শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

আসসালামু আলাইকুম। আশা করি ২০১০কে পিছনে ফেলে নানান স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ২০১১এর সাথে। গত বছর মোবাইল মেরামত নিয়ে বেশ কিছু টিউন হয়েছিল। তার মধ্যে বেশ কিছু টিউন আমার দৃষ্টিগোচর হয়েছিল বিশেষ করে swaponmahmud এর একটি টিউনে আমি কমেন্ট করেছিলাম যেন কেউ অসতর্ক হয়ে মোবাইল খোলার চেষ্টা না করেন। মোবাইল অনেকগুলো ক্ষুদ্র পার্টসের এক অতিশয় জটিল সমন্বয়। আমরা যারা মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত তাদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হয় কারন একটু ভুলের জন্য একটি সেটের অপমৃত্যু হতে পারে। তো আপনাদের যাদের মোবাইল খোলাখুলির শখ আছে (আইমিন আমাদের ভাতে মারতে চান) তাদের জন্যই আমার এই টিউন। আমি আপনাদের কিছুটা শেখানোর চেষ্টা করবো মোবাইল সার্ভিসিং। (আগেই বলে দিচ্ছি এখানে অনেক জিনিয়াস রথীমহারথী ভাইজানরা আছেন উনাদের জন্য এই টিউন নয়)

প্রথমেই পরিচিত হয়ে নিই মোবাইল সার্ভিসিং এর জন্য যে সব টুলসগুলো প্রয়োজন সেগুলোর সাথে।

১।  screwdriver বিভিন্ন সেটের জন্য বিভিন্ন স্ক্রু ড্রাইভার থাকে। আপনারটি দেখে কিনুন।

২। চিমটা । এটা মোবাইল সার্ভিসিং এর জন্য অবশ্যই প্রয়োজন।

৩। Work Station আমরা বলি হটগান বা তাতাল এবং পেষ্ট।

৪।  রাং এবং রজন। সোল্ডারিং এর জন্য প্রয়োজন।

৫। টুথব্রাশ এবং ক্লিনার বা থিনার।

৬। সফটওয়ার দেয়ার জন্য HWK/JAF Box

প্রথম দুটি আইটেমের জন্য সবচেয়ে ভালো হয় এখন বক্স আকারে এগুলো পাওয়া যাচ্ছে। আপনি ৩০০/৪০০ টাকা দিয়ে একটি বক্স কিনে নিলে প্রায় সব মোবাইল খুলতে পারবেন। আর হটগান কিনবেন? এটার কাজ খুব সিরিয়াসভাবে করতে হয়। দাম নিবে ২৩০০-২৫০০টাকা। পেষ্ট, রাং এগুলো ৮০-১০০ টাকার মধ্যে হবে এবং টুথব্রাশ বাড়ির পুরনোগুলো দিয়ে কাজ চালিয়ে নিন। থিনারের বোতল একটি ১০০এর আশেপাশে। আর মোবাইলে ফ্লাশ দিতে চাইলে JAF বক্স কিনতে পারেন। দাম ২০০০এর আশেপাশে। এরসাথে আপনার যে সেটের কেবল এর দাম ১৫০টাকা যোগ হবে।

ব্যস! এখন জিনিস কেনা শেষ। আসুন ট্রাই করে দেখি।

ধরে নিলাম আপনার মোবাইলটি হচ্ছে নোকিয়া ১৬০০। মনে করুন আপনার সেটটি পানিতে পড়ে গেছে। এখন আমরা আপনার সেটের বিভিন্ন সমস্যা কল্পনা করবো এবং সেগুলো সারানোর চেষ্টা করবো।

আপনার মোবাইলটি পানি থেকে উঠানোর পর প্রথম কাজ হচ্ছে ব্যাটারি খুলে ফেলা।

এরপর প্রথমে সেটের কেসিং আলাদা করুন।

এবার স্ক্রুগুলো যত্নসহকারে খুলে ফেলুন।

এবার মাদারবোর্ডের অপরে যা যা আছে হালকাভাবে ধরে আলাদা করুন।

ডিসপ্লে খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এখানে কোন শক্তি খাটাবেন না। কারন কোন কারনে রিবন ছিড়ে গেলে ডিসপ্লে কিনতে হবে এবং কানেক্টর উপড়ে গেলে সেট আবার পানিতে ফেলে দিতে হবে ।

সেটের বডি বা চেসিস থেকে মাদারবোর্ডটি তুলে নিন।

এবার টুথব্রাশ হালকাভাবে থিনারে ডুবিয়ে সেটটি ভালোভাবে পরিস্কার করুন। এখন আপনার যদি হটগান থাকে তবে Heater টা চার ভাগের একভাগ ঘুরান বা ৩ এর কাছে রাখুন এবং Air টা পুরোপুরি করে দিন।

