টেকটিউনে এটি আমার ২য় টিউন আমি টিটিতে প্রবেশ করেছি অনেক দিন কিন্তু টিউন করার নিয়ম জানতাম না বলে ইচ্ছা থাকা সত্তেও টিউনে করতে পারিনি কয়েক দিন আগে সাবিহা,র শিখে নিন টিউন করা আর হয়ে উঠুন চরম টেকটিউনার টিউন টি দেখে আমি টিউন করা শিখে গেলাম । আর হে সাবিহা আপনাকে সাবিহা বললাম বলে আপনি আবার মাইন্ড করবেন না কারন আপনার প্রোফাইল পিকচার দেখে ছেলে মনে হয় আবার নাম দেখে মেয়ে মনে হয় তাই আমি ভাইয়া দাকব না আপু ডাকব ভাবে পেলাম না তাই সাবিহা বললাম আপনি জলদি সবাই কে জানিয়ে দেন আপনি ছেলে না মেয়ে কারন এই বেপার টা নিয়ে অনেকেই confused । যাক আমি চিন্তা করলাম টিটি থেকে ত অনেক নিয়েছি এবার টিটিকে কিছু দেয়া প্রয়োজন তাই টিটি কে কিছু দেয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা । বক বক অনেক করলাম এবার কাজের কথায় আসি।
আমরা অনেকেই আছি যারা নকিয়া ১১১০ বা ১৬০০ মডেল মোবাইল ফোন ব্যাবহার করি কিন্ত হঠাৎ করে দেখা গেল আপনার মোবাইল এ sim card থাকা সত্ত্বেও insert simcard লেখা উঠতেছে আপনি সিম টি খুলে আবার লাগালেন কিন্ত তাতেও কিছু হচ্ছেনা কোন অবস্থাতেই মোবাইলে সিম পাচ্ছেনা তখন ব্যাধ্য হয়েই আপনাকে যেতে হতে হবে মোবাইল সারভিসিং engineerএর কাছে কিন্তু একটু বুদ্ধি খাটালে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন । এই জন্য মোবাইল টা খুলে চারজিং কানেক্টর এর পিন গুলু ভালভাবে থিনার দারা পরিস্কার করে দিন এবং সেই সাথে মাদার বোর্ডের যেখানে কানেক্টর টি লাগে সেই খানটা ও ভালভাবে থিনার দারা পরিস্কার করে দিন এবার মাদার বোর্ড টি ভালভাবে শুকিয়ে ফিটিং করে সিম লাগান । এইভাবে পরিস্কার করে লাগিয়ে ও যদি কাজ না করে তাহলে charging কানেক্টর change করে দেখেন আশা করছি কাজ হবে । এর পর ও কাজ না করলে বুঝতে হবে আপনার সিম IC damage অথবা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে সিম IC তে সামান্য হিট দিলে হয়ে যাবে আর তাতেও না হলে সিম IC change করতে হবে। আর হে IC তুলে ফেলে দিয়ে নিচের স্ক্রীন শট এর মত jumpar বানিয়ে পারলেও আপনার কাজ চলে যাবে ।
বিঃদ্রঃ- মোবাইল থিনার দারা ওয়াশ করার পর ভালভাবে না শুকিয়ে কখনো battery সংযোগ দিবেন না এতে আপনার সেটের অনেক বড় ক্ষতি হতে পারে এমন কি সেট DEAD ও হতে পারে।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো