্র তাই হতে পারে।
(sajal1986 আপনাকে বলছি টেকটিউনসে এসেছেন ভালো কথা কিন্তু ভাষা সংযত করুন/যত্তসব/) সংযত বিষয়টা আপনারো দরকার।টেকটিউনসে আপনার অনেক আগে Log in করেছি আর ভাল টিউনার দেখেছি।

    sajal1986 says: ২৩ জানুয়ারি, ২০১১ at 4:02 পুর্বাহ্ন (Edit)

    সার্ভিস ম্যানরা গাধা হয় কি করে ? আপনি গাধা,মোইলের সাধারন জ্যাফ সার্ভিসর কথা শুনতে না শুনেত গাধা বলেন।একটি সার্ভিস সেন্টারে আসুন নিজেকে গুড়া মাছ মনে হবে।
    ————————————————————————————————————————————————————————-
    সজল ভাই আপনি আপনার এই কমেন্টিটে একটু সংযত হলেই আমার আপত্তি ছিলোনা। আর হাসান যোবায়ের আল ফাতাহ ভাই একজন জনপ্রিয় টিউনার। উনাকে গাধা বলাটা ঠিক হয়নি। আপনি যখন কমেন্টটি করেন তখন এক ছোট ভাই সেগুলো পড়ছিলো। সেও আমাকে গাধা বলে ফেলে!!! এজন্যই আমার মাথাটাও একটু গরম হয়েছিল। আপনি আমার আগে Log in করেছেন ভালো কথা। আমাদের জন্য কিছু লিখুন।
    ————————————————————————————————————————————————————————-
    সেই সাথে আমাদের ঝগড়া পর্বটির সমাপ্তি টানা যাক। এখানে কেউ কাউকে দেখতেই পাচিছনা। মুখোমুখি হলে নাহয় দুজনে কিছুক্ষন লড়াই করে নিব। যে জিতবে সে মোরগ পোলাও খাওয়াবে। ওমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
    ————————————————————————————————————————————————————————-
    আপনি অভ্র 4.5.1 ব্যাবহার করে দেখতে পারেন। বিজয়ের সাথে এটার পার্থক্য সবচেয়ে কম। (আমি ব্যাবহার করি)

আমার ২৭০০ ক্লাসিক ফোনে এই পদ্ধতিতে ফ্লাশ দিলে বাংলা থাকবে ? আমি আমার ফোন থেকেই এই কমেন্ট লিখছি । আমি ফোন ফ্লাশ দেবো কারন আমার বিল্টইন অপেরা মিনি কাজ করছে না ।

    শুধু এই সমস্যার জন্য আমি সাধারনত ফ্লাশ দিইনা। আমার জানামতে Restore factory setting দিলেই কাজ হয়। ফ্লাশ দেয়ার আগে বাংলা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

Level 0

….. bro……….. amar pblm hole amr phn a contact service ashtese….. kono mote korc jaf flash……… nw khali restart dey………. abr korc………. tao……………… 5 min por por,……………….

ভাই প্লিজ একটু সাহায্য করুন । আমি নোকিয়া ৫১৩০ সি-২ মোবাইল টি ফ্লাস করতে চাই । এর RAM-495 । এই সেট ফ্লাস করার জাফ সফটওয়্যার এর ডাউনলোড লিংক তা দিলে খুব উপকার হত । আপনার দেওয়া টিউন গুলো আমার খুব ভাল লাগে । এই টিউন গুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে । এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন এবং আমাদের ভালো ভালো টিউন দিবেন । গুড নাইট ।

Level 0

amar nokia 2700c mobile on korle shudhu contact service lekhata ashe . so please help

Level 0

ভাই,মবাইলে ফ্ল্যাশ দেয়ার পরে কোন ডাটা নাই,নাম্বার গুলো ফেরত পাওয়ার কি কোন উপায় আসে,যদি জানাইতেন ভাল হইত।

Level 0

ভাই nokia 6120 c মোবাইল টি ফ্ল্যাশ মারার পর মোবাইল এ সিম পাচ্ছে না।। sim card not valid বলছে । একাধিক সিম দিয়ে try করেছি । but সিম ছাড়া মোবাইল ঠিক ই চালু হচ্ছে । ফ্ল্যাশ দেয়ার আগে সিম পেত ।। । এখন কি করব????

Level 0

bro apnar dea download link ta kaj kose na . plz good link din.plz.

Level 0

vai..Ami apnar ata dekhe besh kisu soft flash diesi..kintu durvaggo amr nijer nokia n78 a flash dite parci na..flash sese jokhn phn pulling kore tokhn hang hoe thake n phn pc theke disconnect hoe jai..arpor ar kono response dekhi na..onek pore abar set khule flash dile abar akoi prob hoi…ar age may be nokia 5530 exactly mone nei arokm model a same prob hoise…pore frnd dokane nia thik kore anse…bt amr n78 ta pore ase…takar ovabe dokane nia thik o korachi na…plz aktu help koren…

Level 0

NOKIA 6300 FLASH ER SOFTWARE TA DIBEN PLEASE

Level 0

vai post ta darun hoise, ami age thekei flash marte jani ami amar nokia set re e niya 8 bar flash marsi. vai ami ekhon samsung flash mara sikte chai. pls pls sumsong niye 1ta post koren, tnxx

Level 0

মারুফ ভাই আপনার মেইল আইডি টা দেবেন প্লিজ!!!!

Level 0

vai ntun download link dian pls…