মোবাইল ফোন ব্যবহার করতে গেলে আমাদের অনেক সমস্যায় ভুগতে হয় তার মধ্যে ১ টি অন্যতম সমস্যা হল কী প্যাড প্রবলেম আজ আমি আপনাদের জানাব কি ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । আমাদের অনেকের মোবাইলেই ১টি ২টি বা কয়েক টি বাটন কাজ করেনা বিশেষ করে কোনায় যে বাটন গুলু থাকে সে গুলু এই সমস্যা টি হয়ে থাকে মাদার বোর্ড এ ময়লা জমলে এই জন্য জা করতে হবে প্রথমে আপনার মোবাইল টি খুলুন এবার মাদার বোর্ড থেকে বাটন এর প্লাস্টিক আবরন টি তুলে নিন তুলার আগে চিত্র ১ তুলার পর চিত্র ২ নিচের স্ক্রীন শট টি দেখুন ।
এবার যে বাটন গুলু কাজ করে না সেই বাটন গুলুর উপর দেখতে পাবেন নিল অথবা কাল রঙের ময়লা জমে আছে সে গুলু থিনার অথবা কেরোসিন দারা পরিস্কার করে নিন এখন দেখবেন প্লাস্টিক এর নিচে যে তিনে বাটন তাতেও ময়লা জমে আছে সে গুলুও আকই ভাবে পরিস্কার করে নিয়ে সেট ফিটিং করুন দেখবেন কাজ হয়ে গেছে । আবার জাদের মোবাইল এ এক ২ টি বাটন খুব জুরে চাপ দিতে হয় বা একটি চাপ দিলে অনেক চাপ লেগে যায় তারাও একই ভাবে তাদের সমস্যার সমাধান করতে পারবেন ।
বিঃদ্রঃ- না জেনে মোবাইল ফোন খুলার চেষ্টা করবেন না।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খরচ কত পড়লো?? এখানে দেখতে পারেন http://www.businessfinancemagz.co.cc/archives/bangladesh-satellite-channel-bangla-tv-frequency-and-symbol-rate.php