তারপর বোর্ডটি ভালোভাবে শুকিয়ে নিন। আর আপনার যদি হটগান না থাকে তবে একটি ২৫ওয়াটের বাল্ব জালিয়ে তার ৩/৪ ইঞ্চি নিচে আধঘন্টা মাদারবোর্ডটি রেখে দিন। আপনার মোবাইল এর শতকরা ৬০% সমস্যা এতেই ঠিক হয়ে যাবার কথা।

সতর্কতা-        ১। মোবাইল খোলার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারো সহায়তা নিন।

২। ওয়াশ করার সময় খুব জোরে ব্রাশ দাবাবেন না। এতে কোন পার্টস উপড়ে যেতে পারে।

৩। কোনভাবেই হটগান এর HEAT এর মাত্রা বাড়াবেন না। এতে হিতে বিপরীত হবে।

৪। আবার বলছি ডিসপ্লে আপনার সেটের একটি মুল্যবান অংশ। এটা দেখেশুনে খুলুন।

পরিশিষ্ট- আমার এই টিউনটি শুধুমাত্র সেইসব আগ্রহীদের জন্য যারা ইচ্ছা থাকা স্বত্বেও কোন দিক নির্দেশনার অভাবে সাহস করতে পারছিলেন না। এখানে অনেকেই আছেন যারা অনেক বেশি অভিজ্ঞ। আমরা তাদের কাছ থেকে আরোও তথ্যপুর্ণ টিউন আশা করছি। কারন প্রযুক্তির এই যুগে মোবাইল আমাদের একটি অতি প্রয়োজনীয় সঙ্গী। প্রায়ই আমাদের অনেকের সেটে নানান সমস্যা দেখা দেয় এবং সার্ভিসিং সেন্টারে গিয়ে অনেক টাকা গচ্চা যায়। আমরা আশা করবো টেকটিউন্সে আরোও বেশি মোবাইল বিষয়ক টিউন আসুক আমরা যাতে নতুন কিছু শিখতে পারি। সেইসাথে আপনাদের মোবাইলের যে কোন সমস্যা আমাদের অবহিত করতে পারেন। আমি এবং এখানে যারা এই লাইনে আছি তারা আন্তরিকভাবে আপনার সমাধান দেয়ার চেষ্টা করবো। আমি প্রতি বছর একটা নতুন কিছু শেখার নিয়্যাত করে অগ্রসর হই। এবারোও একটি বিষয় শিখছি। অবশ্য আপনাদের টিউন থেকেই তবে তা এখন বলবোনা। আপনারাও কিছু একটা শুরু করুন। আমরা সবাই সফল হবো। সবার কমেন্ট আশা করছি।

***** আমার এর আগের টিউন এ গিয়ে একবার হাজিরা দিয়ে আসতে পারেন। নতুন বছরে কাজে লাগবে*****


Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন,
এইটা কি ধারাবাহিক টিউন নাকি?
কারন আপনি প্রশ্ন করেছেন শিখতে ছাই নাকি ভাই আমিতো শিখতে চাই তাই আশা করছি সামনেও এই ধরনের টিউন চাই।
আপানাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও কাজের টিউনটির জন্য।

    প্রথমেই আপনার কমেন্ট পাব আশ করিনি। আসলে এই টিউনটি ধারাবাহিক কিনা আমিও বুঝতে পারছিনা। তবে সবার সাড়া পেলে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

    আপনাকে একটা কথা বলি যেই কোন ধারাবাহিক টিউনেই কিন্তু খুব একটা কমেন্ট আসেনা তারপরেও টিউনারগন চালিয়ে যান তাছাড়া অনেক ভাল ভাল টিউনেও কমেন্টের অবস্থা দেখলে মনে হয় টিউনার কি টিউন করা বন্ধ করে দিবেন নাকি কিন্তু না বন্ধ করে না।কারন টিউনারগন নিঃস্বার্থ ভাবে নিজেকে উজার করে টিউন করে আমাদের মতন কম জানাদের উপকারের জন্য।তাই আপনাকে বলব যদি ভান্ডারে থাকে এগিয়ে যান আমাকে পাবেন আপনার সাথে।

    সহমত, চালিয়ে যান আশা করি কম্পিলিট করবেন

চালিয়ে যান। ভালো লাগলো।

এই রকম টিউন আর ও চাই।ধন্যবাদ

Level 0

বাহ খুব কাজের একটা টিউন করেছেন ভাইয়া। আমি বলবো কে কি বল্লো সেদিকে চিন্তা না করে টিউন চালিয়ে যান।

    চেষ্টা করবো ইনশাআল্লাহ

আহা কি দেখালেন
মোবাইল ধরলেই ৫০ টাকা কম কেও নেয় না।
একটা কথা হটগান এর বদলে রোদে রাখলে কি কাজে দেবে……………………
আপনার পরবর্তী টীউনের আপেক্ষায়

ধন্যবাদ

    রোদে না রেখে বাল্ব থেরাপি দিতে পারেন। এটাই ভালো পদ্ধতি।

খুব ভাল এবং প্রয়োজনীয় টিউন। মারুফ ভাইকে অন্তরের অন্তস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো নিয়মিত ধারাবিহকটি চালিয়ে যাবেন।

Level 0

আপনার টিউনের বিষয়টি আমার পছন্দের একটি জগৎ, এক কথায় আমি হবি ইলেকট্রনিক্স এর নেশায় আসক্ত । জীবিকার কারনে এখন দেশের বাইরে থাকতে হয় বলে এখন আর তেমন সুযোগ পাই না। আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখব। জানা থাকলে সেয়ার করবেন।
১) বাংলাদেশের ঠিক কোথায় হটগান এবং JAF বক্স পাওয়া যাবে।
২) JAF বক্স কি নিদিষ্ট ফোনের জন্য নাকি সব ফোন এর কাজ করা যায়? মোবাইল অপারেটিং সফ্টওয়ারটা কি এর ভিতরেই থাকে নাকি এটা অন্য কোন সোর্স থেকে দিতে হয়? যেমন ইন্টারনেট।
৩) আমি একটি সফটওয়ার দেখেছিলাম, যেখানে ফোন মডেল এবং সমস্যার (Drop down list) কথা উল্লেখ করে দিলে PCB Board এর ঠিক কোথায় চেক করতে হবে তা দেখিয়ে দেয়, এমন কি কোন লাইনটি Disconnect থাকতে পারে তা হাইলাইট করে দেয়। এধরনের সফটওয়ার কোথা থেকে সংগ্রহ করতে পারি।
৪) কিছু কিছু ওয়েবসাইট আছে, যেখানে মোটামুটি মার্কেটে প্রচলিত সব ধরনের ফোনের ফার্মওয়্যার কিনতে পাওয়া যায়। এ ধরনের কোন ওয়েব এড্রেস কি জানাতে পারেন?

অনেক প্রশ্ন করে ফেল্লাম, ভাল থাকবেন এবং টিউন চালিয়ে যাবেন এই প্রত্যাশায় এ যাত্রায় ছেরে দিচ্ছি। আর একটি কথা- আপনার চেহারা আমার খুব পরিচিত মনে হচ্ছে। যদিও বয়সে আমার থেকে ৫০% এর একটু বেশি হবেন।

    অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি ঢাকায় থাকেন তবে মোবাইল সার্ভিসিং এর প্রয়োজনীয় সকল জিনিসের আক্ষরিক অর্থে খনি হচ্ছে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেট। এখানে আপনি স্বল্পমুল্যে সবকিছুই পাবেন। তাছাড়া বাংলাদেশের যে কোন জেলা শহরে এগুলো এখন সহজেই পাওয়া যায়। JAF বক্স দিয়ে সকল Nokia সেটে ফ্লাশ দেয়া যায়। এটি কেনার সময়ই আপনি বিভিন্ন সেটের Product File চেয়ে নিতে পারেন। আর মোবাইলের ফার্মওয়ার কিনবেন কেন? এগুলোতো নেটে হাজারে হাজার পাবেন। যে সফটওয়ারের কথা বললেন এগুলো অনেক পাওয়া যায়। forum.gsmhosting.com এ গিয়ে আপনি এগুলো সম্পর্কে আরো অনেক জানতে পারবেন।

    অফটপিক : আপনার বাড়ী কোন জেলায়? আমি চাঁপাই নবাবগঞ্জ। আর বয়স? আপনার তো প্রোফাইল পিকচার নাই কিভাবে বুঝবো? আমার অর্ধেক হলে তো আপনার এখন টম এন্ড জেরি দেখার কথা। অন্তত আমার ভাগনে তাই করে।

    Level 0

    লেখার সময়ই বুঝতে পারছিলাম যে, বয়স নিয়ে কনিফউশন হবে। আমি নিজেই কনফিউস্ড ছিলাম, কিন্তু ব‌্যস্ততার করনে ঠিক করা হয়নি। আমার বয়স ৩১। সে হিসাবে এর ৫০% হলো ১৫+, এর সাথে আর একটু বাড়ালাম ২, তার মানে আপনার আনুমানিক বয়স ১৭-১৮
    আমার বাড়ি রংপুরে। থাকি মালয়শিয়ায়। আমি (—-) একটি প্রজেক্ট এ আছি। সাউত-ইস্ট এশিয়া প্যাসেফিক এর জন্য “Specialist-MIS” হিসাবে কাজ করি।
    আমার এক বন্ধু আছে, নাম রুবেল। ওর চেহারা সাথে আপনার চেহারার মিল আছে। তাই ভেবেছিল ওর ছোট ভাই হতে পারেন।
    ভাল থাকবেন।
    বিঃদ্রঃ আমি এখনও টম এন্ড জেরি দেখি।

