৭২০০ নাকি ৫৪০০ RPM হার্ড ডিস্ক ড্রাইভ কোনটি বেছে নিবেন? by LuckyFM

আসসালামুয়ালাইকুম,

অফটপিকঃআমি লাকি এফএম টিটিতে টিউন নিয়ে আবার প্রত্যাবর্তন, দ্বিতীয় সেশান নিয়ে, তো চলুন শুরূ করা যাক 🙂

আমরা সবাই কম বেশি একটা বেপার জানি যে হার্ড-ডিস্ক ড্রাইবে ডাটা ট্রান্সফার হয় এর মধ্যে থাকা গোল চাকতির ঘূর্ণনের মাধ্যমে। তো আমরা যারা ডেস্কটপ পিসি ইউজ করি তারা পিসি ক্রয় করার সময় নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে হার্ডড্রাইভের প্যাকেটের গায়ে ৭২০০ RPM লিখা ছিল আর ল্যাপটপের ক্ষেত্রে ৫৪০০ আর পি এম। এক্ষেত্রে RPM এর পূর্ণ অর্থ দাঁড়ায় রেভলুশান পার মিনিট(Revolutions Per Minute )। এই আর পি এম বুঝায় যে হার্ড ডিস্কের ইন্টারনাল প্লেটটি/চাকতিটি/ডিসটি কত দ্রুত(ঘূর্নন গতি) ঘুরবে। যদিও দ্রুততাই পারফরমেন্সের জন্য ভাল, তবে ৫৪০০ আর পি এম ড্রাইভটি সিলেকশানের ও বেশ কিছু পজিটিভ কারন রয়েছে।

তো চলুন জেনে নিই ৭২০০ এবং ৫৪০০ আর পি এম এর মধ্যবর্তী সুবিধা-অসুবিধা সমূহ

HDD sisk plat

1. ড্রাইভারের শক্তিঃ

কম ঘুর্ণন গতির ড্রাইভ ল্যাপ্টপে ব্যবহারের ক্ষেত্রে খুব জনপ্রিয় কারন 'যত কাজ তত শক্তি ব্যায়' হিসেবে দ্রুত ঘুর্ণনের ক্ষেত্রে অনেক বেশি বিদ্যুৎ এর প্রয়োজন(খরচ) হবে; আর এক্ষেত্রে ল্যাপটপ যেহেতু ব্যাটারীর মাধ্যমে চলে, এবং যখন এর চার্জার আন-প্লাগড থাকবে তখন ব্যাটারীর চার্জ শেষ হবার পুর্বে দীর্ঘক্ষন ব্যবহার করা যাবে।তাই এক্ষেত্রে আরপিএম ব্যাস্তানুপাতিক ব্যাবহার কাল, মানে যত কম আর পি এম তত বেশি সময় ধরে ব্যবহার কাল। 😀

2. অযাচিত শব্দ/নয়েজঃ

অনেক সময় ধরে পিসি চলার পর হার্ড-ডিস্কের পাশে কান রাখলে খেয়াল করবেন ৭৮০০ আরপিএমের ড্রাইভ গুলো কম শব্দ করলেও এর চেয়ে নিখুতভাবে ও স্বল্প শব্দে ঘুরে থাকে ৫৪০০ আরপিএম এর ড্রাইভগুলো

3. কম্পন/ভাইব্রেশানঃ

দ্রুত গতির ড্রাইভার গুলো অনেক বেশি কম্পন সৃষ্টি করে থাকে। এমনকি এটা সিষ্টেমের পারফরমেন্সের ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব ফেলে, বিশেষ করে বর্তমানে বহুল্ভাবে প্রচলিত মেকানিকেল সাটা(SATA) ড্রাইভের ক্ষেত্রে। 🙁

4. তাপক্রিয়া / হিটঃ

প্রচুর বৈদ্যুতিক শক্তি প্রবাহের ফলে অনেক তাপ সৃষ্টি হয়, যার ফলে ৭২০০ আরপিএম সিষ্টেমকে অপেক্ষাকৃত তাড়াতাড়ি উষ্ণ করে তুলে। অবশ্য এটা দূর করার একটা উপায়ও আছে, তা হল ঠিক ভাবে ফ্যান সেটা করে বা সঠিকভাবে বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে। 😀

