যে কোন মোবাইল ফোন এর কী প্যাড সমস্যার সমাধান

মোবাইল ফোন ব্যবহার করতে গেলে আমাদের অনেক সমস্যায় ভুগতে হয় তার মধ্যে ১ টি অন্যতম সমস্যা হল কী প্যাড প্রবলেম আজ আমি আপনাদের জানাব কি ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । আমাদের অনেকের মোবাইলেই ১টি ২টি বা কয়েক টি বাটন কাজ করেনা বিশেষ করে কোনায় যে বাটন গুলু থাকে সে গুলু এই সমস্যা টি হয়ে থাকে মাদার বোর্ড এ ময়লা জমলে এই জন্য জা করতে হবে প্রথমে আপনার মোবাইল টি খুলুন এবার মাদার বোর্ড থেকে বাটন এর প্লাস্টিক আবরন টি তুলে নিন তুলার আগে চিত্র ১ তুলার পর চিত্র ২ নিচের স্ক্রীন শট টি দেখুন ।

এবার যে বাটন গুলু কাজ করে না সেই বাটন গুলুর উপর দেখতে পাবেন নিল অথবা কাল রঙের ময়লা জমে আছে সে গুলু থিনার অথবা কেরোসিন দারা পরিস্কার করে নিন এখন দেখবেন প্লাস্টিক এর নিচে যে তিনে বাটন তাতেও ময়লা জমে আছে সে গুলুও আকই ভাবে পরিস্কার করে নিয়ে সেট ফিটিং করুন দেখবেন কাজ হয়ে গেছে । আবার জাদের মোবাইল এ এক ২ টি বাটন খুব জুরে চাপ দিতে হয় বা একটি চাপ দিলে অনেক চাপ লেগে যায় তারাও একই ভাবে তাদের সমস্যার সমাধান করতে পারবেন ।

বিঃদ্রঃ- না জেনে মোবাইল ফোন খুলার চেষ্টা করবেন না।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজ আপনার অনেকগুলো টিউন দেখা যাচ্ছে…. 🙂

ধন্যবাদ…… অফটপিকঃ ইন্টারনেটে রিয়েল টাইম ভয়েস চেঞ্জার হিসেবে কোন সফটওয়ার ভালো? যার মাধ্যমে male to female, female to male, kids, old etc ভয়েস চেঞ্জ করা যায়। এর ব্যবহার যদি কেউ করে থাকেন তাহলে প্লিজ এর টিউটরিয়াল সহ একটা টিউন করবেন। আর এর আগে যদি এই ব্যপারে টিউন কেউ করে থাকে তাহলে তার লিঙ্কটা প্লিজ কেউ দিবেন? আমি অনেক খোজাখুজি করেও এরকম কিছু পেলাম না, জানাবেন কি?

ভাই আপনি ভাববেন না আমি ট্রাই না করে কোন কিছু করি আমার কাছে যখন মোবাইল সারভিসিং করার জন্য নিয়ে আসা হয় তখন আমি এভাবেই করে থাকি এক জনের সম্পর্কে না জেনে বাজে কথা বলবেন না । আর আমি এখানে এমন কোন জটিল কথা বলিনাই জাতে কার ক্ষতি হতে পারে । so এরপর থেকে কারো সম্পর্কে কিছু বলতে গেলে বুজে শুনে বলবেন। আর আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে আপনি ভাল একজন মোবাইল সারভিসিং ইঞ্জিনিয়ার কে গিয়ে এই কথাটা বলবেন তখন পারবেন আমার বিদ্ধা ভয়ঙ্কর না আপনার। আপনি ত olpo আর ভয়ংকর কিভাবে লিখতে হয় তাই জানেন না আপনি কি ভাবে বুজবেন কার বিদ্যা ভয়ংকর। so mind your language.

    কে বলল এই সব কথা? 🙂

      ভাই আপনাকে বলি নাই জাকে বলেছি সে বুঝে নিয়েছে আর আমি তার কমেন্ট টা মুছে দিয়েছি আপনি কিছু মনে করবেন না
      ওনাদের মত লুকের জন্য মানুষ টিউন করতে চায় না কারো সম্পর্কে না জেনে বাজে কথা বলে

যে কোন মোবাইল নয়। ১০% মোবাইল এর কী প্যাড সমস্যার সমাধান।

    হা ঠিক কথা কিপ্যাড কাজ না করলে শুধু কিপ্যাড ওয়াস করলেই টিক হয় না কিপ্যাড আইচিও সমস্যা থাকতে পারে

Level 0

vai ami amar imobile kulte parci na.sob scrue kulci but cover ta parci na.help korben plsssssssss