আসসালামু আলাইকুম। আশা করি ২০১০কে পিছনে ফেলে নানান স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ২০১১এর সাথে। গত বছর মোবাইল মেরামত নিয়ে বেশ কিছু টিউন হয়েছিল। তার মধ্যে বেশ কিছু টিউন আমার দৃষ্টিগোচর হয়েছিল বিশেষ করে swaponmahmud এর একটি টিউনে আমি কমেন্ট করেছিলাম যেন কেউ অসতর্ক হয়ে মোবাইল খোলার চেষ্টা না করেন। মোবাইল অনেকগুলো ক্ষুদ্র পার্টসের এক অতিশয় জটিল সমন্বয়। আমরা যারা মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত তাদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হয় কারন একটু ভুলের জন্য একটি সেটের অপমৃত্যু হতে পারে। তো আপনাদের যাদের মোবাইল খোলাখুলির শখ আছে (আইমিন আমাদের ভাতে মারতে চান) তাদের জন্যই আমার এই টিউন। আমি আপনাদের কিছুটা শেখানোর চেষ্টা করবো মোবাইল সার্ভিসিং। (আগেই বলে দিচ্ছি এখানে অনেক জিনিয়াস রথীমহারথী ভাইজানরা আছেন উনাদের জন্য এই টিউন নয়)
প্রথমেই পরিচিত হয়ে নিই মোবাইল সার্ভিসিং এর জন্য যে সব টুলসগুলো প্রয়োজন সেগুলোর সাথে।
১। screwdriver বিভিন্ন সেটের জন্য বিভিন্ন স্ক্রু ড্রাইভার থাকে। আপনারটি দেখে কিনুন।
২। চিমটা । এটা মোবাইল সার্ভিসিং এর জন্য অবশ্যই প্রয়োজন।
৩। Work Station আমরা বলি হটগান বা তাতাল এবং পেষ্ট।
৪। রাং এবং রজন। সোল্ডারিং এর জন্য প্রয়োজন।
৫। টুথব্রাশ এবং ক্লিনার বা থিনার।
৬। সফটওয়ার দেয়ার জন্য HWK/JAF Box
প্রথম দুটি আইটেমের জন্য সবচেয়ে ভালো হয় এখন বক্স আকারে এগুলো পাওয়া যাচ্ছে। আপনি ৩০০/৪০০ টাকা দিয়ে একটি বক্স কিনে নিলে প্রায় সব মোবাইল খুলতে পারবেন। আর হটগান কিনবেন? এটার কাজ খুব সিরিয়াসভাবে করতে হয়। দাম নিবে ২৩০০-২৫০০টাকা। পেষ্ট, রাং এগুলো ৮০-১০০ টাকার মধ্যে হবে এবং টুথব্রাশ বাড়ির পুরনোগুলো দিয়ে কাজ চালিয়ে নিন। থিনারের বোতল একটি ১০০এর আশেপাশে। আর মোবাইলে ফ্লাশ দিতে চাইলে JAF বক্স কিনতে পারেন। দাম ২০০০এর আশেপাশে। এরসাথে আপনার যে সেটের কেবল এর দাম ১৫০টাকা যোগ হবে।
ব্যস! এখন জিনিস কেনা শেষ। আসুন ট্রাই করে দেখি।
ধরে নিলাম আপনার মোবাইলটি হচ্ছে নোকিয়া ১৬০০। মনে করুন আপনার সেটটি পানিতে পড়ে গেছে। এখন আমরা আপনার সেটের বিভিন্ন সমস্যা কল্পনা করবো এবং সেগুলো সারানোর চেষ্টা করবো।
আপনার মোবাইলটি পানি থেকে উঠানোর পর প্রথম কাজ হচ্ছে ব্যাটারি খুলে ফেলা।
এরপর প্রথমে সেটের কেসিং আলাদা করুন।
এবার স্ক্রুগুলো যত্নসহকারে খুলে ফেলুন।
এবার মাদারবোর্ডের অপরে যা যা আছে হালকাভাবে ধরে আলাদা করুন।