5. ব্যায় / কষ্টঃ

যেহেতু ৭২০০ আরপিএম কর্মক্ষম বেশি এবং এর ইলেক্ট্রিক সার্কিটটি অপেক্ষাকৃত জটিল তাই যথার্থ ভাবে ৫৪০০ আরপিএম ড্রাইভের চেয়ে এর দাম কিছুটা বেশি হওয়াটাই স্বভাবিক, এবং দামটা একটু বেশি বটেই। তবে পার্সোনাল(সিঙ্গেল পার্টস) ক্রেতাদের ক্ষেত্রে এটি খুব একটা বেশি না হলেও ব্যবসায়িদের ক্ষেত্রে অনেক বেশি ডিফার করে।

source: http://www.facebook.com/ComputronicsBD

আপনারা চাইলে হার্ডওয়ার নিয়ে আমি নিয়মিত ভাবে টিউন করে যাবো 😀

টিউন মনোনয়নের ক্ষেত্রে থামস আপ দিতে ভুলবেননা কিন্তু

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ ! দারুন

সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও শুভেচছা
    DOn’t 4get to Like to selst this tune as a Candidate

Thanks 4 share.

    Level 0

    লাইক মানে থামস আপ দিতে ভুলবেননা কিন্তু

আপনাদের মত প্রতিভাধর মানুষেরা যদি এভাবে মাঝে মাঝে হারিয়ে যান তাহলে আমরা কিভাবে জ্ঞান সংগ্রহ করব/ আশা করি নিয়মিত থাকবেন এখন থেকে । আর আপনার পোষ্ট টা অনেক সুন্দর হইছে। আশা করি কম্পিউটারের হার্ডওয়্যার সম্বন্ধে আর ও কিছু টিউন করবেন।

    Thank you brother.

    Level 0

    @ আমিত ভাই,
    ভাই মাঝে মাঝে হারিয়ে গেলে নিজেকে খুজে পাওয়া সহজ হয়, নতুন উদ্দ্যমে ফিরে আশা যায় 🙂
    টিউন থেকে বিরত থাকলেও পাশে ঠিকই ছিলাম, হয়তো দর্শক হিসেবে,
    আর হার্ডওয়ার নিয়ে বেশ কিছু টুন করার ইচ্ছে আছে, কারন সফটওয়ার নিয়ে অনেকেইতো টিউন করেন
    ভাবছি এখনেথেকেহার্ডওয়ারটার উপর জোর দিব বেশি
    পাশে থাকবেন

অনেকদিন পর টিউন পেলাম আশা করি নিয়মিত আরও আরও হার্ডওয়্যারমাধ্যম টিউন পাব।
– ধন্যবাদ

    Level 0

    ইনশাল্লাহ আরো আসছে
    ধন্যবাদ

ভাই, আমার দুটো হার্ডডিস্ক আছে। তবে একটা কাজ করছে না। এটা লাগালে windows start হয় না। এটার মধ্যে একটা শব্দ হয়।
নষ্ট হয়ে গেছে কি?
সমাধান জানালে খুশি হব।

    Level 0

    আপনার হার্ড-ডিস্কে কি ধরনের শব্দ হয়?
    আমার মতে দুই ধরনের সমস্যা হতে পারে,
    হয় সিলিন্ডার নষ্ট হয়ে গেছে,
    আর না হয় প্ল্যাটার গুলো ড্যামেজ হয়েছে

    আপনি নষ্ট টাকে এলিফেন্ট রোডে রিপেয়ার করিয়ে দেখতে পারেন, আশা করি ফল পাবেন

বাহ, এরকম টিউন রেগুলার করুন খুব ভালো হবে নতুনদের জন্য। শুভ কামনা

আসলেই হার্ড নিয়ে টিউন করা উচিত,
আর পি এম জানা যায় কিভাবে??

    Level 0

    RPM হার্ডডিস্কের গায়ে লেখা আছে

আশা করি এখন থেকে আবার নিয়মিত হবেন।

    Level 0

    ইনশাআল্লাহ

Level 0

ধন্যবাদ F M ভাই । হার্ডওয়ার নিয়ে নিয়মিত টিউন করেন আমি এটাই চাই।

    Level 0

    দোয়া করবেন বুল বুল ভাই

আজ থেকে তাহলে আপনি হার্ডওয়ার LuckyFM ভাই 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

    Level 0

    i’m a Disco Dancer :D…..

Level 0

আমার কিছু সন্দেহ আছে টিউন টিতে প্রকাশিত Information নিয়ে –

১ম – RPM – কথাটির মানে হচ্ছে Rotation Per Minute, (Revolution per minute নয় – Check করুন ৩য় লাইনে, Revolution আর Rotation কথাটি প্রায় Synonymous কিন্তু Rotation Per Minute কথাটি ই ব্যবহার হয় )
২য় – ৭৮০০ RPM এর কোনো HDD আমি আজ পর্যন্ত পাইনি, এটা ৭২০০ হবে,। (Check করুন — 2. অযাচিত শব্দ/নয়েজঃ Section টিতে)
৩য় – এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি একমত হবেন, – কম্পন/ভাইব্রেশান বা অযাচিত শব্দ/নয়েজঃ এগুলো HDD এর RPM Select করার জন্য কোনো বিচারের মান হতে পারে না, কারন HDD এর কম্পন/ভাইব্রেশান বা অযাচিত শব্দ/নয়েজ এতই তুচ্ছ যা একমাত্র হাতে নিয়ে না খেয়াল করলে টের পাওয়ার কথা না,..

বাংলায় আর লিখতে পারছি বলে দুঃখিত,….

Faster rotational speeds mean that data can be accessed in a more timely manner. For personal computers these higher rotation speed drivers are geared more towards the “power-user”. People who play high-end video games, digital media creation and editing, rendering and compiling, etc. For those things and all else that requires a lot of input/output consistently from the drive you will see quite a noticeable performance jump.

However, most people won’t notice a distinct difference other than the computer will boot up a bit faster. If you’re primary concern is for storing video and music on your computer with general internet use, you won’t see much of a difference. Your computer will boot faster and programs will load a little bit quicker, but nothing you’re likely to notice.

As per my opinion – 7200 rpm hdd are far away better than the 5400 rpm hdd s….

শেষ কথা হচ্ছে 7200 rpm hdd , 5400 rpm hdd থেকে 33% faster… (As claimed by Western Digital).. এখন বাকিটুকু আপনাদের উপর…/

    Level 0

    RPM= Revolution per minutes ঠিকই আছে
    ৭৮০০ না ওটা হবে ৭২০০
    আংশিক একমত

    আর আমি কিন্তু পার্থক্যটা বুঝিয়েছি
    অবশ্যই ৭২০০ ভাল ৫৪০০ থেকে

অনেক দিন পর টিউন করলেন এবং খুব সুন্দর একটা টিউন করলেন,
আশা করছি এখন থেকে নিয়মিত টিউন করবেন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউন্টির জন্য।

    Level 0

    আতাউর ভাই আপনাদের অনেক মিস করেছি,
    তারপ্রও গেট বেক করেছি এটাই আনন্দের কথা

    অফঃ ভাই আপনার ব্লস্পটটা জোস

নতুন একটা জিনিস শেখা হল।
ধন্যবাদ ভাই।

good………

Thanks 4 info

Level 0

After read the tune I like to comment. Before I comment I read another comment. When I read NICK’s comment I saw it is the comment I want to write and I support NICK’s comment. We hope I am not sure scientist will invent intelligent HDD which is capable to adjust its RPM (Rotation Per Minute) when ever and where ever it’s needed either it is RPM or noise, vibration, heat etc etc etc………

Level 0

Bhaiya amr mone hoy nick. bhai thik blsn. ami kokhono revolution per minute dekhinai!!!!apnara obossoi senior …apndr che amr xprience onk kom. plz mind krbn na!!!!!