হ্যান্ডস অন রিভিউ :: Logitech m187 Wireless Mouse

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সকলে? আমি ভালই আছি মহান আল্লাহ তাআলার রহমতে এবং প্রিয়জনদের দোয়ায়।

আইডিবি থেকে বড় আপু মাউস কিনে আনল। সেটা দেখেই রিভিউ লিখতে বসলাম।

মাউসটি লজিটেক ব্র্যান্ডের এম ১৮৭ মডেলের। বেশ সুন্দর। ব্লুটুথ বা ওয়াইফাই ইউজ করে কাজ করে না। সরাসরি ওয়ারলেস দিয়ে কাজ করে। ২.৪ গিগাহার্জ ক্ষমতার ইউএসবি রিসিভার এবং ট্রান্সমিটার ব্যবহার হয়েছে এই মাউসে। অনেক ছোট আকারে বলে ধরে রাখতেও আরাম।

২.৪ গিগাহার্জ হাই স্পিড টেকের কারণে মাউস সহজে ডিস্কানেক্ট হয় না। ৩ মিটার রেঞ্জ।

মাউস চালাতে লাগে একটা এএএ সাইজ ব্যাটারি। মানে মাত্র ১.৫ ভোল্ট!

ইনভিসিবল লেজার লাইট, তাই চার্জ কম খরচ হবে।

ইউএসবি রিসিভার ছাড়া কোনোভাবেই মাউস কাজ করবে না। আগেই বলে দিয়েছি, যেহেতু এটি ওয়ারলেস মাউস, ব্লুটুথ বা ওয়াইফাই মাউস না।

কেননা ওয়ারলেস টেকনোলোজি সম্পুরনই আলাদা, এর সাথে ওয়াইফাই বা ব্লুটুথের মিল থাকলেও ফ্রিকুয়েন্সি অনেক আলাদা। এবং এটি রিলায়েবল। অন্য কোন ব্লুটুথ বা ওয়াইফাই সিগন্যালের জন্য ডিস্রাপ্ট বা ডিসকানেক্ট হবার কোন চান্স নেই। মাউসটি দেরাজ ডট কম ডট বিডি (daraz.com.bd) এবং অন্যান্য অনালাইন স্টোর এবং আইডিবি কম্পিউটার সেন্টার এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে পাবেন।

মাউসটির দাম ১০৫০ টাকা।

সকলকে ধন্যবাদ আমার এই বিরক্তিকর রিভিউ পড়ার জন্য।

তো অনেকে হয়ত তাদের কিছু সমস্যার সমাধান পেলেন, আবার নতুন কিছু জানলেনও।
তাই আজ আল্লাহ হাফেজ। সুযোগ পেলে আমার ব্লগে ঘুরে আসবেন, আপনার বয়স ১৮ এর কম হলে চাইলে ব্লগের নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে যোগ দিতে পারেন।আমার ব্লগ ও নিউজ পোর্টাল জিআর+ বাংলাদেশ, ফেসবুকে আমি

সৌজন্যেঃ জিআর+ বাংলাদেশ

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনারদের জন্য দারুন সুযোগ, মিস করা একদম ঠিক হবে না
বিস্তারিত: https://www.techtunes.io/tech-talk/tune-id/439233