ডিসপ্লে খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এখানে কোন শক্তি খাটাবেন না। কারন কোন কারনে রিবন ছিড়ে গেলে ডিসপ্লে কিনতে হবে এবং কানেক্টর উপড়ে গেলে সেট আবার পানিতে ফেলে দিতে হবে ।
সেটের বডি বা চেসিস থেকে মাদারবোর্ডটি তুলে নিন।
এবার টুথব্রাশ হালকাভাবে থিনারে ডুবিয়ে সেটটি ভালোভাবে পরিস্কার করুন। এখন আপনার যদি হটগান থাকে তবে Heater টা চার ভাগের একভাগ ঘুরান বা ৩ এর কাছে রাখুন এবং Air টা পুরোপুরি করে দিন।
তারপর বোর্ডটি ভালোভাবে শুকিয়ে নিন। আর আপনার যদি হটগান না থাকে তবে একটি ২৫ওয়াটের বাল্ব জালিয়ে তার ৩/৪ ইঞ্চি নিচে আধঘন্টা মাদারবোর্ডটি রেখে দিন। আপনার মোবাইল এর শতকরা ৬০% সমস্যা এতেই ঠিক হয়ে যাবার কথা।
সতর্কতা- ১। মোবাইল খোলার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারো সহায়তা নিন।
২। ওয়াশ করার সময় খুব জোরে ব্রাশ দাবাবেন না। এতে কোন পার্টস উপড়ে যেতে পারে।
৩। কোনভাবেই হটগান এর HEAT এর মাত্রা বাড়াবেন না। এতে হিতে বিপরীত হবে।
৪। আবার বলছি ডিসপ্লে আপনার সেটের একটি মুল্যবান অংশ। এটা দেখেশুনে খুলুন।
পরিশিষ্ট- আমার এই টিউনটি শুধুমাত্র সেইসব আগ্রহীদের জন্য যারা ইচ্ছা থাকা স্বত্বেও কোন দিক নির্দেশনার অভাবে সাহস করতে পারছিলেন না। এখানে অনেকেই আছেন যারা অনেক বেশি অভিজ্ঞ। আমরা তাদের কাছ থেকে আরোও তথ্যপুর্ণ টিউন আশা করছি। কারন প্রযুক্তির এই যুগে মোবাইল আমাদের একটি অতি প্রয়োজনীয় সঙ্গী। প্রায়ই আমাদের অনেকের সেটে নানান সমস্যা দেখা দেয় এবং সার্ভিসিং সেন্টারে গিয়ে অনেক টাকা গচ্চা যায়। আমরা আশা করবো টেকটিউন্সে আরোও বেশি মোবাইল বিষয়ক টিউন আসুক আমরা যাতে নতুন কিছু শিখতে পারি। সেইসাথে আপনাদের মোবাইলের যে কোন সমস্যা আমাদের অবহিত করতে পারেন। আমি এবং এখানে যারা এই লাইনে আছি তারা আন্তরিকভাবে আপনার সমাধান দেয়ার চেষ্টা করবো। আমি প্রতি বছর একটা নতুন কিছু শেখার নিয়্যাত করে অগ্রসর হই। এবারোও একটি বিষয় শিখছি। অবশ্য আপনাদের টিউন থেকেই তবে তা এখন বলবোনা। আপনারাও কিছু একটা শুরু করুন। আমরা সবাই সফল হবো। সবার কমেন্ট আশা করছি।
***** আমার এর আগের টিউন এ গিয়ে একবার হাজিরা দিয়ে আসতে পারেন। নতুন বছরে কাজে লাগবে*****
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
অসাধারন টিউন,
এইটা কি ধারাবাহিক টিউন নাকি?
কারন আপনি প্রশ্ন করেছেন শিখতে ছাই নাকি ভাই আমিতো শিখতে চাই তাই আশা করছি সামনেও এই ধরনের টিউন চাই।
আপানাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও কাজের টিউনটির জন্য।