আজকে লিখতে চেয়েছিলাম মোবাইলের কিপ্যাড নিয়ে কিন্তু আমার গত টিউনটি শেষ দিকে অসমাপ্ত রেখেছিলাম। তাছাড়া বেখেয়ালে কমেন্টস ডিজেবল হয়ে গিয়েছিলো। এজন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেইসব ভাইকে যারা মেইল করে মতামত জানিয়েছেন এবং আমাকে উৎসাহিত করেছেন।
এখানে বলে দেয়া যেতে পারে অনেক ভাই আমাকে মেইল করে মোবাইল নম্বর চাচ্ছেন। তাদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে বলছি আপনাদের সমস্যাগুলো আমাকে মেইল করেই বিস্তারিত জানালে ভালো হয়। আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। আসলে আমি সারাদিন অতিরিক্ত ব্যস্ত থাকি এবং আমার ফোন অধিকাংশ সময় বন্ধ থাকে বা সাইলেন্ট করা থাকে। রাত্রেই যা একটু সময় পাই নেটে থাকি এবং আপনাদের মুল্যবান টিউনগুলো পড়ি।
আজকে আপনাদের শেখাবো কি ভাবে নোকিয়া সেটে ফ্লাশ বা সফটওয়ার লোড করা যায়। এ বিষয়ে আমার আগেই একজন ভাই টিউন করেছিলেন। টিউনটি খুব সুন্দর হয়েছিলো। আমি তাকে ধন্যবাদ জানাই। টিউনটি দেখতে ক্লিক করুন। কিন্তু তার সফটওয়ারটি আলাদা এবং মোটামুটি বড় আকারের। আমি আজকে JAF দিয়ে নোকিয়া সেট ফ্লাশ দেয়া নিয়ে আলোচনা করবো।
প্রথমেই JAF এর সফটওয়ার ডাউনলোড করুন। আমি বেশ পুরনো ভার্সন দিয়ে টিউনটি করলাম। আপডেট গুলো আপনি http://www.odeon.com থেকে নিতে পারেন। আমি যেটা ব্যাবহার করি সেটাই আপনাদের দিলাম কারন আমার জানামতে এই সফটওয়ারটি কাজে হালকা। প্রথমে JAF 1.68.92 এবং Emulator ডাউনলোড করুন । এখন সমস্যা হলো আপনার সেটের ফাইল। একটুখানি গুগল করলেই অনেক ফাইল পাবেন। তারপরেও আমি একটি নিয়ম বলে দিচ্ছি গুগলে গিয়ে এভাবে লিখুন site:mediafire.com<>Rh-64 এখানে আমি মিডিয়াফায়ার লিখেছি। অন্য ফাইল শেয়ারিং সাইটের নামও লিখতে পারেন। আর Rh-64 হলো নোকিয়া ১৬০০। আপনার সেটের ব্যাটারি খুলে স্টিকারটিতে দেখুন Rh বা Rm দিয়ে কোন সংখ্যা দেয়া আছে। সেটা এখানে লিখুন। আশা করি আপনার সফটওয়ার পেয়ে যাবেন।
ডাউনলোড করার পর প্রথমে JAF সেটাপ দিন। এবার Emulator এবং সবশেষে আপনার সেটের ফাইল। সেটাপ দেয়া শেষ। এবার আপনার JAF বক্সটি কানেক্ট করুন। ড্রাইভার সেটাপ দিন। ডেক্সটপে All JAF PKEY Emulator এ ক্লিক করুন। Open বাটনে ক্লিক করুন। নিচের মতো হবে।
উপরে ট্যাবগুলো লক্ষ করুন। আপনার সেটটি যদি মাল্টিমিডিয়া সাপোটের্ড না হয় অর্থাৎ নোকিয়া ১১০০/১১১০/১১১২/১২০০/১২০২/১২০৮/১৬০০/২৩০০/২৩১০ ইত্যাদি মডেল হয় তবে DCT4 এ ক্লিক করুন। আর যদি মাল্টিমিডিয়া সাপোর্টেড অর্থাৎ ৩১১০/৬৩০০/৭২১০/৫৩০০/৫২০০/৫১৩০ইত্যাদি হয় তবে BB5 এ ক্লিক করুন। এবার লাল মার্কিং করা চেকবক্সগুলো ভালো করে খেয়াল করুন। কারন আপনাকে এভাবেই টিক দিতে হবে।
Use Ini তে ক্লিক করার পর আপনার কাছে সেটের মডেল জানতে চাইবে। জানিয়ে দিন। এবার সেটটি Jaf এর সাথে কানেক্ট করুন। সেটের ব্যাটারি খুলে কেবল টি একটু মাথা খাটালেই লাগাতে পারবেন। CHK বাটনে ক্লিক করুন । যদি সবকিছু ঠিক থাকে তবে নিচের মতো দেখাবে।
এবার আপনি যদি আপনার সেটের জন্য বাংলা ভাষা চান তবে এই লিষ্ট থেকে MJ খুজে বের করুন এবং সিলেক্ট করুন।
এবার সেই কাঙ্খিত ফ্লাশিং শুরু হবে। ক্লিক করুন FLASH বাটনে। Warning ম্যাসেজ আসতে পারে । আসলে Yes করুন। খেয়াল করুন ফ্লাশ চলাকালে যে কোনভাবেই সেটটি ডিসকানেক্ট না হয়। আমরা এই কাজে বড় আকারের ক্লিপ ব্যাবহার করি বা শক্ত রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেই। মোটামুটি ৫-৭মিনিটের মাঝেই ফ্লাশ কমপ্লিট হয়ে যাবে।
আপনার যদি Jaf বক্স না থাকে এবং মাল্টিমিডিয়া সেট হয় তবে বক্স ছাড়াই সফটওয়ার চালু করুন, Usb ডাটা কেবল দিয়ে সেট কানেক্ট করুন এবং এভাবে টিক দিন। এবার উপরের নিয়মে ফ্লাশ দিয়ে নিন।
আশা করি ফ্লাশ দিতে আপনাদের সমস্যা হবেনা।
আমি পুর্বে এবং পরে হার্ডওয়ার নিয়ে যে টেউনগুলো করেছি বা করবো সেগুলো হয়ত সবাই ট্রাই করতে পারবেন না। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে সফটওয়ার জনিত সমস্যার কারনে আপনাদের আর কারো কাছে যেতে হবেনা। অন্তত আমার লিখাগুলো যদি বুঝে থাকেন।
এবার Jaf এর আরোও কিছু কাজ যেগুলো আপনারা বোনাস মনে করতে পারেন : Service Setting এর নিচে অনেকগুলো অপশন আছে তন্ম্যধ্যে
Factory Setting এ গিয়ে আপনার সেটটি ইচ্ছামতো রিষ্টোর করতে পারেন।
File System Format অপশনে গিয়ে মাল্টিমিডিয়া সেটের ইন্টারনাল মেমোরি ফরম্যাট দিতে পারেন।
User Code Edit এ গিয়ে Security Code জানতে/চেন্জ করতে পারেন।
Life Time Reset করতে পারেন।
সতর্কতা : ভাববেন হার্ডওয়ারে না হয় সতর্কতা আছে কিন্তু সফটওয়ারে আবার কি?
মনে রাখবেন এটাও অত্যান্ত রিস্কি কাজ যদি আপনি ভালো মতো বুঝে না করেন। একটু ভুলের জন্য আপনার সেটটি চিরস্থায়ী ডেড হয়ে যেতে পারে।
১। যেভাবে দেখানো হয়েছে তার বাইরে কোন টিক দিবেননা বা কোনটা ছাড়বেন না।
২। চালু সেটে পরীক্ষামুলকভাবে ফ্লাশ দেয়া বোকামী।
৩। কিছু কিছু বাটন যেমন Imei Tool, Erase Fls ইত্যাদি আপনার সেটকে ব্যাবহারের অনুপযোগী করে তুলবে। সুতরাং এগুলোতে কোনভাবেই ক্লিক করবেন না।
৪। একবার বলেছি আবার বলছি ফ্লাশ দেয়ার সময় খেয়াল করুন সেটটি যেন ডিসকানেক্ট না হয়।
৫। ফ্লাশের শেষদিকে এসে অনেক সেটে Error দেখায়। এক্ষেত্রে মাদারবোর্ডটি ওয়াশ করে আবার ট্রাই করুন।
মোবাইল চালু হচ্ছেনা : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
মোবাইলের মাইক্রোফোন : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
অসাধারন কাজটি নিষ্ঠার সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য,আপনাকে আন্তরিক মোবারক বাদ।
চালিয়ে যান গুরু সাথে পাবেন সর্বদা,
আপনাকে ধন্যবাদ গুরুত্বপুর্ন টিউনটির জন্য।