    নাহ! এই ছবি দিয়ে আর চলবেনা। কয়েকদিন আগে একজনকে আমার এই ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়েছিলাম গ্রামীন সিম কেনার জন্য। তারা নাকি বলেছে ছবির সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই। বলে যে বাচ্চা বাচ্চা ভাব। আসলে আমার বয়স ২৩। প্রোফাইল পিকচারটা তাড়াতাড়ি আপডেট করা দরকার।

    (আমি এখনোও টম এন্ড জেরি দেখি! মর্মান্তিক আনন্দ)

অনেক জটিল। যাই হোক, আপনি নিস্বার্থ ভাবে শিখাতে পারেন। কারন, এগুলো অনেক প্রাকটিসের প্রয়োজন। তাই সবাই শিখে ফেললেও আপনার পেটে লাথি পড়বে না। সেটা ১০০% শিউর।
আর আতাউর রহমান ভাইয়ের সাথে আমি একমত। টিউনটি ধারাবাহিক করে চালিয়ে যান(চাহিদার গুষ্টি খিলান)। টেকটিউনসের অলিখিত নিয়মঃ এখানে টিউটোরিয়ালে কমেন্ট কম পরে।

    সবাইকে শেখানোর জন্যইতো লিখার চেষ্টা করছি। আসলে জানার অধিকার সবারই আছে। ধন্যবাদ আপনাকে।

জটিলস্ হয়েছে, চালিয়ে যান।

    ধন্যবাদ্সসসসসসসসসসসসসসসসসসসসসস

nice tune.thanks advance for continue

টিউন ভালো হয়েছে। রিবন ও কানেক্টর এর ছবি দিলে ভালো হতো। পরবতী টিউনে অারো ভালো কিছু অাশা করি।

    যেহেতু নোকিয়া ১৬০০তে রিবন নাই তাই ছবি দেয়া গেলনা। পরবর্তীতে রিবনওয়ালা সেটের ক্ষেত্রে বিস্তারিত দেয়ার চেষ্টা করব। Thanks

এই রকম টিউন আর ও চাই।ধন্যবাদ

Level 0

খুব দরকারি টিউনস করেছেন এ জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা একটু প্লিজ দিবেন। আমার খুব দরকার। আমার মোবাইল- 01712481703।

    ভাইয়া আপনাকে ধন্যবাদ। আররররররররররররররররররররররররররর ফোন নাম্বারটি না নিলে হয়না?
    ইমেইলে যোগাযোগ করতে পারলে আমার জন্য ভালো হয়

আমি বলি এই ধরনের টিউনে মন্তব্যের কোন অভাব হবে না। শুধু মাত্র কন্টিনিউ করে যান।
অসাধারন হয়েছে। 😀

    মোটামুটি কনফিউজড ছিলাম এই বিষয়টির উপর টিউন শুরু করবো কিনা। কিন্তু আপনাদের এতগুলো রেসপন্স পেয়ে আগ্রহটা অনেকগুন বেড়ে গেল। ধন্যবাদ।

    (আল-ফাতাহ বাসে চড়িবার মঞ্চায়)

Level 0

টিউন ভালো হয়েছে ,চালিয়ে যান।

আপানাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও কাজের টিউনটির জন্য।

আমিও চাই মোবাইলীয় টিউন গুলো যাতে করে ধারাবাহিকতা বজায় রাখে।আর এর জন্য মারুফ ভাইকে আমাদের একান্ত প্রয়োজন।ধন্যবাদ মারুফ ভাই আপনাকে

    শুধু আমি একাই কেন? আমি অনুরোধ করবো এই বিষয়ে যারা অভিজ্ঞ সবাইকে এগিয়ে আসতে। কারন বাংলা ভাষায় মোবাইল সার্ভিসিং বিষয়ে কোন ভালো সাইট নাই। আসুন আমরা সবাই মিলে টেকটিউনসকে সমৃদ্ধ করে তুলি।

ভাই আপনি মোবাইল ঠিক করার ব্যাপারে আরও টিউন করেন।

Level New

জটিল টিউন, আপনার কাছ থেকে ধারাবাহিক টিউন আশা করি,
মোবাইল সার্ভিসিংসের উপর আসলেই তেমন কনো টিউন নেই।
ধন্যবাদ,ভালো থাকবেন।

চালিয়া যান ………………………………………………………………………………………………………………

দারুন টিউন !!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

ভাই ভাল ভাবে মোবাইল সাভিসিং কোথায় শিখা যায় দয়া করে আমাকে জানাবেন কি? ভাল থাকবেন।